Breaking









Showing posts with label GEOGRAPHY-CLASS-12. Show all posts
Showing posts with label GEOGRAPHY-CLASS-12. Show all posts

Oct 24, 2025

October 24, 2025

Sea Floor Spreading Evidence- Dipendu Mondal



সমুদ্র বক্ষের বিস্তারের প্রধান প্রমাণসমূহ (Sea Floor Spreading Evidence)

Dipendu Mondal 


. মাঝমহাসাগরীয় রিজ (Mid-Ocean Ridge)


মধ্য আটলান্টিক মহাসাগরে একটি দীর্ঘ উঁচু রিজ যা থেকে নতুন লাভা বেরিয়ে আসছে — এটি প্রমাণ করে সমুদ্র তলের সৃষ্টি হচ্ছে।


↑ magma উঠছে

   ───────────────

   /              \

  /   RIDGE        \

২. চৌম্বকীয় ডোরা বৈশিষ্ট্য (Magnetic Stripes)


সমুদ্র তলে লাভা জমে যাওয়ার পর পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুযায়ী খনিজগুলো সাজে, ফলে দুপাশে সমান্তরাল ডোরা তৈরি হয়।


← N | S →  ← S | N →  ← N | S →

সমান্তরাল চৌম্বক রেখার ডোরা


৩. সমুদ্র তলের বয়স (Age of Ocean Floor)


রিজের কাছে নবীন এবং দূরে প্রাচীন — ড্রিলিং করে পাথরের বয়স প্রমাণিত।


Ridge → নবীন → → → প্রাচীন


৪. সেডিমেন্টের স্তর পুরু হওয়া (Sediment Thickness)


রিজের কাছে সেডিমেন্ট পাতলা, দূরে পুরু — সময় বেশি পাওয়া।


৫. ভূমিকম্প ও আগ্নেয় কার্যকলাপ


রিজ বরাবর ভূমিকম্প ও আগ্নেয় কার্যকলাপ বেশি — প্লেট বিচ্ছিন্ন হচ্ছে।

Dipendu Mondal 

Oct 20, 2025

October 20, 2025

Seafloor Spreading-Geo-12




সমুদ্রতল প্রসারণ (Seafloor Spreading) সম্পর্কে  একলাইনের ২০টি সংক্ষিপ্ত সংজ্ঞা নিচে দেওয়া হল 

Dipendu Mondal 

Geography Class 12- Sem-4


1. সমুদ্রতল প্রসারণ হলো এমন একটি ভূগাঠনিক প্রক্রিয়া যেখানে নতুন মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় ও পুরনো ভূত্বক দূরে সরে যায়।  

2. এটি মধ্য-মহাসাগরীয় শৈলশিরা বরাবর ঘটে যেখানে ম্যাগমা উঠে এসে নতুন শিলা তৈরি করে।  

3. সমুদ্র বক্ষের বিস্তারে পৃথিবীর লিথোস্ফিয়ার দুই পাশে ছড়িয়ে পড়ে।  

4. সমুদ্রতল প্রসারণের ধারণাটি প্রথম প্রস্তাব করেন হ্যারি হেস ১৯৬০ সালে।  

5. ম্যাগমার উত্থানের ফলে নতুন সমুদ্রতল তৈরি হয় ও পুরনোটি সাবডাকশন জোনে বিলীন হয়।  Dipendu Mondal

6. এই প্রক্রিয়া পৃথিবীর প্লেট টেকটনিক তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।  

7. সমুদ্রতলে ম্যাগমার নির্গমন ভূত্বককে ক্রমাগত সম্প্রসারণ ঘটায়।  

8. এটি মহাসাগর তলদেশে ‘কনভেয়ার বেল্ট’-এর মতো গতির সঞ্চার করে।  

9. মধ্য-মহাসাগরীয় রিজে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নতুন ভূত্বক গঠিত হয়।  

10. এই প্রক্রিয়ায় সমুদ্রের তলে নতুন শিলা তৈরি হয় যা ধীরে ধীরে দুই পাশে সরতে থাকে।  

Dipendu Mondal 

11. সমুদ্রতল প্রসারণ মহাসাগরের ফাটল বা রিফ্ট অঞ্চলে ঘটে।  

12. ভূ-গর্ভস্থ তাপীয় পরিচলন স্রোতই এই প্রক্রিয়ার মূল কারণ।  

13. এটি মহাদেশগুলির স্থানচ্যুতি বা continental drift-এর ব্যাখ্যা দেয়।  

14. মধ্য-মহাসাগরীয় শৈলশিরা হচ্ছে সমুদ্রতল প্রসারণের মূল কেন্দ্র।  

15. নতুন ভূত্বক যেমন তৈরি হয়, পুরনোটি আবার ধ্বংস হয়ে ম্যান্টলে মিশে যায়।  

16. সমুদ্রতল প্রসারণের প্রমাণ পাওয়া যায় শিলার চৌম্বক রেখাচিত্রের মাধ্যমে।  

17. এটি পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির ফলস্বরূপ সৃষ্ট এক অবিরাম প্রক্রিয়া।  

18. সমুদ্রতল প্রসারণ পৃথিবীর ভূত্বকের পুনর্গঠনের প্রধান প্রক্রিয়া।  

19. এই প্রক্রিয়া সমুদ্র তলের রূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা রাখে।  

20. এটি পৃথিবীর পৃষ্ঠের গতিশীল প্রকৃতি ও টেকটোনিক গতির প্রমাণ।

Dipendu Mondal 




Nov 3, 2024

November 03, 2024

class 11 second semester.




class 11 second semester. 


1. মৃত্তিকা সংরক্ষণের প্রধান প্রধান উপায় গুলি কি কি ? 

----------------------


মৃত্তিকা সংরক্ষণের প্রধান প্রধান উপায়গুলি হলো:


1. জৈব সার ব্যবহার: মৃত্তিকায় জৈব পদার্থের সংযোজন করে তার উর্বরতা বৃদ্ধি করা।


2. মাটি আচ্ছাদন: বিভিন্ন উদ্ভিদ যেমন ঘাস বা গাছের পাতা দিয়ে মৃত্তিকা আচ্ছাদন করে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা।


3. পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতি: টিলা বা পাহাড়ি এলাকায় মৃত্তিকা ক্ষয়ের বিরুদ্ধে বৃষ্টির জল সংরক্ষণ এবং নির্গমনের পথ পরিবর্তন।


4. বিভিন্ন ফসলের চাষ: ফসলের সুষম চক্র পালন করে মৃত্তিকার পুষ্টি বজায় রাখা।


5. কম্পোস্টিং: বর্জ্য পদার্থকে কম্পোস্টে পরিণত করে মৃত্তিকার স্বাস্থ্য উন্নত করা।


6. মাটির নমুনা পরীক্ষা: নিয়মিত মাটির স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করা।


7. মাটি সংরক্ষণ প্রকল্প: সরকারি বা বেসরকারি উদ্যোগে মৃত্তিকা সংরক্ষণের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা।


এগুলো মৃত্তিকা সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে।

Jul 1, 2024

July 01, 2024

Class 11 Geography Chapter- 1 শাস্ত্র রূপে ভূগোল Dipendu Mondal



 Class 11 Geography 

Chapter-  1 

শাস্ত্র রূপে ভূগোল

Dipendu Mondal 


1. কোন গ্রিক পন্ডিত জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন। 

2. ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য কি 

3. মানবিক ভূগোলের সাথে বিজ্ঞানের কোন শাখার সম্পর্ক রয়েছে 

4. ডাবলুএম ডেভিস কোন বিষয়ের প্রবক্তা ছিলেন 

5. ডকুচেভ কোন বিষয়ের প্রবক্তা ছিলেন 

6. ভিদাল কোন বিষয়ের প্রবক্তা ছিলেন 

7. আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাকে বলে 

8. জিয়াইএস এর কাজ কি 

9. সময়ের পটভূমিতে ঘটনার বিবরণ হলো ইতিহাস এটি কে বলেছেন 

10. নব নিয়ন্ত্রণবাদের  প্রবক্তা কে 

11. জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে

12. মডেল ভূগোলের জনক কাকে বলে  

13. ভূতত্ত্ববিদ্যার জনক কাকে বলে 

14. সমুদ্র বিদ্যার জনক কাকে বলে 

15. রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলে 

16. জিও মারফোলজি অধ্যয়ন এর বিষয় কি 

17. একজন বিখ্যাত জনসংখ্যা ভূগোল বিদের নাম কি 

18. নারী-পুরুষ বৈষম্য এবং তার বিষয়ে আলোচনা কোন বিজ্ঞানে করা হয় 

19. Geohydrology কিসের শাখা 

20. মানুষের ক্যালরি গ্রহণের তারতম্য ক্যালরির ঘাটতি ইত্যাদির বিষয়ে আলোচনা ভূগোলের কোন শাখায় করা হয় 




প্রশ্নের উত্তর

1. এরাটোস্থেনিস 

2. পৃথিবীর প্রাকৃতিক এবং মানবিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করা। 

3. সমাজবিজ্ঞান 

4. ভূমিরূপ বিদ্যা। 

5. মৃত্তিকা ভূগোল। 

6. মানবিক ভূগোল। 

7. হামবোল্ট 

8. ভৌগোলিক তথ্য সংগ্রহ করা। 

9. হার্টস্বর্ণ 

10. টেলর 

11. হান্টিংটন 

12. রিচার্ড চললে। 

13. টলেমি। 

14. পসিডোনিয়াসকে 

15. রাতজেল 

16. ভূমিরূপ বিদ্যা। 

17. আর শি চান্দনা। 

18. লিঙ্গ ভূগোল। 

19. জলবিদ্যা 

20. পুষ্টি ভূগোল। 

Jun 29, 2024

June 29, 2024

পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য- Dipendu Mondal

 



Dipendu Mondal 

পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য

■ 1975 খ্রিস্টাব্দে উন্নয়নশীল দেশে শতকরা 25-27

ভাগ মানুষ শহরে বাস করত। 2000 খ্রিস্টাব্দে তা

বেড়ে শতকরা 40 ভাগ হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা

অনুসারে, 2025 খ্রিস্টাব্দে শহরবাসীর সংখ্যা 50 ভাগ

ছাড়িয়ে যেতে পারে।

■ উন্নত দেশগুলিতে মোট জনসংখ্যার 75 ভাগই

শহরে বাস করে।

 1 . শহরে নানারকম সুবিধার

জন্য বিশেষ করে জীবিকার প্রয়োজনে গ্রামের

মানুষ শহরে ভিড় করছে, ফলে শহরের জনসংখ্যা

ব্যাপক হারে বেড়ে চলেছে।

 2 . জনসংখ্যা বৃদ্ধির

জন্য শহরে দূষণের মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে।

3. বেশিরভাগ ক্ষেত্রেই বনভূমি অপসারণ করে,

জলাভূমির বিনাশ ঘটিয়ে নগর ও শহর গড়ে উঠছে।

4. শহরে সবুজায়নের অভাব দেখা দিয়েছে। 5. বর্জ্য

পদার্থের পরিমাণ বাড়ছে।

 6 . পয়ঃপ্রণালী, স্বাস্থ্য

পরিসেবা বিপর্যস্ত হচ্ছে।

■ নগরায়ণের ফলে পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য

বিভিন্ন ব্যবস্থা নিতে হবে—

 1. পয়ঃপ্রণালী,

পরিবহণ পরিসেবা, স্বাস্থ্য সম্পর্কীয় পরিবেশে নজর

দিতে হবে, 

2. অট্টালিকা, বহুতল বাড়ি নির্মাণের

সঙ্গে সঙ্গে সবুজায়নের ব্যবস্থা করতে হবে,

3 . নির্দিষ্ট স্থানে বা শহরের বাইরের কোনো জায়গায়

বর্জ্য নিক্ষেপ করতে হবে, তাতে দূষণ কম হবে,

4. বন বা জলাভূমিকে ভরাট হওয়ার থেকে রক্ষা

করতে হবে।

Nov 6, 2023

November 06, 2023

Class -12- Geography Suggestion - Dipendu Mondal - জনসংখ্যা


ভূগোলের বিভিন্ন ধরনের প্রশ্ন ,উত্তর এবং তার ব্যাখ্যার জন্য চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে

Search- Dipendu Mondal

বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য আমার টেলিগ্রাম Group টিতে জয়েন করুন Exam Guide

 Class -12- Geography Suggestion

Dipendu Mondal

 জনসংখ্যা

geographywithdip.blogspot.com

1. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?

     কোন দেশের মোট আয়তনের তুলনায় ওই দেশের প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে কতজন লোক বসবাস করে তার পরিমাণকে জনসংখ্যার ঘনত্ব বলে।


2. জনসংখ্যার ঘনত্বের বৈশিষ্ট্য কী?

   (i)  জনসংখ্যার ঘনত্ব থেকে কোন দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা সম্পর্কে কোন ধারণা করা যায় না ,কেবল ওই দেশ বা অঞ্চলের জনসংখ্যার বণ্টন সম্পর্কে ধারণা লাভ করা যায়।

(ii) জনসংখ্যার ঘনত্বের সাহায্যে কোনো দেশ বা অঞ্চলের অর্থনৈতিক উন্নতি বা অবনতি সম্পর্কে কোনো ধারণা করা যায় না।

(iii) কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কেও জনসংখ্যার ঘনত্ব সংখ্যা দিয়ে কোনো ধারণা করা যায় না।

geographywithdip.blogspot.com

4. জনঘনত্বের বিচারে পৃথিবীকে কয়টি ও কী কী অঞ্চলে ভাগ করা হয়েছে?

    জনঘনত্বের বিচারে পৃথিবীকে চারটি অঞ্চলে ভাগ করা হয়। যথা-

(1) নিবিড় বসতিযুক্ত অঞ্চল।

(ii) নাতিনিবিড় বসতিযুক্ত অঞ্চল।

(iii) বিরল বসতিযুক্ত অঞ্চল।

(iv) অতিবিরল বসতিযুক্ত অঞ্চল।

Dipendu Mondal

5. পৃথিবীর নিবিড় বসতিযুক্ত অঞ্চল কোনগুলি?

    পৃথিবীর প্রধান চারটি নিবিড় বসতিযুক্ত অঞ্চল হল –

(i) পূর্ব এশিয়ার চিন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্‌স্ ও ভিয়েতনাম।

(ii) দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া প্রভৃতি।

(iii) ইউরোপের ব্রিটিশ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, ইউক্রেন, পোল্যান্ড।

(iv) উত্তর আমেরিকার আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বাংশ ও কানাডার দক্ষিণ-পূর্বাংশ।


geographywithdip.blogspot.com






6. পৃথিবীর নাতিনিবিড় বা মাঝারি বসতিযুক্ত অঞ্চলগুলির পরিচয় দাও।


     বিশ্বের যেসব অঞ্চলে জনঘনত্ব প্রতি বর্গ কিমি-তে ১১ থেকে ৫০ জন সেগুলিকে নাতিনিবিড় বসতিযুক্ত অঞ্চল বলে। 

বিশ্বের এরূপ অঞ্চলগুলি হল

1. এশিয়া - মায়ানমার, মালয়শিয়া, ইরান, ইরাক, তুরস্ক, ইজরায়েল, তুর্কমেনিস্তান।

2. রাশিয়া-  বলকান উপদ্বীপ।

3. আফ্রিকা- গিনি, ঘানা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, উত্তর আলজেরিয়া, মরক্কো ও মিশরের নীলনদ অববাহিকা।

4.  উত্তর আমেরিকা-  আমেরিকা যুক্তরাষ্ট্র।


Dipendu Mondal

7. পৃথিবীর বিরল বসতিযুক্ত অঞ্চলগুলির পরিচয় দাও।

     পৃথিবীর যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি-তে ১ থেকে ১০ জন সেগুলিকে বিরল বসতিযুক্ত অঞ্চল বলে।

অঞ্চলগুলি হল- 

 (i) এশিয়ার উত্তরের সরলবর্গীয় অরণ্যাঞ্চল

(ii) আফ্রিকার ভেল্ড অঞ্চল

 (iii) উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি অঞ্চল 

(iv) দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি অঞ্চল

 (v)অস্ট্রেলিয়ার ডাউল্স্ অঞ্চল প্রভৃতি।


8. পৃথিবীর অতিবিরল বসতিযুক্ত অঞ্চলগুলির পরিচয় দাও।

       পৃথিবীর যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি-তে ১ জনেরও কম সেগুলিকে অতিবিরল বসতিযুক্ত অঞ্চল বলে। 

অঞ্চলগুলি হল- 

 (i) এশিয়ার আরব মরুভূমি ও মধ্য এশিয়া

(ii) আফ্রিকার সাহারা মরুভূমি

 (iii) উত্তর আমেরিকার আলাস্কা, গ্রিনল্যান্ড , উত্তর কানাডা

(iv) ইউরোপের উত্তরাংশ ইত্যাদি 

Dipendu Mondal

geographywithdip.blogspot.com

Jun 6, 2023

June 06, 2023

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ- Class - 12 - Geography- Date- 6.6.23-DIPENDU MONDAL - geographywithdip.blogspot.com



Class - 12 - Geography
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ
Date- 6.6.23

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com



 1.        ক্ষুদ্রকণা বিশরণ কোন্ জাতীয় শিলায় দেখা যায় ?

একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলায় ক্ষুদ্রকণা বিশরণ দেখা যায়।

2  2.   কলিকরণ বা Slaking কাকে বলে?

উপকূল বরাবর পর্যায়ক্রমে জোয়ারভাটার ফলে শিলা যখন ক্রমান্বয়ে আর্দ্র ও শুষ্ক হয়ে ফেটে যায়, তখন তাকে কলিকরণ বা Slaking বলে।

3    3.  'সীটিং' (Sheeting) কাকে বলে?

শীতপ্রধান অঞ্চলে ভূমির ওপর সঞ্চিত বিপুল পরিমাণ বরফের স্তূপ অপসারিত হলে নীচের শিলান্তর চাপমুক্তির কারণে প্রসারিত হয়ে খণ্ডবিখণ্ড হয়ে যায়, একে সীটিং বলে।

4.  ক্ষয়ের শেষ সীমা ও পর্যায়নের সম্পর্কটি লেখো।

বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয়কার্যের দ্বারা উঁচুনীচু ভূমিভাগ একটি সাধারণ তল বা পৃষ্ঠে পরিণত হয়, এই সাধারণ তলকে ক্ষয়ের শেষ সীমা বলে। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হল পর্যায়ন।

5.  পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাধ্যমগুলির নাম কী?

নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজলপ্রবাহ, ভর সঞ্চলন প্রভৃতি।



DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6.  রাসায়নিক আবহবিকার কোন্ অঞ্চলে বেশি দেখা যায়?

নিরক্ষীয় এবং মৌসুমি জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়।

7. ইউস্ট্যাটিক সঞ্চলন বলতে কী বোঝ?

বিশ্বব্যাপী সমুদ্রের জল ধারণক্ষমতার হ্রাসবৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উত্থান ও পতনের পরিবর্তনকে ইউস্ট্যাটিক সঞ্চলন বলে।

 

8. ভঙ্গিল পর্বত সৃষ্টিতে অন্তর্জাত বল ভূত্বকে কীভাবে কাজ করে?

ভূত্বকে অনুভূমিকভাবে কাজ করে।



 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

9 . অবরোহণ কাকে বলে?

যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতার হ্রাস ঘটে তাকে অবরোহণ বলে।

10.  ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠে সমতলীকরণ কোন্ ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটে থাকে?

 ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠে সমতলীকরণ পর্যায়ন প্রক্রিয়ায় ঘটে থাকে।

11.  তুহিন খণ্ডীকরণ কাকে বলে?

শীতল অঞ্চলে শিলাস্তরের ফাটলে জল ঢুকে বরফে পরিণত হলে ফাটলের আয়তন বাড়ে এবং তার চাপে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে যায়, একে বলে তুহিন খণ্ডীকরণ।

12. হাইড্রেশনের ফলে সৃষ্ট মৃত্তিকায় কোন্ কোন্ খনিজের প্রাধান্য দেখা যায়?

 মৃত্তিকায় লিমোনাইট এবং জিপসামের প্রাধান্য দেখা যায়।

13.  গ্রেড কথার অর্থ কী?

 ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে নদীর ধীরে ধীরে ভারসাম্য অবস্থায় আসাকে গ্রেড বলা হয়।

 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

14. কোন প্রকার ভূ-আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়?

গিরিজনি আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়।

15.  গ্ৰস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ-আলোড়ন দায়ী?

 গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে মহীভাবক আলোড়ন দায়ী।

16. কোন্ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ ও ভূ-অভ্যন্তরে সৃষ্টি হয় ?

পার্থিব ভূমিরূপ প্রক্রিয়া বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ ও ভূ-অভ্যন্তরে সৃষ্টি হয়।

17.  পর্যায়ন প্রক্রিয়ায় কী সাধিত হয়?

পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু ও নীচু ভূভাগ একটি সাধারণ তল বা পৃষ্ঠে উপনীত হয়।

 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

18. আবহবিকারের ফলে উপপৃষ্ঠীয় অংশে লৌহ অক্সাইড জমাট বেঁধে কী গঠন করে?

 আবহবিকারের ফলে উপপৃষ্ঠীয় অংশে লৌহ অক্সাইড জমাট বেঁধে কঠিন ত্বক বা ড্যুরিক্রাস্ট গঠন করে।

 

19.  শিলার কাঠিন্যতার সাথে ভূমির পর্যায়িতকরণের সম্পর্ক কীরূপ?

শিলার কাঠিন্যতার সাথে ভূমির পর্যায়িতকরণের সম্পর্ক ঋণাত্মক। কারণকঠিন শিলায় প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের পরিমাণ কম হওয়ায় ভূমিভাগ পর্যায়িত হতে পারে না। ফলে ভূপৃষ্ঠের সমতলীকরণ সম্ভব হয় না।

20.  আরোহণ প্রক্রিয়া কখন শুরু হয় ?

নদী উপত্যকার ঢাল হ্রাসের সঙ্গে সঙ্গে নদীর শক্তি ও বোঝা বহনক্ষমতা কমে গেলে আরোহণ প্রক্রিয়া শুরু হয়।

21.  আরোহণ প্রক্রিয়ার ফল কী?

আরোহণ প্রক্রিয়ার ফলে নদীর বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ যেমনবদ্বীপ, পলল শঙ্কু, স্বাভাবিক বাঁধ, প্লাবন সমভূমি ইত্যাদি গঠিত হয়।

22.  আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী?

ভূমির ঢাল, নুড়ি, কাঁকর, বালির পর্যাপ্ত জোগান, আবহাওয়া ও জলবায়ুগত অবস্থা, ভূমিরূপ ও ভূতাত্ত্বিক গঠন, ভূ-আলোড়ন প্রভৃতি আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রক।

 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

23.  ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কী?

যেসকল পদ্ধতিতে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে, তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে।

24 মহাদেশ গঠনে অন্তর্জাত বল ভূত্বকে কীভাবে কাজ করে?

মহাদেশ গঠনে অন্তর্জাত বল ভূত্বকে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উল্লম্বভাবে কাজ করে।

 


25 . অবরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী?

প্রাকৃতিক শক্তির উপস্থিতি, পুঞ্জিত ক্ষয়ের পরিমাণ, আবহবিকারের তীব্রতা ও ব্যাপ্তি, ভূমিরূপের প্রকৃতি, ভূতাত্ত্বিক অবস্থা, আবহাওয়া ও জলবায়ুগত অবস্থা, স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন প্রভৃতি অবরোহণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রক।

26.  নদীর সঞ্চয়কাজের মাত্রা কখন বেশি হয়?

নদী বক্ষে চর সৃষ্টির ফলে নদীর জল অনেকগুলি শাখায় ভাগ হয়ে প্রতিসারী প্রবাহ সৃষ্টি করলে সঞ্চয়কাজের মাত্রা বেশি হয়।

27.  নদীর শক্তি বৃদ্ধির সঙ্গে পর্যায়নের কোন্ প্রক্রিয়া জড়িত আছে?

 নদীর শক্তি বৃদ্ধির সঙ্গে পর্যায়নের অবরোহণ প্রক্রিয়া জড়িত।

28.  অবরোহণ প্রক্রিয়ায় কোন্ প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়?

অবরোহণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়।

29. গ্র্যানাইট শিলার ফাটল বরাবর আবহবিকার অনেক গভীরে পৌঁছালে কোন্ ধরনের ভূমিরূপ গড়ে ওঠে?

গ্র্যানাইট শিলার ফাটল বরাবর আবহবিকার অনেক গভীরে পৌঁছালে টর ও ইনসেলবার্জ ভূমিরূপ গড়ে ওঠে।

30.  রেগোলিথ কীসের ফলে সৃষ্টি হয়?

আবহবিকারের ফলে রেগোলিথ সৃষ্টি হয়।

source-ছায়া,,  দ্বাদশ শ্রেণি,, ভূগোল শিক্ষক,, হাজরা, দাস

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com