Breaking









May 26, 2023

মাধ্যমিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর -- Dipendu Mondal -- Date- 26.05.23



 মাধ্যমিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর

                                        Dipendu Mondal

                                            Date- 26.05.23

1. মেরু প্রভা কোন স্তরে দেখা যায় -- আয়নোস্ফিয়ার 

2. ক্যালিফোর্নিয়া উপকূলে কোন প্রকার জলবায়ু দেখা যায় -- ভূমধ্যসাগরীয় জলবায়ু 

3. হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি -- পাঞ্জাব 

4. বায়ুমণ্ডলের কোন গ্যাস থেকে সরাসরি সার উৎপন্ন হয় -- নাইট্রোজেন 

5. কোন দেশের সাথে ভারতের সীমারেখা সবথেকে বেশি রয়েছে --বাংলাদেশ 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. কোন এককের সাহায্যে সৌর তরঙ্গ গুলি পরিমাপ করা হয় -- মাইক্রন 

7. এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি -- মাজুলী দ্বীপ 

8. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পৃথক হয়েছে কার দ্বারা --10° চ্যানেল দ্বারা

9. দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয় -- ১২ ঘন্টা ২৬ মিনিট 

10. নদীতে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে কি বলে -- কিউমেক 

11. ভারতে বছরে দুবার বৃষ্টিপাত কোন উপকূলে হয় -- করমন্ডল উপকূলে 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

12. কোন নদীতে বান ডাকা দেখা যায় -- হুগলি নদীতে 

13. ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি -- উলার হ্রদ 

14. ভারতের বৃহত্তম সেচ খালের নাম কি -- ইন্দিরা গান্ধী খাল 

15. মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদ গুলি কে কি বলে -- প্লায়া হ্রদ 

16. মরুস্থলি শব্দের অর্থ কি -- মৃতের দেশ 

17. ভারতের খনির ভান্ডার কোন অঞ্চল কে বলা হয় -- ছোটনাগপুর মালভূমি অঞ্চল 

18. ভারতের সবথেকে বেশি চা রপ্তানি হয় কোন বন্দরের মাধ্যমে -- কলকাতা 

19. কেরলের উপকূল কে কি বলা হয় -- মালাবার উপকূল 

20.কত সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে --1987 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

21. ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে -- দিল্লির পুসা 

22. ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্র কোনটি -- দুর্গাপুর 

23. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে -- বেঙ্গালুরু 

24. ভারতের একক বৃহত্তম শিল্প কাকে বলা হয় -- কার্পাস বয়ন শিল্প 

25. ভারতে প্রথম বিমান চালু হয় কত সালে --1911

26. উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে -- কানপুর 

27. ভারতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত -- বিশাখাপত্তনম 

28. সকল শিল্পের মেরুদন্ড কাকে বলা হয় -- লৌহ ইস্পাত শিল্পকে 

29. আরব সাগরের রানী কাকে বলা হয় -- কেরলের কোচি 

30. চা উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি-- আসাম

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com