Breaking









Jan 27, 2024

সংবিধান সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর- Dipendu Mondal -- Geographywithdip.blogspot.com




  সংবিধান  সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর

Dipendu Mondal 

Geographywithdip.blogspot.com 


1. কোন্ মৌলিক অধিকারকে ডঃ বি. আর. আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা' বলে অভিহিত করেছেন—সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।

2. সংবিধানের অষ্টম তফশীলে কোন্ বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে—২২টি আঞ্চলিক ভাষার তালিকা।

3. সংবিধানের (২৯-৩০) নম্বর ধারায় কী বর্ণনা করা হয়েছে--সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার।

4. ভারতের সংবিধানে পুনর্বিচারের ক্ষমতাটি ভোগ করে কে —সুপ্রীম কোর্ট।

Dipendu Mondal 

5. নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে-–324 নং।

6. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে -– ৩২-৩৫ নং ধারায়।

7. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে কোনও বিষয়ে পুনর্বিবেচনার অধিকার পেয়েছে- – ১৩৭ নম্বর ধারা

8. কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়  - -১৯৫১ সালে।

Dipendu Mondal 

9. ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে কত তম সংবিধান সংশোধনীতে —৪২ তম।

10. সংবিধানের কত নং ধারায় ‘হাইকোর্টের রিট প্রদান’ রয়েছে–- ২২৬ নং ধারায়।



11. ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে -– ১৮টি ভাষাকে।

12. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে—১২৪ নং ধারা।

Dipendu Mondal 

13. সংবিধানে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে কোন্ ধারায় – ৫৪নং ও ৫৫ নং ধারায়।

14. ভারতীয় সংবিধান রচনার সময় সংবিধানে কয়টি ধারা ছিল-– ৩৯৫ ধারা।

15. ভারতীয় সংবিধানকে পৃথিবীর মধ্যে কোন আসনে আসীন করা হয়েছে- – বৃহত্তম।

16. সুপ্রীম কোর্ট রাষ্ট্রপতিকে কখন সংবিধান অথবা আইনের ব্যাপারে পরামর্শ দিতে পারে—রাষ্ট্রপতি চাইলে। 

Dipendu Mondal 

17. ভারতীয় সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের তত্ত্ব পাওয়া যায় – রাষ্ট্র কর্মপন্থার নির্দেশক নীতিসমূহে।

18. কত তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়েছে--১৯৭৬ সালে ৪২ তম সংশোধনীর মাধ্যমে।

19. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত কিরূপ বর্ণিত-– সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র।

20. ভারতের সংবিধানের ১ নং ধারায় কি বলা হয়েছে—রাজ্যগুলোর ইউনিয়ন।

21. ভারতীয় সংবিধান কে রচনা করেন– ভারতীয় গণপরিষদ।

22. সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যগণ কার ইচ্ছা অনুযায়ী তাঁদের পদে অধিষ্ঠিত থাকেন —প্রধানমন্ত্রী।

23. ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কত নং ধারায় বর্ণিত রয়েছে – ৩৬৮ নং ধারায়।

24. ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে-- সাম্যের অধিকার সংক্রান্ত ধারায়।

Dipendu Mondal