Breaking









Aug 28, 2024

Class -9 Geography Dipendu Mondal

 


Class -9

Geography 

Dipendu Mondal 


1. সমপ্রায়ভূমি ও মোনাডনক্ কী ?

উত্তর নদীর বা স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ বা বার্ধক্য পর্যায়ে

যে বিস্তর্ণ প্রায় সমতলভূমির সৃষ্টি হয়, তাকে সমপ্রায়ভূমি

বলে। এই সমপ্রায় ভূমির ওপর শক্ত শিলায় গঠিত অনুচ্চ

পাহাড়গুলিকে মোনাডনক্ বলে।

বৈশিষ্ট্য :

(i) স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্টি হয়।

(ii) সমপ্রায় ভূমির ওপর দিয়ে নদীগুলি এঁকেবেঁকে প্রবাহিত হয়।

(iii) নদী মোহানার নিকটবর্তী হয়।


2. পিডমন্ট মালভূমি কী ?

উত্তর ক্ষয়চক্রের ফলে কোনো উচ্চভূমির উচ্চতা হ্রাস পেয়ে

মালভূমিতে পরিণত হলে, তাকে পিডমন্ট মালভূমি বলে।

বৈশিষ্ট্য :

(i) এক্ষেত্রে বহির্জাত শক্তিগুলি ক্ষয়কার্য করে।

(ii) পর্বত বা উচ্চভূমির পাদদেশে সৃষ্টি হয়।

(iii) ক্ষয় পেতে পেতে তরঙ্গায়িত মালভূমিতে পরিণত হয়।


3. অবস্থান অনুযায়ী পর্বতের শ্রেণিবিভাগ করো।

উত্তর অবস্থান অনুযায়ী পর্বতকে দুটি ভাগে ভাগ করা যায়,

যেমন— 1 মহাদেশীয় পর্বত—যাকে আবার দুটি ভাগে ভাগ

করা যায় (i) অন্তর্দেশীয় পর্বত [হিমালয়, আরাবল্লি]

(ii) উপকূলীয় পর্বত [সহ্যাদ্রি, মলয়াদ্রি, রকি, আন্দিজ]

@ মহাসাগরীয় পর্বত [মধ্য ভারতমহাসাগরীয় ও মধ্য

আটলান্টিক শৈলশিরা]


4. ত্রিপাত সীমান্ত কী ?

উত্তর কোনো পাতসীমানা বরাবর তিনদিক থেকে তিনটি

পাত একটি বিন্দুতে মিলিত হলে তাকে ত্রিপাত সম্মেলন বলে।

যেমন—নাজকা পাত, কুমেরু পাত ও প্রশান্ত মহাসাগরীয়

পাতের মধ্যে এই প্রকার পাত সম্মেলন লক্ষ করা যায়।