Breaking









Jun 1, 2023

Homework - Class- 12- Geography -DIPENDU MONDAL - geographywithdip.blogspot.com

 

DIPENDU MONDAL

(M.A , B.ED , NET )

WHAT’S APP  NUMBER -8972917151

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ

Homework

Class- 12Geography

Date- 1.6.23

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


1 . ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া কী?

 পৃথিবীতে যেসকল ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে থাকে, তাদের পার্থিব প্রক্রিয়া বলে। এইসব প্রক্রিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে, ভূপৃষ্ঠে ও ভূ-অভ্যন্তরে সৃষ্টি হয় এবং কর্মসম্পাদন করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়।

2 . ভূমিরূপ গঠনের মহাজাগতিক প্রক্রিয়া বলতে কী বোঝ ?

 মহাকাশ থেকে আগত উল্কার পতনের ফলে ভূপৃষ্ঠে কখনো কখনো গর্তের সৃষ্টি হয় এবং ভূমিরূপের পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়াকে ভূমিরূপ গঠনের মহাজাগতিক প্রক্রিয়া বলে। 

যেমনআমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে মিটিওর ক্রেটার

 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

3.  ভূমিরূপ গঠনের মনুষ্যজনিত প্রক্রিয়া কাকে বলে?

 আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে অবলম্বন করে মানুষ নিজেই প্রতিনিয়ত ভূপৃষ্ঠের রূপ বদল করে চলেছে, এই প্রক্রিয়াকে ভূমিরূপ গঠনের মনুষ্যজনিত প্রক্রিয়া বলে।

 যেমননদীতে বাঁধ দেওয়া, পাহাড়ি অঞ্চলে ধাপচাষ প্রভৃতি।

4.  ভূমিরূপ গঠনে পার্থিব প্রক্রিয়ার অন্তর্গত প্রক্রিয়া দুটি কী কী?

 (i) অন্তর্জাত প্রক্রিয়া ও (ii) বহির্জাত প্ৰক্ৰিয়া।

5 . ‘প্রথম ক্রমবা First order ভূমিরূপ কাকে বলে?

পৃথিবী সৃষ্টির সময় ভূপৃষ্ঠে সর্বপ্রথম যেসব ভূমিরূপের সৃষ্টি হয়, তাদের প্রথম ক্রম ভূমিরূপ বলে। 

যেমনমহাদেশ ও মহাসাগর।

6.  ‘দ্বিতীয় ক্রমবা Second order ভূমিরূপ কাকে বলে?

 প্রথম ক্রম ভূমিরূপের ওপর অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপকে দ্বিতীয় ক্রম ভূমিরূপ বলে। 

উদাহরণ--পর্বতশ্রেণি, সমভূমি, নিম্নভূমি প্রভৃতি এই প্রকৃতির ভূমিরূপ

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

7.  'তৃতীয় ক্রমবা Third order ভূমিরূপ কাকে বলে?

দ্বিতীয় ক্রমের ভূমিরূপের ওপরে বর্হিজাত প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ হল তৃতীয় ক্রমের ভূমিরূপ।

যেমনউপত্যকা, পাহাড়, মালভূমি প্রভৃতি এই ক্রমের ভূমিরূপ

৪ . আরোহণ বা স্তূপীকরণ প্রক্রিয়া বলতে কী বোঝায়?

যে প্রক্রিয়ায় নদীর ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের পুঞ্জীভবন ও সঞ্চয় ঘটে, তখন তাকে আরোহণ প্রক্রিয়া বলে।

9.  ভূত্বকে ধীরভাবে সংঘটিত অন্তর্জাত ভূগাঠনিক আলোড়ন কয়প্রকার ও কী কী?

অন্তর্জাত ভূগাঠনিক আলোড়ন দুই প্রকারের হয়। যথামহীভাবক আলোড়ন ও গিরিজনি আলোড়ন।

 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

10.ভূত্বকে আকস্মিকভাবে সংঘটিত অন্তর্জাত প্রক্রিয়া কয়প্রকার ও কী কী?

আকস্মিকভাবে সংঘটিত অন্তর্জাত প্রক্রিয়া দুই প্রকারের হয়। যথাঅগ্ন্যুগম ও ভূমিকম্প।

11 . কার্বোনেশন প্রক্রিয়া কোন্ কোন্ খনিজের ওপর কার্যকরী হয়?

মূলত চুনাপাথর ও ফেস্পার-এর ওপর কার্যকরী হয়।

12.  অক্সিডেশনের ফলে সাধারণত কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়?

ল্যাটেরাইট এবং লালমাটি ।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

     বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার ব্যাখ্যা সহজে বোঝার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ,শেয়ার এবং লাইক করুন




এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ চিত্র

https://www.google.com/url?sa=i&url=http%3A%2F%2Fgeologylearn.blogspot.com%2F2015%2F07%2Fwhat-if-weathering-and-erosion-is-no.html&psig=AOvVaw158L11Ihgoiwn1cL2ysVWo&ust=1685681051526000&source=images&cd=vfe&ved=0CBEQjRxqFwoTCMCKtLmhof8CFQAAAAAdAAAAABAE


https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Feschooltoday.com%2Flearn%2Fphysical-weathering-2%2F&psig=AOvVaw1TwgvOKnm96wouwBJjzWOO&ust=1685681412247000&source=images&cd=vfe&ved=0CBEQjRxqFwoTCJjZnOWiof8CFQAAAAAdAAAAABAE

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DqGw1yB10lX0&psig=AOvVaw1TwgvOKnm96wouwBJjzWOO&ust=1685681412247000&source=images&cd=vfe&ved=0CBEQjRxqFwoTCJjZnOWiof8CFQAAAAAdAAAAABAJ

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.bioexplorer.net%2Fbiological-weathering.html%2F&psig=AOvVaw1TwgvOKnm96wouwBJjzWOO&ust=1685681412247000&source=images&cd=vfe&ved=0CBEQjRxqFwoTCJjZnOWiof8CFQAAAAAdAAAAABAR