Breaking









Nov 6, 2023

Class -12- Geography Suggestion - Dipendu Mondal - জনসংখ্যা


ভূগোলের বিভিন্ন ধরনের প্রশ্ন ,উত্তর এবং তার ব্যাখ্যার জন্য চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে

Search- Dipendu Mondal

বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য আমার টেলিগ্রাম Group টিতে জয়েন করুন Exam Guide

 Class -12- Geography Suggestion

Dipendu Mondal

 জনসংখ্যা

geographywithdip.blogspot.com

1. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?

     কোন দেশের মোট আয়তনের তুলনায় ওই দেশের প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে কতজন লোক বসবাস করে তার পরিমাণকে জনসংখ্যার ঘনত্ব বলে।


2. জনসংখ্যার ঘনত্বের বৈশিষ্ট্য কী?

   (i)  জনসংখ্যার ঘনত্ব থেকে কোন দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা সম্পর্কে কোন ধারণা করা যায় না ,কেবল ওই দেশ বা অঞ্চলের জনসংখ্যার বণ্টন সম্পর্কে ধারণা লাভ করা যায়।

(ii) জনসংখ্যার ঘনত্বের সাহায্যে কোনো দেশ বা অঞ্চলের অর্থনৈতিক উন্নতি বা অবনতি সম্পর্কে কোনো ধারণা করা যায় না।

(iii) কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কেও জনসংখ্যার ঘনত্ব সংখ্যা দিয়ে কোনো ধারণা করা যায় না।

geographywithdip.blogspot.com

4. জনঘনত্বের বিচারে পৃথিবীকে কয়টি ও কী কী অঞ্চলে ভাগ করা হয়েছে?

    জনঘনত্বের বিচারে পৃথিবীকে চারটি অঞ্চলে ভাগ করা হয়। যথা-

(1) নিবিড় বসতিযুক্ত অঞ্চল।

(ii) নাতিনিবিড় বসতিযুক্ত অঞ্চল।

(iii) বিরল বসতিযুক্ত অঞ্চল।

(iv) অতিবিরল বসতিযুক্ত অঞ্চল।

Dipendu Mondal

5. পৃথিবীর নিবিড় বসতিযুক্ত অঞ্চল কোনগুলি?

    পৃথিবীর প্রধান চারটি নিবিড় বসতিযুক্ত অঞ্চল হল –

(i) পূর্ব এশিয়ার চিন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্‌স্ ও ভিয়েতনাম।

(ii) দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া প্রভৃতি।

(iii) ইউরোপের ব্রিটিশ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, ইউক্রেন, পোল্যান্ড।

(iv) উত্তর আমেরিকার আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বাংশ ও কানাডার দক্ষিণ-পূর্বাংশ।


geographywithdip.blogspot.com






6. পৃথিবীর নাতিনিবিড় বা মাঝারি বসতিযুক্ত অঞ্চলগুলির পরিচয় দাও।


     বিশ্বের যেসব অঞ্চলে জনঘনত্ব প্রতি বর্গ কিমি-তে ১১ থেকে ৫০ জন সেগুলিকে নাতিনিবিড় বসতিযুক্ত অঞ্চল বলে। 

বিশ্বের এরূপ অঞ্চলগুলি হল

1. এশিয়া - মায়ানমার, মালয়শিয়া, ইরান, ইরাক, তুরস্ক, ইজরায়েল, তুর্কমেনিস্তান।

2. রাশিয়া-  বলকান উপদ্বীপ।

3. আফ্রিকা- গিনি, ঘানা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, উত্তর আলজেরিয়া, মরক্কো ও মিশরের নীলনদ অববাহিকা।

4.  উত্তর আমেরিকা-  আমেরিকা যুক্তরাষ্ট্র।


Dipendu Mondal

7. পৃথিবীর বিরল বসতিযুক্ত অঞ্চলগুলির পরিচয় দাও।

     পৃথিবীর যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি-তে ১ থেকে ১০ জন সেগুলিকে বিরল বসতিযুক্ত অঞ্চল বলে।

অঞ্চলগুলি হল- 

 (i) এশিয়ার উত্তরের সরলবর্গীয় অরণ্যাঞ্চল

(ii) আফ্রিকার ভেল্ড অঞ্চল

 (iii) উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি অঞ্চল 

(iv) দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি অঞ্চল

 (v)অস্ট্রেলিয়ার ডাউল্স্ অঞ্চল প্রভৃতি।


8. পৃথিবীর অতিবিরল বসতিযুক্ত অঞ্চলগুলির পরিচয় দাও।

       পৃথিবীর যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি-তে ১ জনেরও কম সেগুলিকে অতিবিরল বসতিযুক্ত অঞ্চল বলে। 

অঞ্চলগুলি হল- 

 (i) এশিয়ার আরব মরুভূমি ও মধ্য এশিয়া

(ii) আফ্রিকার সাহারা মরুভূমি

 (iii) উত্তর আমেরিকার আলাস্কা, গ্রিনল্যান্ড , উত্তর কানাডা

(iv) ইউরোপের উত্তরাংশ ইত্যাদি 

Dipendu Mondal

geographywithdip.blogspot.com