Breaking









Aug 11, 2024

Geography GK Dipendu Mondal



 Geography GK

Dipendu Mondal 


1. বুনো গাধার অভয়ারণ্য or ‘Wild Ass Sanctuary' অবস্থিত--- কচ্ছ, গুজরাট।

2. নর্মদা নদীর ওপর নর্মদা বাঁধের প্রকৃত নাম--সর্দার সরোবর বাঁধ ।

3. কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে বলে--আম্রবৃষ্টি।

4. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম-- ওয়াশিংটন

5. ডিসি, ডিসি কথার অর্থ –ডিস্ট্রিক অব কলম্বিয়া ।

6. ভারতে তিনটি নৌ বিমান ঘাঁটি আছে। এর মধ্যে একটি কোচিনে, দ্বিতীয়টি গোয়ায় এবং তৃতীয়টি হল – পোর্ট ব্লেয়ার-এ।

7. যে রাজ্যের অধিবাসীরা তাঁদের ‘কুলভি পাক নামে ডাকেন – মণিপুর রাজ্যের মায়েতেসেই অধিবাসীরা।

8. সরকারী ভাবে কাঞ্চনজঙ্ঘার শিখর বেশকয়েকবার জয় করা হয়েছে। কিন্তু প্রত্যেক সফল অভিযাত্রীই শিখরের কয়েক মিটার আগেই শেষ করে ফিরে এসেছেন। কারণ –সিকিমিজরা কাঞ্চনজংঘাকে পবিত্র মনে করেন তাই তাঁরা কাঞ্চনজংঘার শিখরে পা রাখতে দেন না ।

9. উড়িষ্যার ‘করহা’ উপজাতির পেশা হল –সাপ খেলা দেখানো।

10. এলিফ্যান্ট ফলস, বিডল ফলস, সুইট ফলস ও বিপশ ফলস এই চারটি জলপ্রপাত অবস্থিত--শিলং-এ।

10. পূর্ব ভারতের যে রাজ্যকে ‘মণির দেশ' ও 'ক্ষুদ্র স্বর্গ' বলা হয় –মণিপুর

'11. আর্চ অব ট্রায়াম্ফ' অবস্থিত – ফ্রান্সে।

12. চিনের ম্যাঞ্চেস্টার' বলা হয় – সাংহাইকে।

13. জলের গভীরতা মাপক একক হল--ফ্যাদাম।

14.চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে সময় লাগে --১.২ সেকেন্ড।

15. বিশ্বের দীর্ঘতম নৌবন্দর হল – পোর্ট অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি।