Breaking









May 16, 2022

H.S exam. preparation ---- Subject- History --DIPENDU MONDAL



 H.S exam. preparation 


Subject- History 


1. একাত্তরের ডায়েরী নামক স্মৃতিকথাটির রচনা কে করেন --

--সুফিয়া কামাল  

--নারায়ণ সান্যাল  

--নারায়ণ গঙ্গোপাধ্যায়  

--দক্ষিণারঞ্জন বসু 


2.বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় --

--হেরোডোটাস 

--ইবনে খালদুন  

--থুকিডিডিস  

--সুমা কিন 


3. সব ইতিহাস সমকালীন ইতিহাস , এই উক্তিটি কে করেছেন --

--ক্রচের 

 --র‍্যাংকের  

--র‍্যালের  

--এইচ কার 


4.লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত --

--জার্মানি 

--ফ্রান্স 

--ইংল্যান্ড

 --হল্যান্ড 


5.ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কবে হয় --

--1784  

--1774 

--1798

--1874 


6. ইতিহাস একটি বিজ্ঞান --এর বেশিও নয়,  এর কমও নয়,  উক্তিটি কার --

--জেমস মিল 

 --এইচ কার 

 --বিউরি 


7.ইন্ডিয়া উইনস ফ্রিডম এর লেখক কে --

--সুভাষচন্দ্র বসু

 --নেহরু

--মহাত্মা গান্ধী  

--মৌলানা আবুল কালাম আজাদ 


8. জীবনের জলসাঘরে কার আত্মজীবনী ----

--দক্ষিণারঞ্জন বসু  

--মণিকুন্তলা সেন  

--নারায়ণ সান্যাল  

--মান্না দে 


9. Early History of India গ্রন্থটির লেখক কে --

--জন স্টুয়ার্ট মিল  

--কল ব্রোক  

--জেমস প্রিন্সেপ 

-- স্মিথ

 

10.রাজতরঙ্গিনী গ্রন্থটির লেখক কে--

-- বিলহন 

--কলহন 

--কালিদাস 

--বানভট্ট