Breaking









Showing posts with label GEOGRAPHY-CLASS-11. Show all posts
Showing posts with label GEOGRAPHY-CLASS-11. Show all posts

Oct 5, 2024

October 05, 2024

class 10 exam বহির্জাত প্রক্রিয়া এবং বারিমন্ডল

 class 10 exam

বহির্জাত প্রক্রিয়া এবং বারিমন্ডল



এক নাম্বারের প্রশ্ন

1. আরোহন এবং অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কে কি বলে? 

2. যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমে তাকে কি বলে? 

3. ক্ষয়সীমা কথাটি প্রথম কে ব্যবহার করেন। 

4. সমুদ্রের জলরাশি যখন একই স্থানে থেকে ওঠা নামা করে তখন তাকে কি বলে? 

5. শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে। 

6. সমুদ্র জলের এক স্থান থেকে অন্য স্থানের প্রবাহ কে কি বলে? 

7. জাপান স্রোতের অন্য নাম কি? 

8. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি। 

9. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি? 

10. সমুদ্রের ভাসমান স্তুপ কে কি বলে? 


দুই নম্বরের প্রশ্ন। 

1. হিমপ্রাচীর কাকে বলে। 

2. শৈবাল সাগর কি? 

3. সমুদ্রস্রোত কাকে বলে। 

4. মগ্ন চড়া কাকে বলে। 

5. জলবিভাজিকা কি? 


পাঁচ নম্বরের প্রশ্ন। 

1. নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। 

2. সমুদ্র স্রোত সৃষ্টির কারণ গুলি আলোচনা করো। 

Oct 2, 2024

October 02, 2024

class 10 exam বহির্জাত প্রক্রিয়া এবং বারিমন্ডল

 



class 10 exam

বহির্জাত প্রক্রিয়া এবং বারিমন্ডল


এক নাম্বারের প্রশ্ন

1. আরোহন এবং অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কে কি বলে? 

2. যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমে তাকে কি বলে? 

3. ক্ষয়সীমা কথাটি প্রথম কে ব্যবহার করেন। 

4. সমুদ্রের জলরাশি যখন একই স্থানে থেকে ওঠা নামা করে তখন তাকে কি বলে? 

5. শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে। 

6. সমুদ্র জলের এক স্থান থেকে অন্য স্থানের প্রবাহ কে কি বলে? 

7. জাপান স্রোতের অন্য নাম কি? 

8. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি। 

9. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি? 

10. সমুদ্রের ভাসমান স্তুপ কে কি বলে? 


দুই নম্বরের প্রশ্ন। 

1. হিমপ্রাচীর কাকে বলে। 

2. শৈবাল সাগর কি? 

3. সমুদ্রস্রোত কাকে বলে। 

4. মগ্ন চড়া কাকে বলে। 

5. জলবিভাজিকা কি? 


পাঁচ নম্বরের প্রশ্ন। 

1. নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। 

2. সমুদ্র স্রোত সৃষ্টির কারণ গুলি আলোচনা করো। 

Jul 1, 2024

July 01, 2024

Class 11 Geography Chapter- 1 শাস্ত্র রূপে ভূগোল Dipendu Mondal



 Class 11 Geography 

Chapter-  1 

শাস্ত্র রূপে ভূগোল

Dipendu Mondal 


1. কোন গ্রিক পন্ডিত জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন। 

2. ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য কি 

3. মানবিক ভূগোলের সাথে বিজ্ঞানের কোন শাখার সম্পর্ক রয়েছে 

4. ডাবলুএম ডেভিস কোন বিষয়ের প্রবক্তা ছিলেন 

5. ডকুচেভ কোন বিষয়ের প্রবক্তা ছিলেন 

6. ভিদাল কোন বিষয়ের প্রবক্তা ছিলেন 

7. আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাকে বলে 

8. জিয়াইএস এর কাজ কি 

9. সময়ের পটভূমিতে ঘটনার বিবরণ হলো ইতিহাস এটি কে বলেছেন 

10. নব নিয়ন্ত্রণবাদের  প্রবক্তা কে 

11. জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে

12. মডেল ভূগোলের জনক কাকে বলে  

13. ভূতত্ত্ববিদ্যার জনক কাকে বলে 

14. সমুদ্র বিদ্যার জনক কাকে বলে 

15. রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলে 

16. জিও মারফোলজি অধ্যয়ন এর বিষয় কি 

17. একজন বিখ্যাত জনসংখ্যা ভূগোল বিদের নাম কি 

18. নারী-পুরুষ বৈষম্য এবং তার বিষয়ে আলোচনা কোন বিজ্ঞানে করা হয় 

19. Geohydrology কিসের শাখা 

20. মানুষের ক্যালরি গ্রহণের তারতম্য ক্যালরির ঘাটতি ইত্যাদির বিষয়ে আলোচনা ভূগোলের কোন শাখায় করা হয় 




প্রশ্নের উত্তর

1. এরাটোস্থেনিস 

2. পৃথিবীর প্রাকৃতিক এবং মানবিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করা। 

3. সমাজবিজ্ঞান 

4. ভূমিরূপ বিদ্যা। 

5. মৃত্তিকা ভূগোল। 

6. মানবিক ভূগোল। 

7. হামবোল্ট 

8. ভৌগোলিক তথ্য সংগ্রহ করা। 

9. হার্টস্বর্ণ 

10. টেলর 

11. হান্টিংটন 

12. রিচার্ড চললে। 

13. টলেমি। 

14. পসিডোনিয়াসকে 

15. রাতজেল 

16. ভূমিরূপ বিদ্যা। 

17. আর শি চান্দনা। 

18. লিঙ্গ ভূগোল। 

19. জলবিদ্যা 

20. পুষ্টি ভূগোল। 

Jun 29, 2024

June 29, 2024

পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য- Dipendu Mondal

 



Dipendu Mondal 

পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য

■ 1975 খ্রিস্টাব্দে উন্নয়নশীল দেশে শতকরা 25-27

ভাগ মানুষ শহরে বাস করত। 2000 খ্রিস্টাব্দে তা

বেড়ে শতকরা 40 ভাগ হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা

অনুসারে, 2025 খ্রিস্টাব্দে শহরবাসীর সংখ্যা 50 ভাগ

ছাড়িয়ে যেতে পারে।

■ উন্নত দেশগুলিতে মোট জনসংখ্যার 75 ভাগই

শহরে বাস করে।

 1 . শহরে নানারকম সুবিধার

জন্য বিশেষ করে জীবিকার প্রয়োজনে গ্রামের

মানুষ শহরে ভিড় করছে, ফলে শহরের জনসংখ্যা

ব্যাপক হারে বেড়ে চলেছে।

 2 . জনসংখ্যা বৃদ্ধির

জন্য শহরে দূষণের মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে।

3. বেশিরভাগ ক্ষেত্রেই বনভূমি অপসারণ করে,

জলাভূমির বিনাশ ঘটিয়ে নগর ও শহর গড়ে উঠছে।

4. শহরে সবুজায়নের অভাব দেখা দিয়েছে। 5. বর্জ্য

পদার্থের পরিমাণ বাড়ছে।

 6 . পয়ঃপ্রণালী, স্বাস্থ্য

পরিসেবা বিপর্যস্ত হচ্ছে।

■ নগরায়ণের ফলে পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য

বিভিন্ন ব্যবস্থা নিতে হবে—

 1. পয়ঃপ্রণালী,

পরিবহণ পরিসেবা, স্বাস্থ্য সম্পর্কীয় পরিবেশে নজর

দিতে হবে, 

2. অট্টালিকা, বহুতল বাড়ি নির্মাণের

সঙ্গে সঙ্গে সবুজায়নের ব্যবস্থা করতে হবে,

3 . নির্দিষ্ট স্থানে বা শহরের বাইরের কোনো জায়গায়

বর্জ্য নিক্ষেপ করতে হবে, তাতে দূষণ কম হবে,

4. বন বা জলাভূমিকে ভরাট হওয়ার থেকে রক্ষা

করতে হবে।

Jun 8, 2024

June 08, 2024

এক নজরে ভূগোল -Dipendu mondal

 


এক নজরে  ভূগোল 

1. ভূগোল (Geography) শব্দটি প্রথম এরাটোসথেনিস ব্যবহার করেন।

গাণিতিক ও জ্যামিতিক পদ্ধতি মেনে প্রথম এরাটোসথেনিস পৃথিবীর

পরিধি, ব্যাস, ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন।

2.  কার্টোগ্রাফির নিয়ম মেনে না হলেও প্রথম অ্যানেক্সিমেন্ডার পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন।

3.  কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন

ক্লডিয়াস টলেমি।

4.  প্রথম দ্রাঘিমারেখা অঙ্কন করেন হেরোডোটাস।

5.  আর্নেস্ট হেকেল প্রথম 'Oekologie' শব্দটি ব্যবহার করেন।

বিজ্ঞানী অ্যারিস্টটল প্রথম 'Meteorology' শব্দটি ব্যবহার করেন।

 6. এমরিক জোন্স প্রথম ভূগোলে ‘স্থান' (Space) শব্দটি ব্যবহার করেন।

7.  এডমন্ড ডেমোল্যা প্রথম ‘সামাজিক ভূগোল' (1844)

শব্দটি ব্যবহার করেন।

8.  গ্রিক ভূগোলবিদ স্ট্যাবো প্রথম 'কোরোলজি' শব্দটি

ব্যবহার করেন।

9. রোমান ভৌগোলিক টলেমি প্রথম 'কোরোগ্রাফি' শব্দটি

ব্যবহার করেন।

10.  বিজ্ঞানী ভি. অনুচিন প্রথম 'নব নিয়ন্ত্রণবাদ' (Neo-De-

terminism) শব্দটি ব্যবহার করেন।

11.  আল-বলখি প্রথম (921 খ্রি:) জলবায়ু সম্পর্কিত মানচিত্র

প্রকাশ করেন।


Dipendu mondal

তথ্যসূত্র-- বুক ইন্ডিয়া , আধুনিক ভূগোল ,অনিরুদ্ধ হাজরা , হরেকৃষ্ণ গিরি

May 28, 2024

May 28, 2024

ভূগোল শব্দের উৎপত্তি ও ভিন্ন অর্থ


বিষয় হিসেবে ভূগোল
Geography as a discipline

Dipendu mondal

ভূগোল শব্দের উৎপত্তি ও ভিন্ন অর্থ


• 234 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক পণ্ডিত এরাটোসথেনিস পৃথিবীর বিবরণ দিতে গিয়ে Geographia শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন।

• গ্রিক 'ge' বা 'geo' এবং 'graphos' এই শব্দ দুটি মিলে
‘geography' শব্দটি তৈরি হয়েছে।

• Ge থেকে geo কথার অর্থ ভূমণ্ডল বা পৃথিবী এবং graphos
শব্দের অর্থ হল বর্ণনা বা বিবরণ। এজন্য Geography শব্দের
আক্ষরিক অর্থ হল ‘পৃথিবীর বর্ণনা'।

প্রাচীন ভারতে বরাহমিহির প্রণীত সূর্যসিদ্ধান্ত গ্রন্থে ভূগোল
শব্দটি প্রথম ব্যবহৃত হয়।

বাংলা শব্দ ‘ভূগোল’-এর ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি, ফরাসি
প্রতিশব্দ লা জেওগ্রাফি, জার্মান প্রতিশব্দ ডি গেওগ্রাফি, স্প্যানিশ প্রতিশব্দ লা থেওগ্রাফিয়া এবং রুশ প্রতিশব্দ গেওগ্রাফিয়া।

• রাজশেখর বসু তাঁর চলন্তিকা (বাংলা ১৩৫৩ সন) অভিধান গ্রন্থে ‘ভূগোল’-এর যে আভিধানিক অর্থ করেছেন তা হল—পৃথিবী ও বিভিন্ন দেশের বিবরণ।

Aug 7, 2021

August 07, 2021

অগ্নুৎপাত- এর প্রধান প্রধান গুরুত্বপূর্ণ প্রশ্ন--DIPENDU MONDAL -- geographywithdip.blogspot.com--VOLCANISM, অগ্নুৎপাত, CLASS-11- GEOGRAPHY




DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


                                  অগ্নুৎপাত




 অগ্নুৎপাত- এর প্রধান প্রধান গুরুত্বপূর্ণ প্রশ্ন

1.অগ্ন্যুদগম কি --ভূগর্ভের গলিত ধাতব পদার্থের বাইরে নিক্ষেপ

2.ভূ-অভ্যন্তরে ম্যাগমা কিভাবে অবস্থান করে --সান্দ্ররূপে

3.ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলা হয় --স্ট্রম্বলি

4.আম্লিক লাভায় সিলিকার পরিমাণ কত --80%

5.বিদার অগ্ন্যুৎপাতের সময় লাভার প্রকৃতি কেমন হয় --ক্ষারকীয়

6.বিদার অগ্ন্যুদগম এর ফলে ভারতের কোন অঞ্চল গড়ে উঠেছে --দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল

7.একটি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হল --ভিসুভিয়াস

8.পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি কোন প্রকৃতির --বিমিশ্র শঙ্কু  বিশিষ্ট

9.আগ্নেয় লাভার উষ্ণতা কত --1000℃

10. আগ্নেয়গিরির জ্বালামুখের মধ্যে সঞ্চিত লাভার কঠিন স্তম্ভ কে কি বলা হয় --প্লাগডোম


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11.রানীগঞ্জের কয়লা খনি অঞ্চলে সাধারণত কি দেখা যায় --ডাইক

12.বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত কোন প্রকারের আগ্নেয়গিরিতে দেখা যায় --ভিসুভিয়াস প্রকৃতির

13.একটি সুষম আগ্নেয় শঙ্কুর উদাহরণ কোনটি --ফুজিয়ামা

14.একটি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হল --স্ট্রম্বলি

15.উত্তল লেন্সের আকৃতির উদবেধী অগ্ন্যুদগম কে কি বলে--ল্যাকোলিথ

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

16.মৌনালোয়া কোন শ্রেণীর আগ্নেয়গিরি --হাওয়াই শ্রেণীর

17.গ্রানাইট শিলা অভ্যন্তরভাগে  বৃহৎ আকৃতির হলে তখন তাকে কি বলে --ব্যাথোলিথ

18.একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হল --জাপানের ফুজিয়ামা

19.পৃথিবীর সবথেকে বিধ্বংসী আগ্নেয়গিরি কোনটি --মাউন্ট পিলি

20.ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলা হয়--প্লিউম

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Class -9 ,10 -- History , Geography

CLASS- 11,12  --GEOGRAPHY , evs পড়ানো হয়

WITH  PRACTICAL,  MONTHLY  EXAM  TEST

ONLINE AND OFFLINE  AVAILABLE






ONLINE  CLASS  FOR

(SCHOOL SERVICE COMMISSION)

AND

UGC-NET

 

SUBJECT- GEOGRAPHY

FEES- 500/ MONTH

BENEFITS

1.THROUGH  WHAT’S APP

2. MONTHLY  EXAM

3. NO TIME  BARRIER

4. ANY  TIME  WHAT’S APP  SUPPORT

5. PRINTED  STUDY  MATERIALS

WHAT’S APP  NUMBER -8972917151



Mar 21, 2021

March 21, 2021

class -11 geography. - Date- 21.03.21- Dipendu mondal- chapter -5 - জীবমন্ডল




 class -11 geography. 

Date- 21.03.21

Dipendu mondal

chapter -5

জীবমন্ডল 

1. বাস্তু তন্ত্র কোন ধরনের প্রণালী

2. কোন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যতটা পরিমাণ সজিব পদার্থ থাকে তাকে কি বলে

3. পুকুর কোন ধরনের বাস্তুতন্ত্র

4. বাস্তুতন্ত্রে বিয়োযোক কাদের বলে

5. বাস্তু তন্ত্র কোন কোন উপাদান দিয়ে গঠিত

6. ইকোসিস্টেম শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন 

7. স্থির জলের বাস্তুতন্ত্র কে কি বলা হয়

8. নদ নদীর বাস্তুতন্ত্র কে কি বলা হয়

9.শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার কোন কোন সূত্র মেনে চলে

10. শক্তি প্রবাহ 10% সূত্রের প্রবর্তক কে



Jan 3, 2021

January 03, 2021

class-xi , chapter-2

 class 11

chapter 2

dipendu Mondal

প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ

important short questions

1. সমস্থিতি শব্দটি কে প্রথম প্রবর্তন করেন?

2. মহাদেশ প্রধানত কোন শিলা দ্বারা গঠিত?

3. পাত শব্দটি ব্যবহার প্রথম কে করেন?

4. ত্রি পাত সীমানায় নিষ্ক্রিয় অংশের নাম কি?

5.কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান গুলি কি কি?

6. প্রতিবিধান তল এর ধারনা কে দেন?

7. নিমজ্জিত পাতের ঢালু অংশকে কি বলা হয়?

8. হ্যারি হেস কোন মতবাদের প্রচলন করেন?

9. বিজ্ঞানী কান্ট এর তত্ত্ব কি নামে পরিচিত?

10. পাতের সঞ্চালনের ফলে কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে?

Jan 2, 2021

January 02, 2021

class xi- geography

 class 11

chapter 1

DIPENDU MONDAL

শাস্ত্ররূপে ভূগোল

important questions

1.ভূমিরূপ বিদ্যা বলতে কী বোঝায়?

2.ভূগোলের সংজ্ঞা দাও?

3.ভূগোলের পরিধি আলোচনা করো?

4. জীব ভূগোলের শাখা গুলি সম্পর্কে আলোচনা করো?

5. ভূগোলে মডেল কেন প্রয়োজন?

6.ভূগোল পাঠের প্রয়োজনীয়তা গুলি কি কি?

7. পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন?

8.পৃথিবীর মানচিত্র কে প্রথম অংকন করেন?

9. জীববিজ্ঞান এবং ভূগোলের মিলনের ফলে কোন শাখার উৎপত্তি হয়েছে?

10. প্রণালীবদ্ধ ভূগোল কাকে বলে?

Jan 1, 2021

January 01, 2021

class-xi- geography- long

 class 11 geography

Dipendu Mondal

জীবমন্ডল 

long question

1. জীবমন্ডলের প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলি সম্পর্কে আলোচনা করো?

উত্তর - 1. জীবমন্ডলের সীমানা - জীবমন্ডলের অস্তিত্ব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার মিটার এবং সমুদ্রগর্ভে প্রায় 7 হাজার মিটার পর্যন্ত লক্ষ্য করা যায়. অর্থাৎ মোট 13 হাজার মিটার পর্যন্ত জীবমন্ডলের অস্তিত্ব রয়েছে.

2. প্রকারভেদ - জীবমন্ডল কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে যেমন - স্থলজ  জীবমণ্ডল, জলজ জীবমণ্ডল এবং বায়ু জীবমন্ডল.

3. জীবমন্ডলের উপাদান - জীবমন্ডলের উপাদান গুলি কে দুটি ভাগে ভাগ করা হয়েছে যেমন সজীব উপাদান এবং অজীব উপাদান.

সজীব উপাদানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে যেমন স্বভোজী  এবং পরভোজী. স্বভোজী উপাদানের মধ্যে যে সকল জীব গোষ্ঠী রয়েছে তারা সালোকসংশ্লেষ এবং রাসায়নিক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের দেহে খাদ্যের যোগান সুনিশ্চিত করতে পারে. যেমন সবুজ উদ্ভিদ, শৈবাল প্রভৃতি. 

পরভোজী উপাদান - যে সকল জীব গোষ্ঠী উৎপাদকদের তৈরি খাদ্য খেয়ে বেঁচে থাকে অর্থাৎ পরনির্ভর তাদের পরভোজী গোষ্ঠী বলা হয়. যেমন - মানুষ, বিভিন্ন ধরনের প্রাণী ইত্যাদি.

অজীব উপাদান - অজৈব উপাদানের মধ্যে উল্লেখযোগ্য গুলি হল সৌর বিকিরণ, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান প্রভৃতি.

4. শক্তির উৎস - সমগ্র জীবমন্ডলের শক্তির প্রধান উৎস হল সূর্য. সূর্য থেকেই সবুজ উদ্ভিদ সৌর শক্তির সাহায্যে তাদের খাদ্য তৈরি করে. যা পরে বিভিন্ন খাদ্যকের  দেহে স্থানান্তরিত হয়.

5. বায়োম - জলবায়ু দ্বারা প্রভাবিত একটি বিশেষ চরিত্রের  জীবমণ্ডল কে বায়োম  বলা হয়. জীবমন্ডলের বায়োম এর সংখ্যা একাধিক অর্থাৎ প্রতিটি স্থানেই কিছু  নির্দিষ্ট ধরনের  biome পাওয়া যায়.

6. বৈচিত্রতা - জীবমন্ডলের যে সকল স্থানে যত বেশি ধরনের উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি রয়েছে সেই স্থানে জীব-বৈচিত্র ততবেশি .

Dec 31, 2020

December 31, 2020

Class xi, chapter-1 - geography

 class 11

chapter 1

DIPENDU MONDAL

শাস্ত্ররূপে ভূগোল

important questions

1.ভূমিরূপ বিদ্যা বলতে কী বোঝায়?

2.ভূগোলের সংজ্ঞা দাও?

3.ভূগোলের পরিধি আলোচনা করো?

4. জীব ভূগোলের শাখা গুলি সম্পর্কে আলোচনা করো?

5. ভূগোলে মডেল কেন প্রয়োজন?

6.ভূগোল পাঠের প্রয়োজনীয়তা গুলি কি কি?

7. পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন?

8.পৃথিবীর মানচিত্র কে প্রথম অংকন করেন?

9. জীববিজ্ঞান এবং ভূগোলের মিলনের ফলে কোন শাখার উৎপত্তি হয়েছে?

10. প্রণালীবদ্ধ ভূগোল কাকে বলে?

Dec 30, 2020

December 30, 2020

XI- Geography-short questions

 class 11

geography

short questions

জীবমন্ডল

dipendu Mondal


1. Ecology কাকে বলে?

উত্তর - জীব বিজ্ঞানের যে শাখায় জীব এবং তার পারিপার্শ্বিক পরিবেশের বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে ecology বলে.


2. বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে?

উত্তর - কোন একটি বাস্তু তন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তর এর মধ্যে উপস্থিত উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত ক্রম অনুসারে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে বাস্তুতন্ত্রের পিরামিড বলে.


3. খাদক কাকে বলে?

উত্তর - যে সকল জীব গোষ্ঠী নিজেরা খাদ্য তৈরি করতে পারে না বরং তারা খাদ্যের জন্য উৎপাদকের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করে তাদের খাদক বলে.


4. Edge effect কাকে বলে?

উত্তর - দুটি বাস্তুতন্ত্র যে স্থানে মিলিত হয় সেই স্থানে জৈব বৈচিত্র অনেক বেশি থাকে. একেই edge effect বলে.


5. ইকোলজিক্যাল নিচ কাকে বলে?

উত্তর - কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন জীবের আবাস এবং তার সক্রিয়তাকে ইকোলজিক্যাল নিচ বলে.

Dec 20, 2020

December 20, 2020

WB Class 11- Geography- Chapter 1

                                 class 11 geography

                                    শাস্ত্ররূপে ভূগোল

                                    dipendu Mondal 

1. Kosmos গ্রন্থের রচয়িতা কে - হামবোল্ড

2. আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে - হামবোল্ড

3. geography শব্দটি সর্বপ্রথম কোন গ্রিক পন্ডিত ব্যবহার করেন - এরাটোস্থেনিস

4. ডকুচেভ কোন শাখার প্রবক্তা ছিলেন - মৃত্তিকা ভূগোল

5. নদীর ক্ষয়কার্য কোন শাখার আলোচ্য বিষয় - ভূমিরূপ বিদ্যা

6. dictionary of geography - গ্রন্থের রচয়িতা কে - স্টাম্প

7. ভূগোল হল আদি মাতৃসম শাস্ত্র এ কথা কে বলেছেন - রিটার্ন এবং হামবোল্ড

8. ভূগোলের মানচিত্র অঙ্কন পদ্ধতি কি নামে পরিচিত - কার্টোগ্রাফি

9. জীব ভূগোলের একটি প্রধান শাখার নাম লেখ - মানবীয় বাস্তুবিদ্যা

10. ভূমিরূপ বিদ্যার জনক কে - ডেভিস

Dipendu Mondal

11. ভূগোল শাস্ত্রের প্রধান বিষয় কি - মানুষ এবং প্রকৃতির সম্পর্ক

12. মানবীয় ভূগোলের জনক কাকে বলে - ভিদাল কে

13. রিমোট সেন্সিং পদ্ধতি কোন কাজে লাগে - মানচিত্র নির্মাণ

14. পৃথিবীর আকৃতি এবং আয়তন সম্পর্কে প্রথম ধারণা কে দেন - এরাটোস্থেনিস

15.ভূগোল শাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় - demography

dipendu Mondal

16.দ্রাঘিমা ও সময়ের সম্পর্ক ভূগোলের কোন শাখায় আলোচিত হয় - গণিত এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে

17.সমাজ তত্ত্বের উপর ভিত্তি করে ভূগোলের কোন শাখার গড়ে উঠেছে - সামাজিক ভূগোল