Breaking









Apr 13, 2022

Homework-- Class-- 9 , 10 ,11 ,12. -- Geography --Dipendu Mondal --Date--13. 4 .22




 Homework-- Class-- 9 , 10 ,11 ,12. 

Geography 

Dipendu Mondal 

Date--13. 4 .22


Class --9- Geography


1. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত

2. পৃথিবীর পরিধি কত

3. পৃথিবীর গতি কয় প্রকারের 

4. পৃথিবীর আকৃতি কেমন

5. কোন ভারতীয় বিজ্ঞানী বলেন যে পৃথিবী গোলাকার

6. পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন

7. ইউরেনাসের যমজ গ্রহ কোনটি

8. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি 

9. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কিলোমিটার

10. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত কিলোমিটার বেশি



Class--- 10 -Geography


1. ক্ষয়সীমা শব্দটি প্রথম কে ব্যবহার করেন 

2. অবরোহন প্রক্রিয়ার একটি উদাহরণ দাও 

3. আরোহন এবং অবরোহণ এর সম্মিলিত ফল কে কি বলা হয় 

4. ক্ষয়ীভবন ,পুঞ্জিতক্ষয় এবং আবহবিকার কে একসাথে কি বলা হয় 

5. Grade শব্দটি প্রথম কে ব্যবহার করেন 

6. কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় 

7. মরুভূমি অঞ্চলে সবথেকে বেশি কোন শক্তিটি  কাজ করে 

8. কোন আলোড়ন ভূপৃষ্ঠে উলম্ব ভাবে কাজ করে

9. মেরু অঞ্চলে কোন প্রক্রিয়ায় সবথেকে বেশি কাজ করে  

10. পুঞ্জিত ক্ষয়ের প্রধান শক্তি কোনটি 





Class-- 11- Geography 


1. জিওগ্রাফি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন 

2. ভূগোলের জনক কাকে বলা হয় 

3. আধুনিক ভূগোলের জনক কে 

4. মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় 

5. মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয় 

6. সকল বিজ্ঞানের জননী কাকে বলা হয় 

7. ভূগোলের প্রধান উদ্দেশ্য কি 

8. একটি জীব ভূগোলের নাম কি 

9. একটি মানবীয় ভূগোলের নাম কি 

10. জিওগ্রাফি শব্দের অর্থ কি 




Class-- 12- Geography 

1.  ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি 

2. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি 

3. মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ কোনটি 

4. ভারতের সবথেকে বেশি স্বাক্ষর রাজ্য কোনটি 

5. ভারতের একটি প্রশাসনিক শহরের নাম কি 

6. পৃথিবীর কোন কোন দেশে শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় 

7. ভারতের একটি সামরিক শহরের নাম কি 

8. ভারতের কোথায় নিউজপ্রিন্ট তৈরীর কারখানা রয়েছে 

9. মানব উন্নয়ন সূচক অনুসারে বিশ্বের প্রথম কোন দেশ 

10. উদ্ভিজ্জ মাংস কাকে বলা হয় 



class --9 answer 

1. প্রায় 15 কোটি কিলোমিটার   2. প্রায় 40 হাজার কিলোমিটার 3. আবর্তন গতি ও পরিক্রমণ গতি   4. অভিগত গোলক এর মত   5. আর্যভট্ট 6. এরাটোস্থেনিস 7. নেপচুন  8. বুধ.   9. 12757 km.    10. 43 km 


class --10 answer

1. বিজ্ঞানী পাওয়েল  2. আবহবিকার  3. পর্যায়ন  4. নগ্নীভবন  5. বিজ্ঞানী গিলবার্ট 6. আরোহন  7. বায়ুপ্রবাহ   8. মহীভাবক আলোড়ন  9. হিমবাহ  10. মাধ্যাকর্ষণ শক্তি। 


class --11 answer

1. এরাটোস্থেনিস  2. এরাটোস্থেনিস  3. হামবোল্ড  4. ভিদাল  5. ডকুচেভ  6. ভূগোলকে  7. প্রাকৃতিক ও মানবিক বিষয় বিশ্লেষণ করা।  8. মানবীয় বাস্তুবিদ্যা  9. সামাজিক ভূগোল।

10. পৃথিবীর বিবরণ দেওয়া 


class--- 12 answer 

1. সিকিম  2. উত্তর প্রদেশ।  3. নাইজার  4. কেরল  5. চন্ডিগড় 6. অস্ট্রেলিয়া,  জার্মানি , ডেনমার্ক , নরওয়ে  7. ব্যারাকপুর  8. নেপানগর  9. নরওয়ে  10. সোয়াবিন