Breaking









Oct 5, 2024

class 10 exam বহির্জাত প্রক্রিয়া এবং বারিমন্ডল

 class 10 exam

বহির্জাত প্রক্রিয়া এবং বারিমন্ডল



এক নাম্বারের প্রশ্ন

1. আরোহন এবং অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কে কি বলে? 

2. যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমে তাকে কি বলে? 

3. ক্ষয়সীমা কথাটি প্রথম কে ব্যবহার করেন। 

4. সমুদ্রের জলরাশি যখন একই স্থানে থেকে ওঠা নামা করে তখন তাকে কি বলে? 

5. শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে। 

6. সমুদ্র জলের এক স্থান থেকে অন্য স্থানের প্রবাহ কে কি বলে? 

7. জাপান স্রোতের অন্য নাম কি? 

8. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি। 

9. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি? 

10. সমুদ্রের ভাসমান স্তুপ কে কি বলে? 


দুই নম্বরের প্রশ্ন। 

1. হিমপ্রাচীর কাকে বলে। 

2. শৈবাল সাগর কি? 

3. সমুদ্রস্রোত কাকে বলে। 

4. মগ্ন চড়া কাকে বলে। 

5. জলবিভাজিকা কি? 


পাঁচ নম্বরের প্রশ্ন। 

1. নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। 

2. সমুদ্র স্রোত সৃষ্টির কারণ গুলি আলোচনা করো।