Breaking









Nov 25, 2023

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ মানচিত্র সম্পর্কিত স্থান চিহ্নিত কর





 ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ মানচিত্র সম্পর্কিত স্থান চিহ্নিত কর 

Class --9 


1. ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। 

2. ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। 

3. পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। 

4. পূর্ব ভারতের একটি মহানগর। 

5. তাপ্তি নদী। 

6. ভারতের হাইটেক বন্দর। 

7. পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। 

8. বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত উপকূল। 

9. নীলগিরি পর্বত। 

10. দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। 

11. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। 

12. ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। 

13. ভারতের শুষ্কতম অঞ্চল। 

14. উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। 

15. কৃষ্ণা নদী। 

16. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। 

17. পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। 

18. ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল। 

19. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। 

20. থর মরুভূমি।