Breaking









Showing posts with label CLASS -9- GEOGRAPHY. Show all posts
Showing posts with label CLASS -9- GEOGRAPHY. Show all posts

Nov 25, 2023

November 25, 2023

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ মানচিত্র সম্পর্কিত স্থান চিহ্নিত কর





 ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ মানচিত্র সম্পর্কিত স্থান চিহ্নিত কর 

Class --9 


1. ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। 

2. ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। 

3. পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। 

4. পূর্ব ভারতের একটি মহানগর। 

5. তাপ্তি নদী। 

6. ভারতের হাইটেক বন্দর। 

7. পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। 

8. বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত উপকূল। 

9. নীলগিরি পর্বত। 

10. দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। 

11. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। 

12. ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। 

13. ভারতের শুষ্কতম অঞ্চল। 

14. উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। 

15. কৃষ্ণা নদী। 

16. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। 

17. পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। 

18. ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল। 

19. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। 

20. থর মরুভূমি।

Mar 27, 2023

March 27, 2023

Class-- 9 --প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - Dipendu mondal

                 Class-- 9 

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

            Dipendu mondal



এক কথায় উত্তর দাও। 

1. বামন গ্রহ কাকে বলে। 

2. ছায়াবৃত্ত বলতে কী বোঝো। 

3. অপসুর অবস্থানে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে? 

4. ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোনটি। 

5. নিরপেক্ষ সামগ্রিক কাকে বলে। 


যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 


1. আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লিখ। অধিবর্ষ কি? 

2. সংক্ষেপে আবর্তন গতির ফলাফল আলোচনা কর। 

3. কয়লার ব্যবহার লিখ। কয়লার উপজাত দ্রব্য গুলি কি কি? 

4. খনিজ তেল কাকে বলে। প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লিখ। 

 Dipendu mondal


অতিসংক্ষিপ্ত উত্তর দাও 

(ক) জিয়ড বলতে কী বোঝ?

(খ) অধিবর্ষ কী?

(গ) সম্পদ কাকে বলে?

D. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো তিনটি) :

(ক) জি পি এসের ব্যবহারগুলি লেখো।

(খ) পৃথিবীর গোলীয় আকৃতির তিনটি প্রমাণ দাও।

(গ) পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থান বলতে কী বোঝ?

(ঘ) পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো।

(ঙ) কয়লার ব্যবহারগুলি লেখো।

 Dipendu mondal

রচনাধর্মী উত্তর লেখো 

(ক) ঋতুপরিবর্তন কীভাবে ঘটে? চিত্রসহ ব্যাখ্যা করো।


সংক্ষিপ্ত প্রশ্ন 

১. জিয়ড কাকে বলে?

২. দিগন্তরেখা কাকে বলে?

৩. লিপইয়ার কী?

৪. ছায়াবৃত্ত কাকে বলে?

৫. সময় অঞ্চল কী?

৬. ক্রোনোমিটার কী?

 Dipendu mondal

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন

১. স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো।

২. GPS-এর উল্লেখযোগ্য তিনটি ব্যবহার লেখো।

৩. সমুদ্রস্রোতের দিকবিক্ষেপের কারণ ব্যাখ্যা করো।


 ব্যাখ্যামূলক প্রশ্ন

১. পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখো।

2. এরাটোসথেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন?


 Dipendu mondal

নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও 

(i) জিওড কী?

অথবা, বামন গ্রহ কাকে বলে?

(ii) রবিমার্গ কাকে বলে?

কী?

অথবা, মেরুপ্রভা

(iii) নিরপেক্ষ সামগ্রী কাকে বলে?

অথবা, কোক কয়লা কী?


 নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

(i) পৃথিবীর অভিগত গোলাকৃতির স্বপক্ষে যে-কোনো 3টি প্রমাণ লেখো।

অথবা, GPS-এর ব্যবহারগুলি লেখো।

(ii) পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো।

অথবা, কর্কটসংক্রান্তি ও মকরসংক্রান্তি কাকে বলে?

(iii) পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো।

অথবা, জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের 3টি অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

 Dipendu mondal

 যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও 

(i) চিত্রসহ পৃথিবীর ঋতুচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

(ii) ভারতের প্রধান 5টি রাজ্যে আকরিক লোহার বণ্টন সংক্ষেপে আলোচনা করো।


 একটি বা দুটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও 

(i) দক্ষিণ গোলার্ধে কোন্ ঋতুতে বড়োদিন উৎসব পালন করা হয়?

(ii) রবিমার্গ কাকে বলে?

(iii) 66½° দক্ষিণ অক্ষরেখা কী নামে পরিচিত?

(iv) পৃথিবী ছাড়া অন্য কোন্ গ্রহকে নীল দেখায়?

(v) জৈব গ্যাস তৈরিতে কী জাতীয় ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?

(vi) NTPC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?


নীচের প্রশ্নগুলির উত্তর দাও 

(i) অন্তস্থ ও বহিস্থ গ্রহ বলতে কী বোঝ?

(ii) আবর্তনকে আহ্নিক গতি বলে কেন?

(iii) ছায়াবৃত্ত কাকে বলে?

(iv) সাগর সম্রাট ও সাগর বিকাশ কী?

(v) কয়লার চারটি ব্যবহার লেখো।

(vi) জলবিদ্যুৎকে ‘সাদা কয়লা’ বলে কেন?

5. চিত্রসহ পৃথিবীর গোলত্বের প্রমাণস্বরূপ বেডফোর্ড লেভেল পরীক্ষাটি ব্যাখ্যা করো।

অথবা, পৃথিবীর আবর্তনের দুটি ফলাফল চিত্রসহ ব্যাখ্যা করো।


                         Dipendu mondal

Jan 8, 2023

January 08, 2023

West Bengal Class- 9 Geography Question -- Dipendu mondal


 West Bengal Class- 9 Geography Question 

Dipendu  mondal

1. নক্ষত্র কী?

2. GEOID কী?

3. বামন গ্রহ কী?

4. উপগ্রহ কী?

5. কুইপার বেল্ট কোথায় দেখা যায়?

6. নিশীথ সূর্য কী? 

7. অনুসূর অবস্থান কী?

8. GPS রিসিভার থেকে কী কী তথ্য পাওয়া যায়?

9. রবিমাৰ্গ কী?

10. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রমাণ দ্রাঘিমাগুলি কী কী?

11. ক্রনোমিটার কী?

12. a.m. এবং p.m. কী?

13. মোনাডনক কী?

14. অভিসারী পাত সীমান্তকে ধ্বংসাত্মক পাত সীমান্ত বলে কেন?

15. বিষয়ভিত্তিক মানচিত্র কী?

16. জৈব আবহবিকারে উদ্ভিদের ভূমিকা কী?

17. আবহবিকারকে বিচূর্ণীভবন বলে কেন?

18. শিলায় মরচে পড়ে কেন?

19. রৈখিক স্কেলের সুবিধাগুলি কী কী?

20. তুষারঝড় বা ব্লিজার্ড কী?

21. পশ্চিমবঙ্গে কী কী প্রশাসনিক বিভাগ রয়েছে?

22. পশ্চিমবঙ্গের প্রধান দুর্যোগ বা বিপর্যয়গুলি কী কী?

23. সামাজিক সম্পদ কী?

24. সম্পদের দুটি প্রধান বৈশিষ্ট্য কী কী?

25. প্রচলিত শক্তির উৎস কী?



Class -9 ,10 -- History , Geography

CLASS- 11,12  -- GEOGRAPHY , evs  , history, political science পড়ানো হয়

WITH  PRACTICAL , MONTHLY  EXAM  TEST

ONLINE AND OFFLINE  AVAILABLE