Breaking









Showing posts with label WB -PTET. Show all posts
Showing posts with label WB -PTET. Show all posts

Nov 18, 2025

November 18, 2025

WBCS,SSC-C,D Exam preparation

 



ভারতের ভূগোল — ২০টি MCQ (উত্তরসহ)

Dipendu Mondal 


1. ভারতের আয়তন কত?


A) 28.5 লক্ষ বর্গ কিমি

B) 29.5 লক্ষ বর্গ কিমি

C) 32.87 লক্ষ বর্গ কিমি

D) 31.87 লক্ষ বর্গ কিমি

উত্তর: C



---


2. ভারতের মোট ভূমির কত শতাংশ কৃষিযোগ্য?


A) 40%

B) 43%

C) 30%

D) 25%

উত্তর: B



---


3. ভারতের উত্তরে কোন পর্বতমালা অবস্থিত?


A) ভিন্ধ্য

B) সাতপুরা

C) আরাবল্লী

D) হিমালয়

উত্তর: D



---


4. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?


A) কান্চনজঙ্ঘা

B) নন্দা দেবী

C) কান্চনজঙ্ঘা (ভারতের সর্বোচ্চ)

D) ধৌলাধর

উত্তর: C



---


5. ভারতের দীর্ঘতম নদী কোনটি?


A) গঙ্গা

B) ব্রহ্মপুত্র

C) গোদাবরী

D) সিন্ধু

উত্তর: A (ভারতের অভ্যন্তরে)



---


6. ভারতের পূর্ব উপকূলকে কী বলা হয়?


A) মালাবার উপকূল

B) করোমন্ডল উপকূল

C) কোনকন উপকূল

D) সারস্বত উপকূল

উত্তর: B



---


7. ডেকান মালভূমির প্রধান শিলা কোনটি?


A) সেডিমেন্টারি

B) মেটামরফিক

C) ইগনিয়াস (ব্যাসল্ট)

D) চক

উত্তর: C



---


8. ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান কোনটি?


A) চেরাপুঞ্জি

B) মাওসিনরাম

C) শিলং

D) ইম্ফল

উত্তর: B



---


9. ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতের এলাকা?


A) লাদাখ

B) মারওয়ার

C) জৈসলমের (থার মরুভূমি)

D) কচ্ছ

উত্তর: C



---


10. ভারতের বৃহত্তম রাজ্য (আয়তনে)?


A) মহারাষ্ট্র

B) উত্তর প্রদেশ

C) রাজস্থান

D) মধ্যপ্রদেশ

উত্তর: C



---


11. জনসংখ্যায় ভারতের সবচেয়ে বড় রাজ্য?


A) বিহার

B) পশ্চিমবঙ্গ

C) মহারাষ্ট্র

D) উত্তর প্রদেশ

উত্তর: D



---


12. ভারতের প্রধান সেচ প্রকল্পগুলি কোথায় বেশি?


A) পশ্চিমঘাট

B) হিমালয়

C) ইন্দো-গাঙ্গেয় সমভূমি

D) দাক্ষিণাত্য মালভূমি

উত্তর: C



---


13. ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটি?


A) লোকtak

B) দাল

C) চিলিকা হ্রদ

D) উলার

উত্তর: C



---


14. ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা কোন রাজ্যের?


A) কর্ণাটক

B) গুজরাট

C) তামিলনাড়ু

D) ওড়িশা

উত্তর: B



---


15. ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য কোনটি?


A) পশ্চিমবঙ্গ

B) অসম

C) কেরালা

D) তামিলনাড়ু

উত্তর: B



---


16. ভারতের প্রধান তুলো উৎপাদনকারী রাজ্য?


A) পাঞ্জাব

B) রাজস্থান

C) গুজরাট

D) তামিলনাড়ু

উত্তর: C



---


17. সর্বাধিক লৌহ আকরিক উৎপন্ন হয় কোথায়?


A) ঝাড়খণ্ড

B) ওড়িশা

C) কর্ণাটক

D) ছত্তीसগড়

উত্তর: B



---


18. ভারতের কেন্দ্রে কোন শহরটি অবস্থিত?


A) নাগপুর

B) ভোপাল

C) নাগপুরকে ভারতের ভূ-‘জিরো’ পয়েন্ট ধরা হয়

D) পুনে

উত্তর: C



---


19. ভারতের বৃহত্তম নদীখাত কোনটি?


A) নর্মদা

B) কোয়েল

C) গঙ্গা-ব্রহ্মপুত্র খাত

D) গোদাবরী

উত্তর: C



---


20. ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?


A) কন্যাকুমারী

B) ইন্দিরা পয়েন্ট

C) রামেশ্বরম

D) মিনিকয়

উত্তর: B



Jul 17, 2022

July 17, 2022

Primary TET , CTET -- Environmental Science --DIPENDU MONDAL




 Primary TET , CTET 

Environmental Science 


1. ভারতের সর্ববৃহৎ ভৌগোলিক অঞ্চল কোনটি --ডেকান পেনিনসুলার 

2. GAP এর পুরো নাম কি --Ganga Action Plan 

3. ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোনটি --নাগার্জুন সাগর প্রকল্প (অন্ধ্রপ্রদেশ )

4. পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত --মধ্যপ্রদেশ 



5. পানীয় জলের পিএইচ এর মান কত --6.5-8.5 

6. ভারতে বাঘ প্রকল্প কত খ্রিস্টাব্দে শুরু হয় --1973 

7. পরিবেশ সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে চালু হয় --1986 

8. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত --তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটক 

9. সহনশীল শব্দ সীমার মান কত --65 ডেসিবেল 



10. ভারতের কুমির প্রকল্প কত খ্রিস্টাব্দে শুরু হয়--1954 

11. কত সালে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় --1972 

12. কোন দেশ প্রথম গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য কার্বন ট্যাক্স চালু করে --অস্ট্রেলিয়া 

13. বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় --2 ফেব্রুয়ারি 

14. বসুন্ধরা দিবস কবে পালিত হয় --22 এপ্রিল 

15. কীটনাশক আইন কত খ্রিস্টাব্দে চালু হয় --1968

16. ভারতের ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম কত সালে গ্রহণ করা হয় --1987 

17. চিপকো আন্দোলন কোন গ্রামে শুরু হয় -- দাসোলী গ্রাম 

18. মন্ট্রিল চুক্তি কোন দেশে সম্পাদিত হয় --কানাডা 

19. চিপকো আন্দোলনের কোন আন্দোলনকারী ম্যাগসেসে পুরস্কার পান --চন্ডী প্রসাদ ভট্ট 

20. কলকাতা হাইকোর্টে কবে গ্রীন বেঞ্চ স্থাপিত হয়--1986



Jan 6, 2021

January 06, 2021

প্রাইমারি টেট- অবশ্যই আসবে


Primary TET 

Environmental studies 

Dipendu Mondal 

Geographywithdip.blogspot.com 

1.রামসার ক্ষেত্র বলতে কী বোঝায় --জলাভূমিকে 

2. কানহা ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত --ব্যাঘ্র প্রকল্পের জন্য 

3.কৃষি বনসৃজন এর জন্য কোন গাছটি উপযুক্ত --ইউক্যালিপটাস 

4, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত -কেরল 

 5, ভূগর্ভের জল কোন ধাতু ফলে দূষিত হয় --আর্সেনিক 

6, ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী --MIC

7, ব্ল্যাক ফুট ডিজিজ কিসের কারনে হয় --আর্সেনিক 

8, পৃথিবীর ভূ অভ্যন্তরের যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেই স্থানকে কি বলে --ভূমিকম্পের কেন্দ্র 

9, বর্ষাকালে যদি 15 দিন একনাগাড়ে বৃষ্টিপাত না হওয়ায় তখন সেই অবস্থাকে কি বলে --পূর্ণ খরা 

10, ভূমিকম্পের সবথেকে শক্তিশালী তরঙ্গ কোনটি --P তরঙ্গ

Jan 4, 2021

January 04, 2021

primary TET -EVS

 

Primary TET

Environmental science

dipendu Mondal

geographywithdip.blogspot.com

 

1. কোন বায়ুপ্রবাহকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় - মৌসুমী বায়ু

2. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন ধরনের অরণ্য দেখা যায় - চিরহরিৎ প্রকৃতির

3. বসুন্ধরা সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল - 130টি

4. চিপকো আন্দোলনের সাথে যুক্ত কয়েকজন নেতার নাম লেখ - সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী, চন্ডী প্রসাদ ভট্ট

5. সিলিকোসিস কি - এটি একটি ফুসফুস সংক্রান্ত রোগ

6. ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে বেশি - মধ্যপ্রদেশ

7.টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি - সালমনেলা টাইফি

8. ম্যালেরিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম কি - প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স

9. চিকেন পক্সের জীবাণুর নাম কি - ভেরি ওলা ভাইরাস

10. ভারতের জনসংখ্যা নীতি কবে অনুমোদন করা হয় - 2000সালে

11. পৃথিবীর জীব বৈচিত্রের শতকরা কত শতাংশ প্রজাতি ভারতে রয়েছে - 8%

12. দুটি ভেষজ উদ্ভিদের নাম কি - নয়ন তারা, কালমেঘ

13. কত সালের সম্মেলনে এজেন্ডা 21 গ্রহণ  করা হয় - 1992সালে

14. ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি পাখির নাম কি - গোলাপি মাথাযুক্ত হাঁস

15. ওজোন স্তর ক্ষয় করার জন্য কোন গ্যাস সবথেকে বেশি দায়ী - CFC