Breaking









Jul 1, 2024

Class - 9 - Geography Dipendu Mondal পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়



 Class - 9 - Geography 

Dipendu Mondal 


পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়

1. মান মন্দির কোন শহরে অবস্থিত- গ্রিনিচ

2. কৌণিক দূরত্ব কোন এককে প্রকাশ করা হয়- ডিগ্রিতে 

3. কোন অক্ষরেখার ব্যাস পৃথিবীর ব্যাশের সমান- নিরক্ষরেখা 

4. কোন দ্রাঘিমা রেখা থেকে বার বা তারিখের শুরু ও সমাপ্তি ঘটে- ১৮০° দ্রাঘিমা রেখা। 

5. গ্রিনিচের প্রমাণ সময়ের সাথে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত- ৫ ঘন্টা ৩০ মিনিট। 

6. নিরক্ষরেখার অপর নাম কি- বিষুব রেখা। 

7. কোন মহাসাগরের উপর দিয়ে ১৮০° দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে- প্রশান্ত মহাসাগর। 

8. কোন দুই গোলার্ধের সীমারেখা ১৮০°- পূর্ব ও পশ্চিম গোলার্ধ। 

9. পৃথিবীপৃষ্ঠে অবস্থিত কোন স্থানের বিপরীত অবস্থান কে কি বলে- প্রতিপাদ স্থান। 

10. ভারতের ৮২° ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় কোন শহর অবস্থিত- এলাহাবাদ 

11. কলকাতা পৃথিবীর কেন্দ্র ও নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করে- 22 ডিগ্রি ৩৪ মিনিট উত্তর। 

12. নিরক্ষরেখায় ধ্রুবতারা কে একেবারে কোন দিকে দেখা যায়- দিগন্ত রেখায়। 

13. সুমেরু বিন্দুতে ধ্রুবতারা একেবারে কত ডিগ্রি উন্নতি কোণে অবস্থান করে- ৯০ ডিগ্রী। 

14. একুশে জুন সূর্যের বিশুব লম্ব কত ডিগ্রী দক্ষিণী অবস্থান করে- সাড়ে 2৩ ডিগ্রী 

15. নিরক্ষরেখার পরিধি কত কিলোমিটার - 40077 km