Breaking









Jul 29, 2022

Class -12-Geography -- DIPENDU MONDAL




 Class -12-Geography 

DIPENDU MONDAL

1. গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন -- জি .কে. গিলবার্ট ।

2. অন্তর্জাত প্রক্রিয়ার ফল হল-- ভূ-বিপর্যয় ।

3. ভূমিরূপবিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন-- চেম্বারলিন ও স্যালিসবারি ।

4. ক্ষয়চক্রের শেষ সীমা বলতে বোঝায় -- সমুদ্রপৃষ্ঠ কে ।

5. অবরোহন প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল -- ক্ষয়জাত পর্বত। 

6. দ্বিতীয় ক্রম এর ভূমিরূপ হল -- মালভূমি 

7. অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল -- পর্যায়ন ।

8. ভঙ্গিল পর্বত গঠিত হয় -- গিরিজনি আলোড়ন এর মাধ্যমে। 

9. যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হল -- আরোহন ।

10. আবহবিকার ও ক্ষয়ীভবন এর সম্মিলিত ফলকে কি বলা হয় -- নির্বাচন বা নগ্নীভবন। 

11. একটি অন্তর্জাত ও প্রক্রিয়ার উদাহরণ হল -- গিরিজনি আলোড়ন। 

12. নিম্নলিখিত ভূমিরূপ গুলির মধ্যে কোনটি অন্তর্জাত ও প্রক্রিয়ার ফলে গঠিত নয় -- সিঙ্ক হোল 

13.  যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলাসমূহ  চূর্ণ-বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে বলে -- আবহবিকার ।

14. নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়-- অগ্নুৎপাত ।

16. অবরোহণ এর অন্তর্গত নয় এমন প্রক্রিয়া টি হল -- সঞ্চয় 

17.অবরোহন বলতে সাধারণত-- নদীর ক্ষয় কাজ কে বোঝায় ‌

18.  বহির্জাত প্রক্রিয়া এর অংশগ্রহণকারী শক্তি হল -- সমুদ্র তরঙ্গ। 

19. ভূপৃষ্ঠের উঁচুনীচু  স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে বলা হয় -- সমস্থিতি ।

20. যে ভূ-আলোড়ন এর প্রভাবে মহাদেশ সৃষ্টি হয় তা হল -- মহীভাবক 

21. পাহাড়ের ঢালে তালাশ গঠনের সক্রিয় প্রক্রিয়াটি হল -- আরোহন ।

22. প্রদত্তগুলির মধ্যে কোন্ জোড়টি কার্যকরণ সূত্রে সম্পর্কিত -- V আকৃতির উপত্যকা ও অবরোহন। 

23. ভূমিকম্প‌ ও অগ্ন্যুদ্গম হল -- আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া।  

24. পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ হলো -- মধ্যাকর্ষণ বল। 

25. আরোহন পদ্ধতির ফলে ভূমি ঢালের পরিমাণ -- বৃদ্ধি পায়। 

26. পাহাড়ের ঢালে ট্যালাশ গঠনের সক্রিয় প্রক্রিয়াটি হল -- আরোহন 

27. আরোহণের একটি উল্লেখযোগ্য নিদর্শন হল -- বদ্বীপ 

28. ইউস্ট্যাটিক সঞ্চালন হল -- বহির্জাত প্রক্রিয়া। 

29. ভূমিরূপ বিবর্তনে কোনটি স্থৈতিক প্রক্রিয়া -- আবহবিকার ।

30. বহির্জাত শক্তির প্রধান উৎস -- সূর্য 

31. ঢালের পশ্চাদ্ অপসারণ ঘটে -- তরঙ্গকর্তিত ভূমিরূপ। 

32. আরোহন প্রক্রিয়ার অপর নাম -- স্তুূপীকরন   প্রক্রিয়া। 

33. অবরোহণের মাত্রা নির্ভর করে প্রধানত -- ক্ষয়সীমার সাপেক্ষে উচ্চতার পার্থক্যের উপর। 34. পর্যায়নের ফলে সৃষ্ট সমতল পৃষ্ঠকে বলে -- গ্রেডেড ল্যান্ড ।

35. ধস হল একটি -- পুঞ্জক্ষয়। 

36. যে প্রক্রিয়ায় বিচূর্ণীকৃত শিলা সমূহ অভিকর্ষ টানে খুব ধীরগতিতে ওই স্থান থেকে অপসারিত হয় তাকে বলে -- পুঞ্জিত ক্ষয়। 

37. অভ্যন্তরীণ শক্তির উৎস হল -- পরিচলন স্রোত।