Breaking









Apr 8, 2021

homework Class- 9, 10 ,11 - GEOGRAPHY- Short Questions - Date - 8.04.2021- DIPENDU MONDAL - geographywithdip.blogspot.com

 



homework

Class- 9, 10 ,11

 GEOGRAPHY

Short  Questions

Date - 8.04.2021

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class- 9 

Chapter- 2 

পৃথিবীর গতি সমূহ 

1. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত-- 

2. পৃথিবীর আবর্তন গতির অন্য নাম কি- 

3. পৃথিবীর মেরুতে আবর্তনের বেগ কত-

4. কার সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়--

5. নিরক্ষরেখায় দিনের দৈর্ঘ্য কত ঘন্টা হয়-

6. পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে বেশি কোন স্থানে-- 

7. কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ কত--

8. পৃথিবীর আলোকিত অংশ এবং অন্ধকার অংশের সীমারেখাকে কী বলে--

9. পৃথিবীর মেরু রেখা কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে --

10. কে প্রমাণ করেন যে সূর্য স্থির এবং পৃথিবী গতিশীল--


Class -10

geography 

বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


1. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি--

2. basket of egg topography. কোন অঞ্চলকে বলে--

3. মোরেন কিসের সঞ্চয়ের ফলে গড়ে ওঠে- 

4. বরফ মুক্ত পর্বত শৃঙ্গ গুলি কে কি বলে-

5. হিমবাহের পর্বতের মধ্যে সৃষ্ট গভীর ফাটল গুলি কে কি বলে- 

6. ফিয়র্ড এর দেশ কোন দেশকে বলে--

7. ভারতের একটি পিরামিড চূড়ার নাম লিখ- 

8. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি-

9. একটি পাদদেশীয় হিমবাহের নাম লিখ--

10. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি-- 


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class- 11

 Geography

সম্পদ 


1. একটি অফুরন্ত সম্পদের নাম লেখ--

2. জ্ঞান হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা এ কথা কে বলেছেন-

3. সম্পদের কার্যকারিতা কিরূপ--

4. সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রথম কে প্রদান করেন--

5. প্রথম বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়--

6. বস্তুর কার্যকারিতায় সম্পদ এই কথাটি কে বলেছেন--

7. ক্রায়োলাইট কোন ধরনের সম্পদ-- 

8. একটি পরিবেশ বান্ধব সম্পদের নাম লেখ- 

9. যে সকল সম্পর্কে প্রত্যক্ষ করা যায় না তাদের কি বলে-

10. অলীক পুঞ্জ বলতে কী বোঝো--

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com