Breaking









Showing posts with label SSC- GEOGRAPHY. Show all posts
Showing posts with label SSC- GEOGRAPHY. Show all posts

Oct 1, 2022

October 01, 2022

Online coaching class SLST--PT --Dipendu Mondal




 Online coaching class

SLST--PT

Dipendu Mondal

Whatsapp for join - 8972917151

 

General Knowledge

Life Science

(১) নিন্মলিখিতগুলির মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়----উত্তরঃ শর্করা

(২)নীচের কোনটি  ফিতা কৃমির রেচন অঙ্গ----উত্তরঃ ফ্লেম কোষ

(৩) হিমোগ্লোবিনের গড় আয়ু কত দিন---উত্তরঃ ১২০ দিন

(৪) নীচের কোনটি কেঁচোর গমনাঙ্গের নাম---উত্তরঃ সিটা

(৫) বৃহত্তম এককোষী শৈবালের নাম কি---উত্তরঃ অ্যাসিটেবুলেরিয়া

(৬) মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি---উত্তরঃ লিভার

(৭) রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়---উত্তরঃ ভিটামিন ডি

(৮) কোন কোষ অঙ্গানুকে সুইসাইড ব্যাগ বলা হয়---উত্তরঃ লাইসোজোম

(৯) বার্ড ফ্লু ভাইরাসের নাম কি---উত্তরঃ H5N1

(১০) আরশোলার রেচন অঙ্গের নাম কি---উত্তরঃ ম্যালপিজিয়াম নালিকা

Dipendu Mondal

Whatsapp for join - 8972917151

 

Physical Science

(১) ওজোন স্তরে গর্ত হবার জন্য দায়ী কোন গ্যাসটি---উত্তরঃ ক্লোরোফ্লুরো কার্বন

(২) ফল পাকানোর জন্য নীচের কোন রাসায়ানিক ব্যবহার করা হয়---উত্তরঃ ইথিলিন

(৩) বেকিং পাউডারের রাসয়ানিক নাম হল __---উত্তরঃ সোডিয়াম বাই কার্বোনেট

(৪) উষ্ণতার বা তাপমাত্রার এস আই একক কোনটি---উত্তরঃ কেলভিন

(৫) নীচের কোনটি ধাতু---উত্তরঃ পারদ

(৬) ভারী জল আসলে ---উত্তরঃ ডয়টোরিয়াম অক্সাইড

(৭) দার্শনিক এর উলকোনটিকে বলা হয়---উত্তরঃ জিঙ্ক অক্সাইড

(৮) রোধের একক কোনটি---উত্তরঃ ওহম

(৯) কোন মৌলের নিউক্লিয়াসে নিউটন থাকেনা---উত্তরঃ  হাইড্রোজেন

(১০) মরীচিকা আসলে আলোকের কোন ধর্মের জন্য হয়ে থাকে---উত্তরঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

Dipendu Mondal

Whatsapp for join - 8972917151

 


 Constitution GK:

 (১) সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন---উত্তরঃ বি এন রাও

(২) সংবিধান সভা বা গণ পরিষদের প্রথম সভা কবে হয়েছিল---উত্তরঃ ৯ই ডিসেম্বর ১৯৪৬

(৩) ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন--উত্তরঃ জহরলাল নেহেরু

(৪) ভারত ও পাকিস্থান দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল নিন্মলিখিত কোন আইনের দ্বারা---উত্তরঃ ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট

(৫) ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল---উত্তরঃ ২৬শে নভেম্বর ১৯৪৯

(৬) নীচের কোন ব্যক্তি গণ পরিষদের সদস্য ছিলেন না---উত্তরঃ জয় প্রকাশ নারায়ণ

(৭) ফান্ডামেন্টাল রাইটস ও মাইনরিটি কমিটির চেয়ারম্যান কে ছিলেন---উত্তরঃ ভি বি প্যাটেল

(৮) নীচের কোন আইনের দ্বারা ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল---উত্তরঃ রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩

(৯) গণ পরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন---উত্তরঃ ডঃ সচ্চিদানন্দ সিনহা

(১০) ভারতের সংবিধান তৈরী করতে কত দিন সময় লেগেছিল---উত্তরঃ ২ বছর ১১ মাস ১৮ দিন

India Economy GK:

 (১) “Planned Economy for India” – গ্রন্থের রচয়িতা কে---উত্তরঃ Sir M Visvesvarayya

(২) জাতীয় পরিকল্পনা কমিশন (National Planning Commission) এর চেয়ারম্যান কে ছিলেন---উত্তরঃ জহরলাল নেহেরু

(৩) প্লানিং কমিশনের চেয়ারম্যান কে হন---উত্তরঃ প্রধানমন্ত্রী

(৪) প্লানিং কমিশন কবে গঠিত হয়েছিল? ---উত্তরঃ ১৫ই মার্চ ১৯৫০

(৫) প্লানিং কমিশন হল ---উত্তরঃ এক্সট্রা কনসটিটিউশনাল, নন স্টাটুইটরি বডি (Extra Constitutional, Non Statutory body)

(৬) ন্যাশানল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়েছিল---উত্তরঃ ৬ই আগস্ট ১৯৫২

(৭) ন্যাশানল ডেভেলপমেন্ট কাউন্সিল এর চেয়ারম্যান কে হন---উত্তরঃ প্রধানমন্ত্রী

(৮) প্লানিং কমিশন যে পরিকল্পনা তৈরী করে, সেটি সর্বপ্রথম কার অনুমোদন এর প্রয়োজন হয়---উত্তরঃ ন্যাশানল ডেভেলপমেন্ট কাউন্সিল

(৯) স্টেট প্লানিং বোর্ডের চেয়ারম্যান কে হন---উত্তরঃ মুখ্যমন্ত্রী

(১০) কমিউনিটি ডেভলেপমেন্ট প্রোগাম কবে চালু হয়---উত্তরঃ ১৯৫২ সালে

Dipendu Mondal

Whatsapp for join - 8972917151

 

Sports GK

 (১) আমেরিকার জাতীয় খেলা কোনটি---উত্তরঃ  বেসবল

(২) ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা---উত্তরঃ অস্ট্রেলিয়া

(৩) রাশিয়ার জাতীয় খেলার নাম কি---উত্তরঃ দাবা

(৪) ফুট বল খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় খাকে---উত্তরঃ ১১ জন

(৫) ওয়াটার পোলো খেলা প্রত্যেক দলের সদস্য সংখ্যা কত---উত্তরঃ ৭ জন

(৬) ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত---উত্তরঃ ফুটবল

(৭) ফুটবলের আইনস্টাইনবলা হয় কোন ফুটবলার কে---উত্তরঃ ডেভিড বেকহ্যাম

(৮) প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল কোন দেশ---উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ

(৯) বক্সিং খেলা কোথায় প্রথম চালু হয়েছিল---উত্তরঃ রোম

(১০) প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়েছিল---উত্তরঃ ৭৭৬ খ্রীষ্ট পূর্বাব্দে

(১১) রাজীব গান্ধী খেলরত্নপুরষ্কার কবে থেকে চালু হয়েছিল---উত্তরঃ ১৯৬২

(১২) প্রথম ফুটবল বিশ্বকাপ চাম্পিয়ান হয়েছিল কোন দেশ---উত্তরঃ উরুগুয়ে

(১৩) ফুটবল বিশ্বকাপের ম্যাসকট কবে থেকে চালু হয়েছিল---উত্তরঃ ১৯৬৬

(১৪) কোন ভারতীয় ক্রিকেটার জাম্বোনামে পরিচিত---উত্তরঃ অনিল কুম্বলে

(১৫) ইডেন গার্ডেনস্টেডিয়াম কোন খেলার সাথে যুক্ত---উত্তরঃ ক্রিকেট

Dipendu Mondal

Whatsapp for join - 8972917151

 

Computer GK

 (১) IBM এর অর্থ হল _উত্তরঃ International Business Machine

(২) নীচের কোন গুলি আউটপুট ডিভাইস---উত্তরঃ মনিটর ও প্রিন্টার

(৩) লেজার প্রিন্টার বা ইঞ্জেক্ট প্রিন্টার হল ___উত্তরঃ ননইমপ্যাক্ট প্রিন্টার

(৪) নীচের কোনটি একটি কম্পিউটার মেমোরি---উত্তরঃ RAM

(৫) এক বাইট সমান কত বিট---উত্তরঃ ৮ বিট

(৬) নীচের কোনটি একটি প্রোগামিং ল্যাঙ্গুয়েজ নয়---উত্তরঃ Corel draw

(৭) কোন ওয়েব পেজ লিখতে হয় নীচের কোনটি ব্যবহার করে---উত্তরঃ HTML

(৮) MS EXCEL এ ভাগের চিহ্ন কোনটি---উত্তরঃ /

(৯) MICR এর C অর্থ হল ___উত্তরঃ Character

(১০)  নীচের কোনটি কম্পিউটার হার্ডওয়ারের মধ্যে পড়ে না---উত্তরঃ উইন্ডোজ

Dipendu Mondal

Whatsapp for join - 8972917151

 

Nov 27, 2021

November 27, 2021

School Service Commission -- Subject --Geography -- SAQ questions -- Dipendu Mondal-- geographywithdip.blogspot.com


 School Service Commission 

Subject --Geography


SAQ questions

Dipendu Mondal


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. ভারতের দ্রুত নগরায়নের কারণগুলি কি কি ? 

a. দ্রুতগতিতে ব্যবসা-বাণিজ্যের প্রসার লাভ। 

b. রেলপথ, সড়কপথ, জলপথ এবং বিমান পথের উন্নতি। 

c. তথ্যপ্রযুক্তি এবং শিল্পের বিপ্লব। 

d. শিক্ষা ,স্বাস্থ্য, বিদ্যুৎ এবং বিজ্ঞান চর্চার উন্নতি। 

e. সরকারি বিভিন্ন পরিষেবার বিস্তার ইত্যাদি। 


2. জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে। 

  কোন নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাসকারী জনসংখ্যার পরিবর্তনকে জনসংখ্যা বৃদ্ধি বলে। 

বৈশিষ্ট্য --পৃথিবীর কোন দেশে জন্ম ,মৃত্যু এবং পরিব্রাজন এর মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পায়। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

3. মানুষ জমি অনুপাত কাকে বলে। 

   মানুষ জমি অনুপাত বলতে মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমির অনুপাত কে বোঝানো হয়। 

বৈশিষ্ট্য --

a. এর মাধ্যমে মানুষ এবং জমির মধ্যে কার্যকরী সম্পর্ক জানা যায়। 

b. মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানা যায়। 

c. গুণগত এবং পরিমাণগত দিক জানা যায়। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

4. দূর সংবেদন বলতে কী বোঝো। 

  দূর সংবেদন বলতে দূর থেকে কোন বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করাকে বোঝানো হয়। 


5. বিবৃতিমূলক স্কেল কাকে বলে। 

   যখন কোন মানচিত্রের দূরত্ব এবং ভূমি ভাগের দূরত্বের অনুপাতকে লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলা হয়। 

যেমন --1সেমিতে 1 কিলোমিটার দূরত্ব।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Apr 27, 2021

April 27, 2021

School Service Commission ( SSC ) - subject --geography. -Set--1 - DIPENDU MONDAL - geographywithdip.blogspot.com - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 




School Service Commission ( SSC )

subject --geography.

Set--1

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1. বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝায়। 

      পৃথিবীর বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন -সূর্যরশ্মি, বৃষ্টিপাত, নদী, বায়ু প্রবাহ ,সমুদ্র তরঙ্গ ইত্যাদির কারণে ভূমিরূপের যে বিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। 


     বৈশিষ্ট্য --এই ধরনের প্রক্রিয়া ভূপৃষ্ঠ এবং উপরিভাগে ক্রিয়া করে। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

2. আরোহন প্রক্রিয়া কাকে বলে। 

       ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির কারণে ভূমিরূপ এর কোন অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে ,সেই ক্ষয় প্রাপ্ত পদার্থ কোন স্থানে জমা হয়ে সেই স্থানের উচ্চতা বৃদ্ধি করলে,তখন সেই প্রক্রিয়াকে আরোহন প্রক্রিয়া বলে। 


উদাহরণ --প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ। 


3. অবরোহন প্রক্রিয়া কাকে বলে। 

     যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোন স্থানে শিলা ক্ষয়প্রাপ্ত হয় সেই স্থান থেকে অন্য স্থানে শিলা অপসারিত হয়ে সেই স্থানকে নিম্ন স্থানে পরিণত করে তাকে অবরোহন প্রক্রিয়া বলে। 


উদাহরণ --আবহবিকার ,পুঞ্জিত ক্ষয়। 


4. নগ্নীভবন কাকে বলে। 

       ভূপৃষ্ঠের কোন স্থানে যখন আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং নগ্নীভবন এই তিনটি প্রক্রিয়া একসাথে কাজ করে শিলাস্তরের ক্ষয় করে তখন সেই প্রক্রিয়াকে নগ্নীভবন বলে। 


মাধ্যম --নগ্নীভবন এর প্রধান প্রধান মাধ্যম গুলি হল আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

5. সলীফ্লাকশন কাকে বলে। 

        পুঞ্জিত ক্ষয়ের কারণে শিথিল শিলা পদার্থ যখন বরফ গলা জলের সাথে মিলিত হয়ে পর্বতের উপর থেকে নিচের দিকে নেমে আসে তখন সেই প্রক্রিয়াকে  সলীফ্লাকশন  বলে। 


প্রকৃতি --সাধারণত বরফ গলা জলের কারণে পর্বতের উপরিভাগে দেখা যায়।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com






RELATED TOPICS

1.GEOGRAPHY – CLASS -9

2.GEOGRAPHY – CLASS -10

3.GEOGRAPHY – CLASS -11

4.GEOGRAPHY – CLASS -12

5.HISTORY –CLASS -9

6.HISTORY –CLASS -10

7.UGC  -net- GEOGRAPHY

8.GK For  competitive exam 

9.ENVIRONMENTAL SCIENCE

10.  IMPROVE YOUR ENGLISH 

11.  Ctet  exam 

12.  LEARN HINDI

13.  WEST BENGAL SSC-- GEOGRAPHY 

PLEASE  VIEW  AND  SHARE




Mar 24, 2021

March 24, 2021

(SCHOOL SERVICE COMMISSION) - SUBJECT- GEOGRAPHY - Dipendu mondal - Date -- 24.03.21-geographywithdip.blogspot.com



(SCHOOL SERVICE COMMISSION)

SUBJECT- GEOGRAPHY

geographywithdip.blogspot.com

Dipendu mondal

 Date -- 24.03.21


1. ভূ অভ্যন্তরীণ শক্তি কাকে বলে ?

ভূ অভ্যন্তর ভাগের সৃষ্টি হওয়া যে শক্তির প্রভাবে মহাদেশ মহাসাগর ইত্যাদির সৃষ্টি বিনাশ অগ্নুৎপাত প্রভৃতি নানা ধরনের কাজ হয়ে থাকে তাদের একসাথে ভূ অভ্যন্তরীণ শক্তি বলে। 

শ্রেণীবিভাগ --একে দুই ভাগে ভাগ করা হয়েছে গিরিজনি আলোড়ন এবং মহীভাবক আলোড়ন। 


2. মহীভাবক আলোড়ন কাকে বলে। 

যে আলোড়ন এর প্রভাবে মহাদেশের উৎপত্তি ঘটে তাকে মহীভাবক আলোড়ন বলে। 

বৈশিষ্ট্য -- মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে উলম্ব ভাবে কাজ করে। 

geographywithdip.blogspot.com

3. গিরিজনি আলোড়ন কাকে বলে। 

যে আলোড়ন এর প্রভাবে পর্বতের উৎপত্তি ঘটে তাকে গিরিজনি আলোড়ন বলে। 

বৈশিষ্ট্য --গিরিজনি আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করে। 


4. ধীর আলোরন বলতে কী বোঝো। 

ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে খুবই ধীর গতিতে ভূত্বকের মধ্যে যে সকল আলোরন ঘটে তাদের ধীর আলোরন  বলে। 

বৈশিষ্ট্য --এই আলোড়ন ভূপৃষ্ঠে উলম্ব এবং অনুভূমিকভাবে ক্রিয়া করে। 

geographywithdip.blogspot.com

5. আকস্মিক আলোড়ন বলতে কী বোঝো। 

যে আলোড়ন এর প্রভাবে ভূ অভ্যন্তরীণ শক্তির দ্বারা খুবই তাড়াতাড়ি ভূত্বকের পরিবর্তন ঘটে তাকে আকস্মিক আলোরন বলে। 

বৈশিষ্ট্য --সাধারণত এই আলোড়ন ভূপৃষ্ঠে উলম্ব ভাবে কাজ করে।


ONLINE  CLASS  FOR  SSC

(SCHOOL SERVICE COMMISSION)

SUBJECT- GEOGRAPHY

FEES- 500/ MONTH

BENEFITS

1.THROUGH  WHAT’S APP

2. MONTHLY  EXAM

3. NO TIME  BARRIER

4. ANY  TIME  WHAT’S APP  SUPPORT

5. PRINTED  STUDY  MATERIALS

please join 

WHAT’S APP  NUMBER -8972917151


RELATED TOPICS

1.GEOGRAPHY – CLASS -9

2.GEOGRAPHY – CLASS -10

3.GEOGRAPHY – CLASS -11

4.GEOGRAPHY – CLASS -12

5.HISTORY –CLASS -9

6.HISTORY –CLASS -10

7.UGC  -net- GEOGRAPHY

8.GK For  competitive exam 

9.IMPROVE YOUR ENGLISH 

10.  Ctet  exam 

11.  LEARN HINDI

12.  WEST BENGAL SSC-- GEOGRAPHY 

PLEASE  VIEW  AND  SHARE 



Mar 22, 2021

March 22, 2021

SCHOOL SERVICE COMMISSION-- SUBJECT- GEOGRAPHY- geographywithdip.blogspot.com -- ONLINE CLASS FOR SSC

 




(SCHOOL SERVICE COMMISSION)

SUBJECT- GEOGRAPHY

geographywithdip.blogspot.com


ONLINE  CLASS  FOR  SSC

(SCHOOL SERVICE COMMISSION)

SUBJECT- GEOGRAPHY

FEES- 500/ MONTH

BENEFITS

1.THROUGH  WHAT’S APP

2. MONTHLY  EXAM

3. NO TIME  BARRIER

4. ANY  TIME  WHAT’S APP  SUPPORT

5. PRINTED  STUDY  MATERIALS

WHAT’S APP  NUMBER -8972917151

join  now

send  your  name  and  place 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com



1. অবরোহন কাকে বলে। 
কোন প্রকারের বহির্জাত শক্তির প্রভাবে যখন কোনো উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হয় নিচু হয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে অবরোহন বলে। 
বৈশিষ্ট্য - এক্ষেত্রে ভূমি ভাগের উচ্চতা হ্রাস পায়। 

2. নগ্নীভবন কাকে বলে। 
যখন ভূপৃষ্ঠের কোন শিলার অপর আবহবিকার ,পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন এই তিনটি প্রক্রিয়া একসাথে ক্রিয়া করে তখন তাকে নগ্নীভবন বলে। 
মাধ্যম - এক্ষেত্রে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন এগুলি একত্রে কাজ করে। 

3. আরোহন কাকে বলে। 
যখন বহির্জাত শক্তির প্রভাবে কোন স্থানের ক্ষয়প্রাপ্ত উপাদান অন্য কোন স্থানে জমা হয়ে সেই স্থানের উচ্চতা বৃদ্ধি করে তখন তাকে আরোহন বলে। 
বৈশিষ্ট্য - এর মাধ্যমে কোন স্থানের উচ্চতা বৃদ্ধি পায়। 

4. আবহবিকার কাকে বলে। 
আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন কোন স্থানের শিলা যান্ত্রিকভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে সেই স্থানেই পড়ে থাকে তখন সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে। 
বৈশিষ্ট্য - শিলার খনি গুলি গাড় প্রকৃতির হলে রাসায়নিক আবহবিকার এর পরিমাণ বেশি হয়।