Breaking









Showing posts with label GK. Show all posts
Showing posts with label GK. Show all posts

Jun 14, 2024

June 14, 2024

কিছু বিখ্যাত ব্যক্তির ছদ্মনাম ও আসল নাম




 কিছু বিখ্যাত ব্যক্তির ছদ্মনাম ও আসল নাম

কান্ত কবি – রজনীকান্ত সেন।

 বিদ্রোহী কবি – কাজী নজরুল ইসলাম।

 সাহিত্য সম্রাট – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

বাংলার বাঘ-আশুতোষ মুখোপাধ্যায়।

 দেশপ্রিয় – যতীন্দ্রমোহন সেনগুপ্ত।

 রায়গুণাকর – ভারতচন্দ্র রায়।

 কবিকঙ্কন – মুকুন্দরাম চক্রবর্তী।

 দেশপ্রাণ – বীরেন্দ্রনাথ শাসমল ।

নাট্যগুরু – গিরিশচন্দ্র ঘোষ।

 রসরাজ-অমৃতলাল বসু।

 অপেরা কিং – রামতোরণ সান্যাল।

 মহানায়ক উত্তম কুমার ।

লোকমাতা –রাণী রাসমনি।

 দয়ার সাগর – বিদ্যাসাগর।

স্বামী বিবেকানন্দ – নরেন্দ্রনাথ দত্ত।

 তানসেন – রামতনু পান্ডে।

নাট্যাচার্য – শিশির কুমার ভাদুড়ি।

নটসূর্য – অহীন্দ্র চৌধুরী।

 দাদাসাহেব --- ধুন ধীরাজ গোবিন্দ ফালকে।

 সভেদাদা - সখারাম ভাত ওয়াদেকর।

 চাইনিজ ওয়াল - গোষ্ঠ বিহারী পাল।

মহর্ষি – মনোরঞ্জন ভট্টাচার্য।


Jan 27, 2024

January 27, 2024

সংবিধান সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর- Dipendu Mondal -- Geographywithdip.blogspot.com




  সংবিধান  সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর

Dipendu Mondal 

Geographywithdip.blogspot.com 


1. কোন্ মৌলিক অধিকারকে ডঃ বি. আর. আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা' বলে অভিহিত করেছেন—সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।

2. সংবিধানের অষ্টম তফশীলে কোন্ বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে—২২টি আঞ্চলিক ভাষার তালিকা।

3. সংবিধানের (২৯-৩০) নম্বর ধারায় কী বর্ণনা করা হয়েছে--সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার।

4. ভারতের সংবিধানে পুনর্বিচারের ক্ষমতাটি ভোগ করে কে —সুপ্রীম কোর্ট।

Dipendu Mondal 

5. নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে-–324 নং।

6. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে -– ৩২-৩৫ নং ধারায়।

7. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে কোনও বিষয়ে পুনর্বিবেচনার অধিকার পেয়েছে- – ১৩৭ নম্বর ধারা

8. কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়  - -১৯৫১ সালে।

Dipendu Mondal 

9. ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে কত তম সংবিধান সংশোধনীতে —৪২ তম।

10. সংবিধানের কত নং ধারায় ‘হাইকোর্টের রিট প্রদান’ রয়েছে–- ২২৬ নং ধারায়।



11. ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে -– ১৮টি ভাষাকে।

12. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে—১২৪ নং ধারা।

Dipendu Mondal 

13. সংবিধানে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে কোন্ ধারায় – ৫৪নং ও ৫৫ নং ধারায়।

14. ভারতীয় সংবিধান রচনার সময় সংবিধানে কয়টি ধারা ছিল-– ৩৯৫ ধারা।

15. ভারতীয় সংবিধানকে পৃথিবীর মধ্যে কোন আসনে আসীন করা হয়েছে- – বৃহত্তম।

16. সুপ্রীম কোর্ট রাষ্ট্রপতিকে কখন সংবিধান অথবা আইনের ব্যাপারে পরামর্শ দিতে পারে—রাষ্ট্রপতি চাইলে। 

Dipendu Mondal 

17. ভারতীয় সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের তত্ত্ব পাওয়া যায় – রাষ্ট্র কর্মপন্থার নির্দেশক নীতিসমূহে।

18. কত তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়েছে--১৯৭৬ সালে ৪২ তম সংশোধনীর মাধ্যমে।

19. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত কিরূপ বর্ণিত-– সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র।

20. ভারতের সংবিধানের ১ নং ধারায় কি বলা হয়েছে—রাজ্যগুলোর ইউনিয়ন।

21. ভারতীয় সংবিধান কে রচনা করেন– ভারতীয় গণপরিষদ।

22. সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যগণ কার ইচ্ছা অনুযায়ী তাঁদের পদে অধিষ্ঠিত থাকেন —প্রধানমন্ত্রী।

23. ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কত নং ধারায় বর্ণিত রয়েছে – ৩৬৮ নং ধারায়।

24. ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে-- সাম্যের অধিকার সংক্রান্ত ধারায়।

Dipendu Mondal 

Mar 8, 2022

March 08, 2022

ভূত্বক--DIPENDU MONDAL --geographywithdip.blogspot.com





DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. ভূত্বক কাকে বলে ? 

ভূপৃষ্ঠের উপরিভাগে যে শক্ত ও কঠিন আবরণ রয়েছে তাকে ভূত্বক বলা হয়। 


2. ভূত্বকের একটি প্রধান বৈশিষ্ট্য কি ? 

ভূত্বক পৃথিবীর সবথেকে বাইরের অংশ। 


3. কেন্দ্রমন্ডলের একটি প্রধান বৈশিষ্ট্য কি ?

অতিরিক্ত তাপ এবং চাপের কারণে এই স্তরটি সান্দ্র অবস্থায় রয়েছে 


4. ক্রেটন  কাকে বলে ?

মহাদেশের প্রাথমিক ভূখণ্ডকে ক্রেটন বলা হয় 


5. ভূ -গাঠনিক  কথাটির অর্থ কি ? 

ভূপৃষ্ঠের ভূমিরূপ গঠনের ক্ষেত্রে যে সকল শক্তিগুলি ক্রিয়া করে তাদের ভূগাঠনিক বলা হয়।






Dec 3, 2021

December 03, 2021

Railway Exam -- General Knowledge --বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার --DIPENDU MONDAL-- geographywithdip.blogspot.com

 Railway Exam 

General Knowledge

বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. ডিনামাইট-- আলফ্রেড নোবেল 

2. টাইপরাইটার --সোমস্ 

3. এরোপ্লেন --রাইট ভ্রাতৃদ্বয়। 

4. লাউড স্পিকার--হোরেম মর্ট 

5. পেনিসিলিন --ফ্লেমিং 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. টেলিফোন-- গ্রাহাম বেল। 

7. ডিজেল ইঞ্জিন--রুডলফ ডিজেল। 

8. সেফটি রেজার --জিলেট 

9. বেতার যন্ত্র-- মার্কনী। 

10. বাষ্পযান --স্টিফেনসন 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11. টেলিগ্রাফ --স্যামুয়েল মোর্স। 

12. রিভলভার --কোল্ট 

13. বাইসাইকেল --ম্যাকমিলান 

14. চশমা --স্পিনা 

15. হাইড্রোজেন গ্যাস--হেনরি ক্যাভেন্ডিস।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com






Nov 1, 2021

November 01, 2021

GK --Date--1.11.21 --DIPENDU MONDAL --geographywithdip.blogspot.com


GK

Date--1.11.21

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


click to buy this book 

BHUGOL SAMAGRA



 1.জলবিষুব কোন তারিখে বলা হয়-- 23 শে সেপ্টেম্বর 

2.নাগাল্যান্ডের রাজধানীর নাম কি --কোহিমা 

3.দেশান্তর রেখা কাকে বলা হয় --দ্রাঘিমা রেখা কে 

4.কোন তারিখে মকর সংক্রান্তি হয় --21 শে ডিসেম্বর 

5.সবথেকে কম সাক্ষরতা যুক্ত রাজ্য কোনটি --বিহার 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6.সর্বোচ্চ অক্ষরেখা কত ডিগ্রী উত্তর দক্ষিণ --90°

7.পৃথিবীর কোন অঞ্চলে সর্বদা দিন রাত্রি সমান থাকে --নিরক্ষীয় অঞ্চল 

8.কর্কট সংক্রান্তি কবে হয়-- 21শে জুন 

9. পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় --পিঁচো

10.বার্ষিক গতির অন্য নাম কি-- পরিক্রমণ গতি

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com




Oct 24, 2021

October 24, 2021

আজকের GK -- Date --24. 10.21 -- DIPENDU MONDAL -- geographywithdip.blogspot.com

 আজকের GK

Date --24. 10.21

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1.ভারতের দীর্ঘতম উপনদী কোনটি --যমুনা 

2.বায়ু কোন ধরনের উপাদান --মিশ্র উপাদান 

3.ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি --হিরাকুদ বাঁধ 

4.দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি --গোদাবরী 

5.লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় --অস্থিমজ্জা 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. ভারতের দীর্ঘতম সুরঙ্গ কোনটি --পিরপাঞ্জাল সুড়ঙ্গ 

7. সম্প্রতি 11 এপ্রিল কোন দিবস পালন করা হয়েছে --জাতীয় সুরক্ষা মাতৃত্ব দিবস 

8.ভারতের বৃহত্তম হ্রদ কোনটি --উলার হ্রদ 

9.কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে --মাছ 

10.বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়--B5 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় --1192 খ্রিস্টাব্দ 

12.পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত-- নিউ দিল্লী 

13.হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় --1576 খ্রিষ্টাব্দ 

14.অ্যাক্সিস ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত --মুম্বাই 

15. পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় --1757 খ্রিস্টাব্দ 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

16.হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় --1576 খ্রিস্টাব্দ 

17.ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি-- কুঞ্চিকল জলপ্রপাত 

18. প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় --1526 খ্রিস্টাব্দ 

19.এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত --কলকাতা 

20.আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি --রাজস্থান। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com






Oct 17, 2021

October 17, 2021

আজকের GK --Date--17.10.21--DIPENDU MONDAL-- geographywithdip.blogspot.com



 আজকের GK

Date--17.10.21

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

    বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার ব্যাখ্যা সহজে বোঝার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ,শেয়ার এবং লাইক করুন


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1.দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় --হ্যাডলির অকট্যান্ট 

2.হ্যালির ধুমকেতু কত সালে আবিষ্কৃত হয় --1707 সালে 

3.দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন --গ্যালিলিও 

4.পৃথিবীর কোন দেশে জৈব গ্যাসের পরিমাণ সবথেকে বেশি ব্যবহার করা হয় --ভারত 

5. ভারতের সবথেকে উঁচু নদী বাঁধ কোনটি --তেহরি বাঁধ 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6.পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত --প্রায় 96 কোটি কিলোমিটার 

7.ভারতের সবথেকে লম্বা বাঁধ কোনটি --হিরাকুদ বাঁধ 

8.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে --আট মিনিট কুড়ি সেকেন্ড 

9.পম্পাস তৃণভূমির উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয় --খামসিন 

10. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে --মহানদী 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11.সূর্যে কত শতাংশ হিলিয়াম গ্যাস রয়েছে --18.17 %

12.গ্রহদের মধ্যে সবথেকে বৃহত্তম গ্রহ কোনটি --বৃহস্পতি 

13.সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি --বুধ 

14.এক কিলোমিটার উচ্চতা বাড়লে কত ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায় --6.4℃

15.যে সকল জ্যোতিষ্কদের নিজের আলো রয়েছে তাদের কি বলা হয় --নক্ষত্র 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

16.ভূত্বক মোট কটি বড় পাত নিয়ে গঠিত --7 টি 

17.পৃথিবীর ব্যাসার্ধ কত --6379 km

18.পাত শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন-- উইলসন 

19. তেহরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে --ভাগীরথী 

20.আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে--আলোকবর্ষ

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

মৃত্তিকা সৃষ্টির প্রধান প্রধান প্রক্রিয়া গুলি আলোচনা করো I

এই বিষয়টিকে বোঝার জন্য নিচের ভিডিওটি দেখুন


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Oct 8, 2021

October 08, 2021

ইতিহাসের বিভিন্ন যুদ্ধ এবং আন্দোলন --DIPENDU MONDAL --geographywithdip.blogspot.com




 আজকের GK

Date--8.10.21


ইতিহাসের বিভিন্ন যুদ্ধ এবং আন্দোলন 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1.ফরাজি আন্দোলন --1818 খ্রিস্টাব্দ 

2. তরাইনের প্রথম যুদ্ধ --1191 খ্রিস্টাব্দ 

3.অসহযোগ আন্দোলন --1920 খ্রিস্টাব্দে 

4.খানুয়ার যুদ্ধ --1527 খ্রিষ্টাব্দ 

5.পলাশীর যুদ্ধ --1757 খ্রিস্টাব্দ 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6.আইন অমান্য আন্দোলন --1930 খ্রিস্টাব্দে 

7.তরাইনের দ্বিতীয় যুদ্ধ --1192 খ্রিষ্টাব্দ 

8.কোল বিদ্রোহ --1820 খ্রিস্টাব্দ 

9.পানিপথের তৃতীয় যুদ্ধ --1761 খ্রিস্টাব্দ 

10.  পানিপথের প্রথম যুদ্ধ--1526 খ্রিস্টাব্দ 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11.খিলাফত আন্দোলন --1919 খ্রিস্টাব্দে 

12.হলদিঘাটের যুদ্ধ --1576 খ্রিষ্টাব্দ 

13.নীল বিদ্রোহ --1859 খ্রিস্টাব্দে 

14.চৌসার যুদ্ধ --1539 খ্রিষ্টাব্দ 

15.সিপাহী বিদ্রোহ --1857 খ্রিস্টাব্দ 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

16.দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ --1780 খ্রিস্টাব্দ 

17.পানিপথের দ্বিতীয় যুদ্ধ --1556 খ্রিষ্টাব্দ 

18 সাঁওতাল বিদ্রোহ --1855 খ্রিষ্টাব্দ 

19.প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ --1767 খ্রিষ্টাব্দ 

20.ঘর্ঘরার যুদ্ধ--1529 খ্রিষ্টাব্দ

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com



Oct 7, 2021

October 07, 2021

আজকের GK -- Date--7.10.21 -- DIPENDU MONDAL-- geographywithdip.blogspot.com




 আজকের GK

Date--7.10.21

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1.কোন জল সবথেকে শুদ্ধ প্রকৃতির --বৃষ্টির জল 

2.বর্তমানে ভারত কোন দেশের সাথে C-295 এয়ারক্রাফট এর বিষয়ে কথা বলেছে --স্পেন 

3.ভূগোলের জনক কাকে বলা হয় --হেকাটিয়াস 

4. Blue City কোন শহরকে বলা হয় --যোধপুর 

5. BRICS এর প্রধান প্রধান দেশ গুলি কি কি --ব্রাজিল ,রাশিয়া ,ভারত ,চায়না এবং সাউথ আফ্রিকা 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6.গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত --ক্যালিফোর্নিয়া ,আমেরিকা 

7.সব থেকে হালকা ধাতু কোনটি --লিথিয়াম 

8.বিশ্বের সবথেকে বড় হ্রদ কোনটি --ক্যাস্পিয়ান সাগর 

9.গোয়া কত সালে স্বাধীন হয় --1961 সালে 

10.ফটোগ্রাফির ক্ষেত্রে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়--সিলভার ব্রোমাইড। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11.ভারতে আগত প্রথম বিদেশি জাহাজ কোনটি ছিল --রেড ড্রাগন 

12.সৌরজগতের সব থেকে তীব্র গতিতে আবর্তনশীল  গ্রহ কোনটি --বুধ 

13.মানব ভূগোলের জনক কাকে বলা হয় --রিটার 

14.নোবেল প্রাইজ কত সাল থেকে প্রথম দেওয়া শুরু হয় --1901

15.গ্রিনিচ কোন দেশে অবস্থিত --ইউকে 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

16.মহারানা প্রতাপ এর পিতার নাম কি ছিল--মহারানা উদয় সিং  

17. পৃথিবীর সর্বাধিক সক্রিয় জ্বালামুখী কোনটি --কিলাইউ 

18. সৌরজগতের আবিষ্কার প্রথম কে করেন --কোপার্নিকাস 

19.বায়ুমন্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত --78 শতাংশ 

20.ম্যালেরিয়া রোগের কারণে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়--লিভার

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com




Oct 3, 2021

October 03, 2021

Online GK Question --DIPENDU MONDAL-- geographywithdip.blogspot.com


 Onl
ine GK Question

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


1. ভারতে কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় 

a. 1945 

b. 1962..

c. 1958

d. 1966


2. সার্ক কোন ধরনের সংগঠন 

a. আঞ্চলিক সংগঠন ..

b. রাজ্য ভিত্তিক সংগঠন

 c. আন্তর্জাতিক সংগঠন 

d. সর্বভারতীয় সংগঠন 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

3. আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর কোথায় অবস্থিত 

a. হেগ শহরে ..

b. নিউইয়র্ক 

c. জেনেভা 

d. কায়রো 


4. পশ্চিমবঙ্গের আইন সভার প্রকৃতি কেমন 

a. এক কক্ষ বিশিষ্ট ..

b. দ্বিকক্ষ বিশিষ্ট 

c. বহু কক্ষ বিশিষ্ট 

d. কোনটি না 


5. কটি দেশের চুক্তির মাধ্যমে NATO গড়ে ওঠে 

a. 12 ..

b. 10

c. 4

d. 6

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে গড়ে ওঠে 

a. 1982 

b. 1995 ..

c. 1984

d. 1999


7. রাষ্ট্রপতি অর্থ কমিশন কত বছর অন্তর অন্তর গঠন করেন 

a. দু'বছর অন্তর 

b. তিন বছর অন্তর 

c. চার বছর অন্তর 

d. পাঁচ বছর অন্তর ..


8. কত খ্রিস্টাব্দে CTBT  চুক্তি স্বাক্ষরিত হয় 

a. 1988

b. 1996 ..

c. 1992

d. 2001

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

9. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কটি 

a. 10

b. 20

c. 15..

d. 25


10. তাসখন্দ চুক্তি কত সালে হয় 

a. 1966 ..

b. 1970 

c. 1963 

d. 1968


DIPENDU  MONDAL


.. is ANSWER

মৃত্তিকা   বিষয়টিকে আরও সহজে বোঝার জন্য নিচের ভিডিওটি অবশ্যই দেখুন

1. মৃত্তিকা বলতে কী বোঝো

2. মৃত্তিকার প্রধান প্রধান বৈশিষ্ট্য

3. মৃত্তিকার প্রধান প্রধান উপাদান সমূহ

geographywithdip.blogspot.com








Sep 30, 2021

September 30, 2021

Geography GK Online Questions-- Date--30.9.21--DIPENDU MONDAL-- geographywithdip.blogspot.com



 Geography GK Online Questions

Date--30.9.21


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


1. একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি 

a. রকি 

b.আল্পস 

c. আরাবল্লী ..

d. হিমালয় 


2. পৃথিবীতে সবথেকে বেশি আগ্নেয়গিরি কোন অঞ্চলে দেখা যায় 

a. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ..

b. আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল 

c. সুমেরু মহাসাগরীয় অঞ্চল 

d. ভারত মহাসাগরীয় অঞ্চল 


3. রাসায়নিক আবহবিকার এর প্রধান উপাদান কোনটি 

a. জল ..

b. সূর্যের আলো 

c. বায়ুপ্রবাহ 

d. বনভূমি 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

4.পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি 

a. হিমালয় পর্বত 

b. রকি পর্বত 

c. আল্পস পর্বত 

d. আন্দিজ পর্বত ..


5. শল্কমোচন প্রক্রিয়া কোন শিলাতে  বেশি ঘটে 

a. ব্যাসাল্ট 

b. গ্রানাইট ..

c. বেলে পাথর 

d. কাদা পাথর 


6.ভূমিকম্পের দেশ কোন দেশকে বলা হয় 

a. জাপান ..

b. মায়ানমার 

c. ভারত 

d. ইন্দোনেশিয়া 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

7.পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি 

a. ফুজিয়ামা 

b. ভিসুভিয়াস 

c. ক্রাকাতোয়া 

d. মৌনালোয়া ..


8.পশ্চিমবঙ্গের সবথেকে খরা প্রবণ জেলা কোনটি 

a. বাঁকুড়া ..

b. দার্জিলিং 

c. জলপাইগুড়ি 

d. বীরভূম 


9.National Disaster Response Force কত সালে গড়ে ওঠে 

a. 2002 

b. 2003

c. 2004

d. 2005..


10. একটি স্তুপ পর্বত এর উদাহরণ দাও। 

a. হিমালয় 

b. সাতপুরা ..

c. রকি 

d. ভিসুভিয়াস

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

.. is Ans




Sep 28, 2021

September 28, 2021

আজকের GK --Date--28.9.21 -- DIPENDU MONDAL-- geographywithdip.blogspot.com



 আজকের GK 

Date--28.9.21

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1.অশ্বঘোষ রচিত গ্রন্থ টির নাম কি --বুদ্ধচরিতম

2.Microsoft এর CEO -র নাম কি --সত্যা নাডেলা 

3.প্রধানমন্ত্রী জন ধন যোজনা কবে শুরু করা হয় --28 আগস্ট 2014 সালে 

4.ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি --IIT Roorkee 

5. বিশ্বের সবথেকে উন্নত মানের কেশর কোথায় পাওয়া যায় --কাশ্মীর 

6.বিষ্ণু শর্মা রচিত গ্রন্থ টির নাম কি --পঞ্চতন্ত্র 

7. ভারতের  কে Norway Open Chess Championship -2021জয় করে --D. Gukesh 

8.ভারতের কোন শহর ভারতের একদিনের জন্য রাজধানী হয়েছিল --এলাহাবাদ 

9.Google এর CEO এর নাম কি --সুন্দর পিচাই 

10.ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি --ব্যাংকেইয়া  নাইডু 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11.ডিজিটাল ইন্ডিয়া যোজনা কবে শুরু করা হয় --1 জুলাই 2015 সালে 

12.ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল কোনটি --তাজ হোটেল, মুম্বাই 

13. World Rhino Day কবে পালন করা হয়-- 22 সেপ্টেম্বর 

14.ভারতের বর্তমান গৃহ মন্ত্রীর নাম কি --অমিত শাহ

15.International Day of Sign Language কবে পালন করা হয় --23 সেপ্টেম্বর 

16.নতুন দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় অবস্থিত ছিল --কলকাতা 

17.ভারত-চীন বিবাদ  কবে  হয় --17 জুন 2020 সালে 

18.জম্মু কাশ্মীর থেকে 370 নম্বর ধারা কবে সরানো হয় --5 আগস্ট 2019 সালে 

19.ভারতের প্রথম প্রাইভেট ট্রেন কোনটি --তেজস এক্সপ্রেস 

20. Puma -র Brand Ambassador কে--কারিনা কাপুর।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


     


Class -9 ,10 -- History , Geography

CLASS- 11,12  --GEOGRAPHY , evs পড়ানো হয়

WITH  PRACTICAL , MONTHLY  EXAM  TEST

ONLINE AND OFFLINE  AVAILABLE


CLICK HERE TO BUY