Class- 12
History
geographywithdip.blogspot.com
Dipendu
Mondal
1. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
উত্তর ---ইতালীয় নাবিক তথা স্পেনীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
2. ভারতের কোন্ কোন্ স্থানে পোর্তুগিজ বাণিজ্যকুঠি ছিল?
উত্তর-- ভারতের বোম্বাই, গোয়া, কোচিন, দমন, দিউ, সলসেট, বেসিন, চট্টগ্রাম, হুগলি প্রভৃতি স্থানে পোর্তুগিজ বাণিজ্যকুঠি গড়ে উঠেছিল।
3. 'শ্বেতাঙ্গদের বোঝা' বলতে কী বোঝানো হয়?
উত্তর --ইউরোপের কোনো কোনো সাম্রাজ্যবাদী চিন্তাবিদ মনে করতেন যে, এশিয়া ও আফ্রিকার অনুন্নত পশ্চাদপদ জাতিগুলিকে সভ্যতার আলোকে আলোকিত করার নৈতিক দায় ইউরোপীয় জাতিগুলির রয়েছে। এই তথাকথিত দায়বদ্ধতা ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বা ‘সাদা চামড়ার দায়বদ্ধতা’ নামে পরিচিত। ব্রিটিশ লেখক রুডইয়ার্ড কিপলিং, ফরাসি লেখক জুলি ফেরি প্রমুখ এই মতবাদের প্রবক্তা।
4. সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে?
উত্তর- সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হারবার্ট স্পেনসার।
geographywithdip.blogspot.com
Dipendu Mondal
5. ভাস্কো-দা-গামা কবে ভারতে আসেন?
উত্তর-- পোর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ১৪৯৮ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে পদার্পণ করেছিলেন।
6. কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
উত্তর-- ১৭৭৬ খ্রিস্টাব্দের ৪ জুলাই আমেরিকাস্থিত ‘ত্রয়োদশ ব্রিটিশ উপনিবেশ’ একত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে। এই ঘোষণার মধ্য দিয়েই গঠিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্র।
7. কোন্ দেশ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে বিখ্যাত ছিল?
উত্তর— ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে বিখ্যাত ছিল।
8. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর-- আত্মারাম পান্ডুরঙ্গ ১৮৬৭ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। একাজে কেশবচন্দ্র সেনের দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন।
geographywithdip.blogspot.com
Dipendu Mondal
9. ১৯২৪-২৫ খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?
উত্তর -- দক্ষিণ ভারতের ভাইকমে শ্রীনারায়ন গুরুর নেতৃত্বে ১৯২৪-২৫ খ্রিস্টাব্দে নিম্নবর্গের মানুষের মন্দিরে প্রবেশের আন্দোলন বা ভাইকম সত্যাগ্রহ গড়ে উঠেছিল।
10. তাইপিং বিদ্রোহ কবে এবং কেন শুরু হয়েছিল?
উত্তর-- মাঞ্জু সরকারের অপদার্থতা, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, চিনে বিদেশিদের আধিপত্য এবং তজ্জনিত দেশবাসীর দুরবস্থা প্রভৃতির বিরুদ্ধে হ্যাং-শিউ-চুয়ান ‘তাইপিং’ নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করে চিনে ধর্মরাজ্য প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলেন।
geographywithdip.blogspot.com
Dipendu Mondal
11. কে, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
উত্তর-- স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
12. 'বক্সার প্রোটোকল’ কবে সম্পাদিত হয়?
অথবা, ‘বক্সার প্রোটোকল’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর -- ১৯০১ খ্রিস্টাব্দের ৭ সেপ্টেম্বর চিনের কিং রাজ বংশ ও বক্সার বিদ্রোহ দমনে সাহায্যকারী আটটি ইউরোপীয় শক্তির মধ্যে ‘বক্সার প্রটোকল’ স্বাক্ষরিত হয়।
13. রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল?
উত্তর -- ভারতে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ বন্ধ করে দেওয়াই ছিল রাওলাট আইনের উদ্দেশ্য।
14. ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
উত্তর -- ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল প্রধানত দুটি কারণে। প্রথমত সাত সদস্য বিশিষ্ট এই কমিশনের সব সদস্যই ছিলেন শ্বেতাঙ্গ, কোনো ভারতীয়কে এতে নেওয়া হয়নি; দ্বিতীয়ত, ভারতীয়রা দায়িত্বশীল সরকার গঠনের উপযুক্ত হয়েছে কি না—তা বিচারের দায়িত্ব ভারতের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের দেওয়ায় ভারতবাসী এটিকে জাতীয় অপমান বলে গণ্য করে।
15. মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো।
উত্তর-- মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত মোট ৩৩ জন ব্যক্তির মধ্যে দুজন বিদেশি হলেন ব্রিটিশ সমাজতান্ত্রিক নেতা ফিলিপ স্প্ল্যাট ও বেঞ্জামিন ব্রাডলি।
16. মর্লে-মিন্টো সংস্কার আইন কবে পাস হয়?
উত্তর- -মর্লে-মিন্টো সংস্কার আইন ১৯০৯ খ্রিস্টাব্দে পাস হয়েছিল।
17. উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল?
উত্তর -- ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ‘ভিয়েতমিন’ নামে পরিচিত ছিল।
18. ট্রম্যান নীতি কী ছিল?
উত্তর -- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ গ্রিস ও তুরস্ককে সামরিক সহায়তা দানের প্রস্তাব উত্থাপন করে যে নীতির জন্ম দেন, তাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। এই নীতির মূল কথা হল—কোনো দেশ (সোভিয়েত রাশিয়া) যদি অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সেখানে শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করে, তবে আমেরিকা আক্রান্ত দেশকে সামরিক সহযোগিতা প্রদান করবে। উল্লেখ্য, এই নীতি ‘ঠান্ডা লড়াই’-এর পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
19. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
উত্তর— ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার সমাজতান্ত্রিক নেতা। পরবর্তী সময় তিনি সেদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদও অলঙ্কৃত করেছিলেন।
20. কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো?
উত্তর -- মার্কিন আক্রমণের আশঙ্কায় কিউবা সোভিয়েত রাশিয়ার সাহায্য প্রার্থনা করলে বেশ কিছু রুশ ক্ষেপণাস্ত্র কিউবায় প্রতিস্থাপিত হয়। এই নিয়ে ১৯৬২ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। এটি ‘কিউবা সংকট’ নামে পরিচিত।
geographywithdip.blogspot.com
Dipendu Mondal