Breaking









Mar 27, 2023

Class-- 9 --প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - Dipendu mondal

                 Class-- 9 

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

            Dipendu mondal



এক কথায় উত্তর দাও। 

1. বামন গ্রহ কাকে বলে। 

2. ছায়াবৃত্ত বলতে কী বোঝো। 

3. অপসুর অবস্থানে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে? 

4. ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোনটি। 

5. নিরপেক্ষ সামগ্রিক কাকে বলে। 


যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 


1. আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লিখ। অধিবর্ষ কি? 

2. সংক্ষেপে আবর্তন গতির ফলাফল আলোচনা কর। 

3. কয়লার ব্যবহার লিখ। কয়লার উপজাত দ্রব্য গুলি কি কি? 

4. খনিজ তেল কাকে বলে। প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লিখ। 

 Dipendu mondal


অতিসংক্ষিপ্ত উত্তর দাও 

(ক) জিয়ড বলতে কী বোঝ?

(খ) অধিবর্ষ কী?

(গ) সম্পদ কাকে বলে?

D. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো তিনটি) :

(ক) জি পি এসের ব্যবহারগুলি লেখো।

(খ) পৃথিবীর গোলীয় আকৃতির তিনটি প্রমাণ দাও।

(গ) পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থান বলতে কী বোঝ?

(ঘ) পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো।

(ঙ) কয়লার ব্যবহারগুলি লেখো।

 Dipendu mondal

রচনাধর্মী উত্তর লেখো 

(ক) ঋতুপরিবর্তন কীভাবে ঘটে? চিত্রসহ ব্যাখ্যা করো।


সংক্ষিপ্ত প্রশ্ন 

১. জিয়ড কাকে বলে?

২. দিগন্তরেখা কাকে বলে?

৩. লিপইয়ার কী?

৪. ছায়াবৃত্ত কাকে বলে?

৫. সময় অঞ্চল কী?

৬. ক্রোনোমিটার কী?

 Dipendu mondal

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন

১. স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো।

২. GPS-এর উল্লেখযোগ্য তিনটি ব্যবহার লেখো।

৩. সমুদ্রস্রোতের দিকবিক্ষেপের কারণ ব্যাখ্যা করো।


 ব্যাখ্যামূলক প্রশ্ন

১. পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখো।

2. এরাটোসথেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন?


 Dipendu mondal

নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও 

(i) জিওড কী?

অথবা, বামন গ্রহ কাকে বলে?

(ii) রবিমার্গ কাকে বলে?

কী?

অথবা, মেরুপ্রভা

(iii) নিরপেক্ষ সামগ্রী কাকে বলে?

অথবা, কোক কয়লা কী?


 নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

(i) পৃথিবীর অভিগত গোলাকৃতির স্বপক্ষে যে-কোনো 3টি প্রমাণ লেখো।

অথবা, GPS-এর ব্যবহারগুলি লেখো।

(ii) পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো।

অথবা, কর্কটসংক্রান্তি ও মকরসংক্রান্তি কাকে বলে?

(iii) পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো।

অথবা, জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের 3টি অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

 Dipendu mondal

 যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও 

(i) চিত্রসহ পৃথিবীর ঋতুচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

(ii) ভারতের প্রধান 5টি রাজ্যে আকরিক লোহার বণ্টন সংক্ষেপে আলোচনা করো।


 একটি বা দুটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও 

(i) দক্ষিণ গোলার্ধে কোন্ ঋতুতে বড়োদিন উৎসব পালন করা হয়?

(ii) রবিমার্গ কাকে বলে?

(iii) 66½° দক্ষিণ অক্ষরেখা কী নামে পরিচিত?

(iv) পৃথিবী ছাড়া অন্য কোন্ গ্রহকে নীল দেখায়?

(v) জৈব গ্যাস তৈরিতে কী জাতীয় ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?

(vi) NTPC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?


নীচের প্রশ্নগুলির উত্তর দাও 

(i) অন্তস্থ ও বহিস্থ গ্রহ বলতে কী বোঝ?

(ii) আবর্তনকে আহ্নিক গতি বলে কেন?

(iii) ছায়াবৃত্ত কাকে বলে?

(iv) সাগর সম্রাট ও সাগর বিকাশ কী?

(v) কয়লার চারটি ব্যবহার লেখো।

(vi) জলবিদ্যুৎকে ‘সাদা কয়লা’ বলে কেন?

5. চিত্রসহ পৃথিবীর গোলত্বের প্রমাণস্বরূপ বেডফোর্ড লেভেল পরীক্ষাটি ব্যাখ্যা করো।

অথবা, পৃথিবীর আবর্তনের দুটি ফলাফল চিত্রসহ ব্যাখ্যা করো।


                         Dipendu mondal