Breaking









Showing posts with label HOMEWORK - GEOGRAPHY. Show all posts
Showing posts with label HOMEWORK - GEOGRAPHY. Show all posts

Aug 28, 2024

August 28, 2024

Class -9 Geography Dipendu Mondal

 


Class -9

Geography 

Dipendu Mondal 


1. সমপ্রায়ভূমি ও মোনাডনক্ কী ?

উত্তর নদীর বা স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ বা বার্ধক্য পর্যায়ে

যে বিস্তর্ণ প্রায় সমতলভূমির সৃষ্টি হয়, তাকে সমপ্রায়ভূমি

বলে। এই সমপ্রায় ভূমির ওপর শক্ত শিলায় গঠিত অনুচ্চ

পাহাড়গুলিকে মোনাডনক্ বলে।

বৈশিষ্ট্য :

(i) স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্টি হয়।

(ii) সমপ্রায় ভূমির ওপর দিয়ে নদীগুলি এঁকেবেঁকে প্রবাহিত হয়।

(iii) নদী মোহানার নিকটবর্তী হয়।


2. পিডমন্ট মালভূমি কী ?

উত্তর ক্ষয়চক্রের ফলে কোনো উচ্চভূমির উচ্চতা হ্রাস পেয়ে

মালভূমিতে পরিণত হলে, তাকে পিডমন্ট মালভূমি বলে।

বৈশিষ্ট্য :

(i) এক্ষেত্রে বহির্জাত শক্তিগুলি ক্ষয়কার্য করে।

(ii) পর্বত বা উচ্চভূমির পাদদেশে সৃষ্টি হয়।

(iii) ক্ষয় পেতে পেতে তরঙ্গায়িত মালভূমিতে পরিণত হয়।


3. অবস্থান অনুযায়ী পর্বতের শ্রেণিবিভাগ করো।

উত্তর অবস্থান অনুযায়ী পর্বতকে দুটি ভাগে ভাগ করা যায়,

যেমন— 1 মহাদেশীয় পর্বত—যাকে আবার দুটি ভাগে ভাগ

করা যায় (i) অন্তর্দেশীয় পর্বত [হিমালয়, আরাবল্লি]

(ii) উপকূলীয় পর্বত [সহ্যাদ্রি, মলয়াদ্রি, রকি, আন্দিজ]

@ মহাসাগরীয় পর্বত [মধ্য ভারতমহাসাগরীয় ও মধ্য

আটলান্টিক শৈলশিরা]


4. ত্রিপাত সীমান্ত কী ?

উত্তর কোনো পাতসীমানা বরাবর তিনদিক থেকে তিনটি

পাত একটি বিন্দুতে মিলিত হলে তাকে ত্রিপাত সম্মেলন বলে।

যেমন—নাজকা পাত, কুমেরু পাত ও প্রশান্ত মহাসাগরীয়

পাতের মধ্যে এই প্রকার পাত সম্মেলন লক্ষ করা যায়।

Jul 1, 2024

July 01, 2024

Class - 9 - Geography Dipendu Mondal পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়



 Class - 9 - Geography 

Dipendu Mondal 


পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়

1. মান মন্দির কোন শহরে অবস্থিত- গ্রিনিচ

2. কৌণিক দূরত্ব কোন এককে প্রকাশ করা হয়- ডিগ্রিতে 

3. কোন অক্ষরেখার ব্যাস পৃথিবীর ব্যাশের সমান- নিরক্ষরেখা 

4. কোন দ্রাঘিমা রেখা থেকে বার বা তারিখের শুরু ও সমাপ্তি ঘটে- ১৮০° দ্রাঘিমা রেখা। 

5. গ্রিনিচের প্রমাণ সময়ের সাথে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত- ৫ ঘন্টা ৩০ মিনিট। 

6. নিরক্ষরেখার অপর নাম কি- বিষুব রেখা। 

7. কোন মহাসাগরের উপর দিয়ে ১৮০° দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে- প্রশান্ত মহাসাগর। 

8. কোন দুই গোলার্ধের সীমারেখা ১৮০°- পূর্ব ও পশ্চিম গোলার্ধ। 

9. পৃথিবীপৃষ্ঠে অবস্থিত কোন স্থানের বিপরীত অবস্থান কে কি বলে- প্রতিপাদ স্থান। 

10. ভারতের ৮২° ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় কোন শহর অবস্থিত- এলাহাবাদ 

11. কলকাতা পৃথিবীর কেন্দ্র ও নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করে- 22 ডিগ্রি ৩৪ মিনিট উত্তর। 

12. নিরক্ষরেখায় ধ্রুবতারা কে একেবারে কোন দিকে দেখা যায়- দিগন্ত রেখায়। 

13. সুমেরু বিন্দুতে ধ্রুবতারা একেবারে কত ডিগ্রি উন্নতি কোণে অবস্থান করে- ৯০ ডিগ্রী। 

14. একুশে জুন সূর্যের বিশুব লম্ব কত ডিগ্রী দক্ষিণী অবস্থান করে- সাড়ে 2৩ ডিগ্রী 

15. নিরক্ষরেখার পরিধি কত কিলোমিটার - 40077 km

Dec 2, 2023

December 02, 2023

Class - 12 --Geography Homework-- Dipendu Mondal




 Class - 12 Geography Homework

Dipendu Mondal 

Visit my blog--

Geographywithdip.blogspot.com


1. জনবিস্ফোরণ কাকে বলে। 

2. শুষ্ক বিন্দু বসতি বলতে কী বোঝো। 

3. দুর্গাপুর কে ভারতে রূঢ় বলা হয় কেন? 

4. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো। 

5. বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লিখ। 

6. জেট বায়ু প্রবাহ কি? 

7. শস্য প্রগাঢ়তা বলতে কি বোঝো? 

8. আদ্র কৃষি কাকে বলে। 

9. বেঙ্গালুরু কে ভারতের বৈদ্যুতিক শহর বলা হয় কেন? 

10. উন্নয়নের সংজ্ঞা দাও। 

11. ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। 

12. শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো। 

13. নিক বিন্দু কাকে বলে। 

14. অনুগামী নদীর সংজ্ঞা দাও। 




 

15. পর্যায়ন কাকে বলে।

Apr 24, 2022

April 24, 2022

Homework-- Class-- 9 , 10 ,11 ,12 --Geography --dipendu mondal -- Date--24. 4.22-- geographywithdip.blogspot.com




 Homework-- Class-- 9 , 10 ,11 ,12. 

Geography 

dipendu mondal 

Date--24. 4.22


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class --9 Geography


1. পৃথিবীর আকৃতি কেমন 

2. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত 

3. একটি বহিঃস্থ গ্রহের উদাহরণ কি 

4. এরাটোস্থেনিস এর মতে পৃথিবীর গড় পরিধি কত কিলোমিটার 

5. সৌরজগতের নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ কোনটি 

6.  ইউরেনাস কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে 

7. গ্রহদের মধ্যে আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান কত 

8. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত কিলোমিটার 

9. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত 

10. আমাদের ছায়াপথের নাম কি 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com




Class--- 10 geography

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. বায়ুমণ্ডলের সর্বোচ্চ বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত 

2.  বায়ুমন্ডলে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ কত 

3. বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি 

4.  কোন শক্তির কারণে বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে রয়েছে 

5. বায়ুমন্ডলের সবথেকে হালকা গ্যাসটির নাম কি 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. বায়ুমণ্ডলের মোট ভর কত 

7. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত 

8. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস 

9. ওজোন গহ্বর এর আবিষ্কারক কে 

10. কোন গ্যাস ওজোন কে ধ্বংস করে 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com



Class-- 11 geography 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. প্লবতা তত্ত্বের প্রতিষ্ঠাতা কে 

2. ইংরেজি সমস্থিতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন 

3. প্রতিবিধান তল ভূগর্ভে কত কিলোমিটার গভীরে অবস্থিত 

4. গ্রিক শব্দ Isos এর অর্থ কি 

5. এইরির সমস্থিতি মতবাদ এর প্রধান ভিত্তি কি 

6. এইরি কত খ্রিস্টাব্দে তার সমস্থিতি সম্পর্কিত মতবাদটি প্রদান করেন 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

7. বিজ্ঞানিক প্র্যাট কত খ্রিস্টাব্দে তার সমস্থিতি সম্পর্কিত মতবাদ প্রদান করেন 

8. সমুদ্র তলদেশের সম্প্রসারণ এর তত্ত্ব কে প্রকাশ করেন 

9. আটলান্টিক মহাসাগরের তলদেশের বয়স কত 

10. History of Ocean Basin নামক বইটি কে লেখেন 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com



Class-- 12 geography

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. আরোহন এবং অবরোহণ এর সম্মিলিত ফল কে কি বলা হয় 

2. কোন প্রক্রিয়ার মাধ্যমে প্লাবনভূমি করে ওঠে 

3. উচ্চ পার্বত্য অঞ্চলে আবহবিকার এর কারণে যে তীক্ষ্ণ শিলাখণ্ড তৈরি হয় তাকে কি বলে 

4. কোন অ্যাসিডের সাথে চুনাপাথরের বিক্রিয়া ঘটে 

5.  পর্যায়ন ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন 

6. ব্যাসল্ট শিলা থেকে কোন মৃত্তিকা গড়ে ওঠে 

7. ভূমিকম্প এবং অগ্নুৎপাত কোন ধরনের আলোড়ন 

8. কোন আলোড়ন এর ফলে ভূত্বক ভারসাম্য অবস্থায় আসে 

9. ক্ষুদ্রকণা বিসরণ কোন অঞ্চলে সবথেকে বেশি দেখা যায় 

10. শল্কমোচন কোন শিলায় দেখা যায় 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class --9 answer 

1. অভিগত গোলক এর মত  2. 6400 km. 3. বৃহস্পতি  4. 40000 km .  5. বুধ  6. দক্ষিণ থেকে উত্তর দিকে  7. পঞ্চম  8. 43 km.  9. 6371 km.  10. আকাশগঙ্গা 


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class --10 answer

1. 10000 km.  2. 4%  3. নাইট্রোজেন  4. মাধ্যাকর্ষণ শক্তি  5. হাইড্রোজেন  6. প্রায় 9000 হাজার কোটি টন  7.  20.9 %  8. ওজোন গ্যাস  9. বিজ্ঞানী ফারমেন  10. CFC 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class --11 answer 

1. আর্কিমিডিস  2. বিজ্ঞানী ডাটন  3. 100 km   4. সমতা  5. ভাসমান তত্ত্ব  6. 1855 খ্রিস্টাব্দে  7. 1859 খ্রিস্টাব্দে  8. বিজ্ঞানী হ্যারি হেস  9. প্রায় কুড়ি কোটি বছর  10. বিজ্ঞানী হ্যারি হেস 


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class--- 12 answer

1. পর্যায়ন  2. আরোহন প্রক্রিয়া  3. ট‍্যালাস  4. কার্বনিক অ্যাসিড 5.  বিজ্ঞানী গিলবার্ট।  6. কৃষ্ণ মৃত্তিকা  7. আকস্মিক আলোড়ন।  8. সমস্থিতিক আলোড়ন  9. মরুভূমি অঞ্চলে  10. গ্রানাইট শিলা

Apr 18, 2022

April 18, 2022

Homework-- Class-- 9 , 10 ,11 ,12 -Geography - Dipendu Mondal - Date--18.4.22- geographywithdip.blogspot.com

 Homework-- Class-- 9 , 10 ,11 ,12

Geography 

Dipendu Mondal 

Date--18.4.22

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class --9 -Geography

1. বেডফোর্ড লেভেল পরীক্ষা কত খ্রিস্টাব্দে করা হয় 

2. পিথাগোরাস কে ছিলেন 

3. ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার নাম কি 

4. কোন গ্যাসের প্রাধান্য বেশি থাকায় ইউরেনাস এর রং সবুজ 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

5. সৌরজগতের সব থেকে সুন্দর গ্রহ কোনটি 

6. কোন গ্রহের আবর্তন এর সময় পরিক্রমণ গতির সময় অপেক্ষা বেশি 

7. ইউরেনাসের যমজ গ্রহের নাম কি 

8. সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি 

9. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত 

10. পৃথিবীর গড় ব্যাস কত 




Class --9 -Answer 

1. 1870 খ্রিস্টাব্দে  2. একজন গ্রিক দার্শনিক  3. ISRO  4. মিথেন 5. শনি  6. শুক্র 7. নেপচুন  8. বৃহস্পতি  9. প্রায় 15 কোটি কিলোমিটার  10. 12800km



Class--- 10 -Geography 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদ গুলি কে কি বলা হয় 

2. বায়ুর দ্বারা শুষ্ক বালিকণা অনেক দূরে বাহিত হয়ে সঞ্চিত হলে তখন তাকে কি বলে 

3. সমুদ্র জলে ভাসমান বরফের স্তুপ কে কি বলা হয় 

4.  নদী মোহনা প্রশস্ত হলে তখন তাকে কি বলা হয় 

5. দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি কে কি বলা হয় 

6. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি গুলি কে কি বলা হয় 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

7. ভারতের একটি আদর্শ নদীর নাম কি 

8. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি 

9. কোন দেশকে ফিয়র্ডের দেশ বলা হয় 

10. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি 




Class --10 -Answer

1. প্লায়া হ্রদ  2. লোয়েস 3. হিমশৈল  4. খাঁড়ি  5. দোয়াব  6. বার্খান  7. গঙ্গা  8. গঙ্গা -ব্রহ্মপুত্র বদ্বীপ  9. নরওয়েকে  10. নীলনদ 



Class-- 11- Geography 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. পৃথিবীর ব্যাসার্ধ কত 

2. পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার কত 

3. অন্ত ঃগুরুমন্ডল এর অপর নাম কি 

4. কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান কি 

5. ভূ-অভ্যন্তর গঠনকারী সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি 

6. গুরুমন্ডল এর গভীরতা কত কিলোমিটার  

7. গুরুমন্ডল এর অন্য নাম কি 

8. ভূত্বকের প্রধান উপাদান কি 

9. ভূত্বকের গড় ঘনত্ব কত 

10. গুরুমন্ডল এর নিম্ন স্তর কি নামে পরিচিত 


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class --11- Answer

1. প্রায় 6400 km 2. প্রতি 32 মিটারে  1℃ 3. নিফেসিমা 4. নিকেল ও লোহা  5. লোহা  6. 2900 km  7. ম‍্যান্টল  8. সিলিকা  9. 2.2 - 2.9 গ্রাম/  ঘন সেমি  10. মেসোস্ফিয়ার 



DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class-- 12- Geography 


1. ভারতে কোন ধরনের পরিব্রাজন সবথেকে বেশি ঘটে 

2. পলিশ শব্দের অর্থ কি 

3. খুচরো বাজারকেন্দ্রিক পৌর বসতি কে কি বলা হয় 

4. দামোদর উপত্যকা কোন ধরনের পরিকল্পনা অঞ্চল 

5. পৃথিবীর সবথেকে কম জনসংখ্যার দেশ কোনটি 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. ভারতের সবথেকে স্বাক্ষর রাজ্য কোনটি 

7. CBD এর পুরো নাম কি 

8. ISRO এর পুরো নাম কি 

9. EEZ এর পুরো নাম কি 

10. ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোথায় অবস্থিত 


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class--- 12- Answer 

1. গ্রাম থেকে শহরে।  2. নগর  3. পলিশ  4. মধ্যম আয়তন বিশিষ্ট।  5. ভাটিকান সিটি।  6. কেরল  7. Central Business District.  8. Indian Space Research Organisation.  9. Exclusive Economic Zone.  10. গুজরাটের জামনগর।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Apr 13, 2022

April 13, 2022

Homework-- Class-- 9 , 10 ,11 ,12. -- Geography --Dipendu Mondal --Date--13. 4 .22




 Homework-- Class-- 9 , 10 ,11 ,12. 

Geography 

Dipendu Mondal 

Date--13. 4 .22


Class --9- Geography


1. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত

2. পৃথিবীর পরিধি কত

3. পৃথিবীর গতি কয় প্রকারের 

4. পৃথিবীর আকৃতি কেমন

5. কোন ভারতীয় বিজ্ঞানী বলেন যে পৃথিবী গোলাকার

6. পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন

7. ইউরেনাসের যমজ গ্রহ কোনটি

8. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি 

9. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কিলোমিটার

10. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত কিলোমিটার বেশি



Class--- 10 -Geography


1. ক্ষয়সীমা শব্দটি প্রথম কে ব্যবহার করেন 

2. অবরোহন প্রক্রিয়ার একটি উদাহরণ দাও 

3. আরোহন এবং অবরোহণ এর সম্মিলিত ফল কে কি বলা হয় 

4. ক্ষয়ীভবন ,পুঞ্জিতক্ষয় এবং আবহবিকার কে একসাথে কি বলা হয় 

5. Grade শব্দটি প্রথম কে ব্যবহার করেন 

6. কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় 

7. মরুভূমি অঞ্চলে সবথেকে বেশি কোন শক্তিটি  কাজ করে 

8. কোন আলোড়ন ভূপৃষ্ঠে উলম্ব ভাবে কাজ করে

9. মেরু অঞ্চলে কোন প্রক্রিয়ায় সবথেকে বেশি কাজ করে  

10. পুঞ্জিত ক্ষয়ের প্রধান শক্তি কোনটি 





Class-- 11- Geography 


1. জিওগ্রাফি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন 

2. ভূগোলের জনক কাকে বলা হয় 

3. আধুনিক ভূগোলের জনক কে 

4. মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় 

5. মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয় 

6. সকল বিজ্ঞানের জননী কাকে বলা হয় 

7. ভূগোলের প্রধান উদ্দেশ্য কি 

8. একটি জীব ভূগোলের নাম কি 

9. একটি মানবীয় ভূগোলের নাম কি 

10. জিওগ্রাফি শব্দের অর্থ কি 




Class-- 12- Geography 

1.  ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি 

2. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি 

3. মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ কোনটি 

4. ভারতের সবথেকে বেশি স্বাক্ষর রাজ্য কোনটি 

5. ভারতের একটি প্রশাসনিক শহরের নাম কি 

6. পৃথিবীর কোন কোন দেশে শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় 

7. ভারতের একটি সামরিক শহরের নাম কি 

8. ভারতের কোথায় নিউজপ্রিন্ট তৈরীর কারখানা রয়েছে 

9. মানব উন্নয়ন সূচক অনুসারে বিশ্বের প্রথম কোন দেশ 

10. উদ্ভিজ্জ মাংস কাকে বলা হয় 



class --9 answer 

1. প্রায় 15 কোটি কিলোমিটার   2. প্রায় 40 হাজার কিলোমিটার 3. আবর্তন গতি ও পরিক্রমণ গতি   4. অভিগত গোলক এর মত   5. আর্যভট্ট 6. এরাটোস্থেনিস 7. নেপচুন  8. বুধ.   9. 12757 km.    10. 43 km 


class --10 answer

1. বিজ্ঞানী পাওয়েল  2. আবহবিকার  3. পর্যায়ন  4. নগ্নীভবন  5. বিজ্ঞানী গিলবার্ট 6. আরোহন  7. বায়ুপ্রবাহ   8. মহীভাবক আলোড়ন  9. হিমবাহ  10. মাধ্যাকর্ষণ শক্তি। 


class --11 answer

1. এরাটোস্থেনিস  2. এরাটোস্থেনিস  3. হামবোল্ড  4. ভিদাল  5. ডকুচেভ  6. ভূগোলকে  7. প্রাকৃতিক ও মানবিক বিষয় বিশ্লেষণ করা।  8. মানবীয় বাস্তুবিদ্যা  9. সামাজিক ভূগোল।

10. পৃথিবীর বিবরণ দেওয়া 


class--- 12 answer 

1. সিকিম  2. উত্তর প্রদেশ।  3. নাইজার  4. কেরল  5. চন্ডিগড় 6. অস্ট্রেলিয়া,  জার্মানি , ডেনমার্ক , নরওয়ে  7. ব্যারাকপুর  8. নেপানগর  9. নরওয়ে  10. সোয়াবিন



Jan 6, 2022

January 06, 2022

Homework VVI-- Class-- 9 , 10 ,11 ,12. -- Geography -- dipendu mondal -- Date-- 3.1.22



 Homework-- Class-- 9 , 10 ,11 ,12. 

Geography 

dipendu mondal 

Date-- 3.1.22


Class --9 Geography

dipendu mondal 

1. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত ?

2. পৃথিবীর পরিধি কত ?

3. পৃথিবীর গতি কয় প্রকারের ?

4. পৃথিবীর আকৃতি কেমন ?

5. কোন ভারতীয় বিজ্ঞানী বলেন যে পৃথিবী গোলাকার ?

dipendu mondal 

6. পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন ?

7. ইউরেনাসের যমজ গ্রহ কোনটি ?

8. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?

9. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কিলোমিটার ?

10. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত কিলোমিটার বেশি ?

dipendu mondal 


dipendu mondal

Class-- 10 -Geography 

1. ক্ষয়সীমা শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

2. অবরোহন প্রক্রিয়ার একটি উদাহরণ দাও ?

3. আরোহন এবং অবরোহণ এর সম্মিলিত ফল কে কি বলা হয় ?

4. ক্ষয়ীভবন ,পুঞ্জিতক্ষয় এবং আবহবিকার কে একসাথে কি বলা হয় ?

dipendu mondal 

5. Grade শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

6. কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় ?

7. মরুভূমি অঞ্চলে সবথেকে বেশি কোন শক্তিটি  কাজ করে ?

8. কোন আলোড়ন ভূপৃষ্ঠে উলম্ব ভাবে কাজ করে ?

9. মেরু অঞ্চলে কোন প্রক্রিয়ায় সবথেকে বেশি কাজ করে  ?

10. পুঞ্জিত ক্ষয়ের প্রধান শক্তি কোনটি ?

dipendu mondal 


dipendu mondal

Class-- 11-Geography

Chapter --সম্পদ 


1. সম্পদের আধুনিক ধারণার প্রবক্তা কে ?

2. সম্পদের একটি প্রধান বৈশিষ্ট্য কি ?

3. একটি অপুনর্ভব সম্পদের নাম কি ?

4. জিমারম্যান কোন দেশের নাগরিক ছিলেন ?

5. আকাশপথ কোন ধরনের সম্পদ ?

dipendu mondal 

6. টিন কোন ধরনের সম্পদ ?

7. বিদ্যালয় কোন ধরনের সম্পদ ?

8. মৎস্য কোন ধরনের সম্পদ ?

9. একটি জাতীয় সম্পদের নাম কি ?

10. বস্তুর কার্যকারিতা সম্পদ এই বক্তব্যটি কে করেছেন ?

dipendu mondal 



Class-- 12-Geography 

Chapter --কৃষিকাজ 

1. বন্য রবারের আদিভূমি কোনটি ?

2. ভারতে কোন শস্য উৎপাদনের উপর সবুজ  বিপ্লবের প্রভাব সবথেকে বেশি পড়েছে ?

3. আঙ্গুর চাষ কে কি বলা হয় ?

4. IRRI -এর পুরো নাম কি ?

5. ভাদই কাকে বলে ?

dipendu mondal 

6. কফি কোন জলবায়ু অঞ্চলের ফসল ?

7. গমের বিজ্ঞানসম্মত নাম কি ?

8. ধান চাষের জন্য কি ধরনের বৃষ্টিপাত প্রয়োজন ?

9. EEZ এর পুরো নাম কি ?

10. ভারতের শ্বেত বিপ্লবের রূপকার কে ?


dipendu mondal 


Nov 26, 2021

November 26, 2021

VVI Homework-- Geography --26.11.21-- dipendu mondal -- MCQ questions




 Homework-- Geography

dipendu mondal

MCQ questions 

Date--26.11.21


Class-- 9 

Chapter --পশ্চিমবঙ্গ 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1.দামোদর নদীর প্রধান শাখা টির নাম কি 

2.কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় 

3. সুন্দরবনের একটি নতুন দ্বীপের নাম কি 

4. পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি 

5. পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন ভূখণ্ডকে কোনটি 

6. তরাই শব্দটির অর্থ কি 

7. সুন্দরবনের সর্ববৃহৎ দ্বীপ কোনটি 

8. যমুনা নদীর একটি উপনদীর নাম কি 

9. পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকা কি 

10. পশ্চিমবঙ্গে শীতকালীন ঝড়বৃষ্টি  কে কি বলে 


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class -10 

ভারতের নদনদী এবং হ্রদ 


1. ভারতের বৃহত্তম হ্রদ কোনটি 

2.জলাশয় পদ্ধতিতে জলসেচে কোন রাজ্য প্রথম 

3. নর্মদা এবং তাপ্তি নদীর মধ্যে কোন পর্বত অবস্থিত 

4. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি 

5. ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি 

6. কোন দুটি নদীর মিলিত প্রবাহ কে মেঘনা নদী বলা হয় 

7. ভারতের দীর্ঘতম নদী কোনটি 

8. ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণের প্রথম 

9. গোদাবরী নদীর একটি উপনদীর নাম কি 

10. তুঙ্গ ভদ্রা কোন নদীর উপনদী 



DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class -11 

Chapter --সম্পদ 


1. সম্পদের একটি প্রধান বৈশিষ্ট্য কি 

2. সম্পদের কার্যকারিতা তত্ত্বটি কে প্রদান করেছেন 

3. একটি সর্বত্র প্রাপ্ত সম্পদের নাম কি 

4. গ্রীনল্যান্ডের ক্রায়োলাইট কোন ধরনের সম্পদ 

5. জলবিদ্যুৎ কোন ধরনের সম্পদ 

6. সম্পদ সৃষ্টির প্রধান উপাদান কি 

7. World Resources and Industries বইটি কে লিখেছেন 

8. 1992 সালে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় 

9. সম্পদের কার্যকারিতা প্রকৃতি কেমন 

10. জাতীয় সম্পদের একটি উদাহরণ দাও 



DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class -12 

Chapter --কৃষিকাজ 


1. শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি কোন বৃক্ষকে বলা হয় 

2. আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত 

3. সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় 

4. ব্রাজিলের স্থানান্তর কৃষি কে কি বলা হয় 

5. ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে সোয়াবিন উৎপন্ন হয়

6. কফি কোন ধরনের কৃষিজ ফসল  

7. পাকিস্তানের প্রধান কৃষিজ ফসল কোনটি 

8. শ্রীলংকার প্রধান অর্থকরী ফসল কোনটি 

9. সোনালী তন্তু কাকে বলা হয় 

10. ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com













Oct 13, 2021

October 13, 2021

Homework --Geography VVI--Class-9,10,11,12-- Date--11.10.21 -- dipendu mondal-- geographywithdip.blogspot.com


 Homework --Geography

Date--11.10.21

dipendu mondal



Class --9 --Geography

ভারতের সম্পদ

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. উড়িষ্যার একটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?

2. ভারতে কোন ধরনের বিদ্যুতের ব্যবহার সবথেকে বেশি হয় ?

3. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

4. উত্তর প্রদেশের একটি পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম কি ?

5. সৌর কুকার ব্যবহারের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কত ?

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. মধ্যপ্রদেশের একটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?

7. NHPC এর পুরো নাম কি ?

8. কাকে সাদা কয়লা বলা হয় ?

9. ভারতের একটি বায়ু শক্তি উৎপাদন কেন্দ্রের নাম কি ?

10. পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল কি ?


Class-- 10 --Geography 

ভারতের ভূপ্রকৃতি 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

2. মহারাষ্ট্রের উপকূল অঞ্চল কে কি বলে ?

3. সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত ?

4. তামিলনাড়ু উপকূল অন্য কি নামে পরিচিত ?

5. গঙ্গা কোন হিমালয় থেকে উৎপত্তি হয়েছে ?

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকের বালিয়াড়ি গুলিকে কি বলা হয় ?

7. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

8. মহারাষ্ট্রের মালভূমি অঞ্চল কোন শিলা দ্বারা গঠিত ?

9. ভারতের একটি সক্রিয় সমভূমির নাম লেখ ?

10. হিমালয়ের একটি প্রধান হিমবাহের নাম কি ?


Class-- 11 --Geography 

Mix

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. মেসোসরাস কি ? 

2. ওয়েগনারের মতে মহাদেশগুলির একত্রীকরণ কে কি বলে ?

3. মহাদেশীয় পাত কোন ধরনের শিলা দিয়ে গড়ে উঠেছে ?

4. পাত গুলি পরস্পর পরস্পরের বিপরীত দিকে চালিত হলে কি বলে ?

5. পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলে ?

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. বৃত্তচাপীয় দ্বীপমালা কোথায় গড়ে ওঠে ?

7. দুটি অভিসারী পাত এর মিলন স্থল বরাবর রেখাকে কি বলে ?

8. ভূত্বকে কতগুলি ছোট পাত আছে ?

9. পৃথিবীতে কটি তপ্তবিন্দু রয়েছে ?

10. নিমজ্জন পাতের ঢালু অংশকে কি বলা হয় ?


Class --12-- Geography 

মৃত্তিকা 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. ডুরিক্রাস্ট কোন মাটিতে গড়ে ওঠে ?

2. মাটির উলম্ব প্রস্থচ্ছেদ কে কি বলা হয় ?

3. একটি মলিসল জাতীয় মৃত্তিকার নাম কি ?

4. একটি অক্সিসল  মাটির নাম কি ?

5.  নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন ধরনের মাটি গড়ে ওঠে ?

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. মাটির একটি প্রধান পুষ্টি মৌলের নাম কি ?

7. একটি ক্ষারধর্মী মাটির নাম কি ?

8. পেডালফার মাটিতে কোন খনিজ উপাদান সবথেকে বেশি পরিমাণে থাকে ?

9. পডসল মাটিতে কোন প্রকার ফসল উৎপাদিত হয় ?

10. ভৌত শুষ্ক মৃত্তিকা কাকে বলে ?

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


Click below

Buy it from Amazon