Breaking









Jun 6, 2023

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ- Class - 12 - Geography- Date- 6.6.23-DIPENDU MONDAL - geographywithdip.blogspot.com



Class - 12 - Geography
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ
Date- 6.6.23

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com



 1.        ক্ষুদ্রকণা বিশরণ কোন্ জাতীয় শিলায় দেখা যায় ?

একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলায় ক্ষুদ্রকণা বিশরণ দেখা যায়।

2  2.   কলিকরণ বা Slaking কাকে বলে?

উপকূল বরাবর পর্যায়ক্রমে জোয়ারভাটার ফলে শিলা যখন ক্রমান্বয়ে আর্দ্র ও শুষ্ক হয়ে ফেটে যায়, তখন তাকে কলিকরণ বা Slaking বলে।

3    3.  'সীটিং' (Sheeting) কাকে বলে?

শীতপ্রধান অঞ্চলে ভূমির ওপর সঞ্চিত বিপুল পরিমাণ বরফের স্তূপ অপসারিত হলে নীচের শিলান্তর চাপমুক্তির কারণে প্রসারিত হয়ে খণ্ডবিখণ্ড হয়ে যায়, একে সীটিং বলে।

4.  ক্ষয়ের শেষ সীমা ও পর্যায়নের সম্পর্কটি লেখো।

বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয়কার্যের দ্বারা উঁচুনীচু ভূমিভাগ একটি সাধারণ তল বা পৃষ্ঠে পরিণত হয়, এই সাধারণ তলকে ক্ষয়ের শেষ সীমা বলে। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হল পর্যায়ন।

5.  পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাধ্যমগুলির নাম কী?

নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজলপ্রবাহ, ভর সঞ্চলন প্রভৃতি।



DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6.  রাসায়নিক আবহবিকার কোন্ অঞ্চলে বেশি দেখা যায়?

নিরক্ষীয় এবং মৌসুমি জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়।

7. ইউস্ট্যাটিক সঞ্চলন বলতে কী বোঝ?

বিশ্বব্যাপী সমুদ্রের জল ধারণক্ষমতার হ্রাসবৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উত্থান ও পতনের পরিবর্তনকে ইউস্ট্যাটিক সঞ্চলন বলে।

 

8. ভঙ্গিল পর্বত সৃষ্টিতে অন্তর্জাত বল ভূত্বকে কীভাবে কাজ করে?

ভূত্বকে অনুভূমিকভাবে কাজ করে।



 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

9 . অবরোহণ কাকে বলে?

যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতার হ্রাস ঘটে তাকে অবরোহণ বলে।

10.  ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠে সমতলীকরণ কোন্ ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটে থাকে?

 ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠে সমতলীকরণ পর্যায়ন প্রক্রিয়ায় ঘটে থাকে।

11.  তুহিন খণ্ডীকরণ কাকে বলে?

শীতল অঞ্চলে শিলাস্তরের ফাটলে জল ঢুকে বরফে পরিণত হলে ফাটলের আয়তন বাড়ে এবং তার চাপে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে যায়, একে বলে তুহিন খণ্ডীকরণ।

12. হাইড্রেশনের ফলে সৃষ্ট মৃত্তিকায় কোন্ কোন্ খনিজের প্রাধান্য দেখা যায়?

 মৃত্তিকায় লিমোনাইট এবং জিপসামের প্রাধান্য দেখা যায়।

13.  গ্রেড কথার অর্থ কী?

 ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে নদীর ধীরে ধীরে ভারসাম্য অবস্থায় আসাকে গ্রেড বলা হয়।

 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

14. কোন প্রকার ভূ-আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়?

গিরিজনি আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়।

15.  গ্ৰস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ-আলোড়ন দায়ী?

 গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে মহীভাবক আলোড়ন দায়ী।

16. কোন্ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ ও ভূ-অভ্যন্তরে সৃষ্টি হয় ?

পার্থিব ভূমিরূপ প্রক্রিয়া বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ ও ভূ-অভ্যন্তরে সৃষ্টি হয়।

17.  পর্যায়ন প্রক্রিয়ায় কী সাধিত হয়?

পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু ও নীচু ভূভাগ একটি সাধারণ তল বা পৃষ্ঠে উপনীত হয়।

 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

18. আবহবিকারের ফলে উপপৃষ্ঠীয় অংশে লৌহ অক্সাইড জমাট বেঁধে কী গঠন করে?

 আবহবিকারের ফলে উপপৃষ্ঠীয় অংশে লৌহ অক্সাইড জমাট বেঁধে কঠিন ত্বক বা ড্যুরিক্রাস্ট গঠন করে।

 

19.  শিলার কাঠিন্যতার সাথে ভূমির পর্যায়িতকরণের সম্পর্ক কীরূপ?

শিলার কাঠিন্যতার সাথে ভূমির পর্যায়িতকরণের সম্পর্ক ঋণাত্মক। কারণকঠিন শিলায় প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের পরিমাণ কম হওয়ায় ভূমিভাগ পর্যায়িত হতে পারে না। ফলে ভূপৃষ্ঠের সমতলীকরণ সম্ভব হয় না।

20.  আরোহণ প্রক্রিয়া কখন শুরু হয় ?

নদী উপত্যকার ঢাল হ্রাসের সঙ্গে সঙ্গে নদীর শক্তি ও বোঝা বহনক্ষমতা কমে গেলে আরোহণ প্রক্রিয়া শুরু হয়।

21.  আরোহণ প্রক্রিয়ার ফল কী?

আরোহণ প্রক্রিয়ার ফলে নদীর বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ যেমনবদ্বীপ, পলল শঙ্কু, স্বাভাবিক বাঁধ, প্লাবন সমভূমি ইত্যাদি গঠিত হয়।

22.  আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী?

ভূমির ঢাল, নুড়ি, কাঁকর, বালির পর্যাপ্ত জোগান, আবহাওয়া ও জলবায়ুগত অবস্থা, ভূমিরূপ ও ভূতাত্ত্বিক গঠন, ভূ-আলোড়ন প্রভৃতি আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রক।

 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

23.  ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কী?

যেসকল পদ্ধতিতে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে, তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে।

24 মহাদেশ গঠনে অন্তর্জাত বল ভূত্বকে কীভাবে কাজ করে?

মহাদেশ গঠনে অন্তর্জাত বল ভূত্বকে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উল্লম্বভাবে কাজ করে।

 


25 . অবরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী?

প্রাকৃতিক শক্তির উপস্থিতি, পুঞ্জিত ক্ষয়ের পরিমাণ, আবহবিকারের তীব্রতা ও ব্যাপ্তি, ভূমিরূপের প্রকৃতি, ভূতাত্ত্বিক অবস্থা, আবহাওয়া ও জলবায়ুগত অবস্থা, স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন প্রভৃতি অবরোহণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রক।

26.  নদীর সঞ্চয়কাজের মাত্রা কখন বেশি হয়?

নদী বক্ষে চর সৃষ্টির ফলে নদীর জল অনেকগুলি শাখায় ভাগ হয়ে প্রতিসারী প্রবাহ সৃষ্টি করলে সঞ্চয়কাজের মাত্রা বেশি হয়।

27.  নদীর শক্তি বৃদ্ধির সঙ্গে পর্যায়নের কোন্ প্রক্রিয়া জড়িত আছে?

 নদীর শক্তি বৃদ্ধির সঙ্গে পর্যায়নের অবরোহণ প্রক্রিয়া জড়িত।

28.  অবরোহণ প্রক্রিয়ায় কোন্ প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়?

অবরোহণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়।

29. গ্র্যানাইট শিলার ফাটল বরাবর আবহবিকার অনেক গভীরে পৌঁছালে কোন্ ধরনের ভূমিরূপ গড়ে ওঠে?

গ্র্যানাইট শিলার ফাটল বরাবর আবহবিকার অনেক গভীরে পৌঁছালে টর ও ইনসেলবার্জ ভূমিরূপ গড়ে ওঠে।

30.  রেগোলিথ কীসের ফলে সৃষ্টি হয়?

আবহবিকারের ফলে রেগোলিথ সৃষ্টি হয়।

source-ছায়া,,  দ্বাদশ শ্রেণি,, ভূগোল শিক্ষক,, হাজরা, দাস

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com