Breaking









Jul 1, 2024

Class 11 Geography Chapter- 1 শাস্ত্র রূপে ভূগোল Dipendu Mondal



 Class 11 Geography 

Chapter-  1 

শাস্ত্র রূপে ভূগোল

Dipendu Mondal 


1. কোন গ্রিক পন্ডিত জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন। 

2. ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য কি 

3. মানবিক ভূগোলের সাথে বিজ্ঞানের কোন শাখার সম্পর্ক রয়েছে 

4. ডাবলুএম ডেভিস কোন বিষয়ের প্রবক্তা ছিলেন 

5. ডকুচেভ কোন বিষয়ের প্রবক্তা ছিলেন 

6. ভিদাল কোন বিষয়ের প্রবক্তা ছিলেন 

7. আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাকে বলে 

8. জিয়াইএস এর কাজ কি 

9. সময়ের পটভূমিতে ঘটনার বিবরণ হলো ইতিহাস এটি কে বলেছেন 

10. নব নিয়ন্ত্রণবাদের  প্রবক্তা কে 

11. জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে

12. মডেল ভূগোলের জনক কাকে বলে  

13. ভূতত্ত্ববিদ্যার জনক কাকে বলে 

14. সমুদ্র বিদ্যার জনক কাকে বলে 

15. রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলে 

16. জিও মারফোলজি অধ্যয়ন এর বিষয় কি 

17. একজন বিখ্যাত জনসংখ্যা ভূগোল বিদের নাম কি 

18. নারী-পুরুষ বৈষম্য এবং তার বিষয়ে আলোচনা কোন বিজ্ঞানে করা হয় 

19. Geohydrology কিসের শাখা 

20. মানুষের ক্যালরি গ্রহণের তারতম্য ক্যালরির ঘাটতি ইত্যাদির বিষয়ে আলোচনা ভূগোলের কোন শাখায় করা হয় 




প্রশ্নের উত্তর

1. এরাটোস্থেনিস 

2. পৃথিবীর প্রাকৃতিক এবং মানবিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করা। 

3. সমাজবিজ্ঞান 

4. ভূমিরূপ বিদ্যা। 

5. মৃত্তিকা ভূগোল। 

6. মানবিক ভূগোল। 

7. হামবোল্ট 

8. ভৌগোলিক তথ্য সংগ্রহ করা। 

9. হার্টস্বর্ণ 

10. টেলর 

11. হান্টিংটন 

12. রিচার্ড চললে। 

13. টলেমি। 

14. পসিডোনিয়াসকে 

15. রাতজেল 

16. ভূমিরূপ বিদ্যা। 

17. আর শি চান্দনা। 

18. লিঙ্গ ভূগোল। 

19. জলবিদ্যা 

20. পুষ্টি ভূগোল।