Breaking









Showing posts with label SLST--Pol. Sc. Show all posts
Showing posts with label SLST--Pol. Sc. Show all posts

Nov 16, 2022

November 16, 2022

SLST-- Pol. Science-- Online Coaching Class -- Dipendu Mondal



 SLST-- Pol. Science

Online Coaching Class

Dipendu Mondal

Contact-- 8972917151

Date-- 15.11.22

বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য আমার টেলিগ্রাম Group  জয়েন করুন

https://t.me/+B5sYhXqPBJMxYjJl

or Search Exam Guide

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. যে শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় সেটি কোথায় অনুষ্ঠিত হয়-- বেলগ্রেড 

2. দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি জয়লাভ করেছিল-- মিত্রশক্তি 

3. মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন-- নাসের 

4. মিউনিখ চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়-- ১৯৩৮ খ্রিস্টাব্দে। 

5. স্ট‍্যালিন কার সাথে অনাক্রমণ চুক্তি সম্পাদন করেন-- হিটলার 

6. কোন দেশ বার্লিন অবরোধ করে-- সোভিয়েত ইউনিয়ন। 

7. কত খ্রিস্টাব্দে বার্লিন অবরোধ করা হয়-- ১৯৪৮ খ্রিস্টাব্দ। 

8. বার্লিন অবরোধ কত খ্রিস্টাব্দে প্রত্যাহার করা হয়-- ১৯৪৯ খ্রিস্টাব্দ। 

9. ন্যাটো কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়-- ১৯৪৯ খ্রিস্টাব্দে ৪ এপ্রিল। 

10. চীনে কমিউনিস্ট পার্টির শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়-- ১৯৪৯ খ্রিস্টাব্দ। 

 SLST-- Pol. Science

Online Coaching Class

Dipendu Mondal

Contact-- 8972917151

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11. জর্জ মার্শাল কে ছিলেন-- মার্কিন পররাষ্ট্রসচিব। 

12. শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা গ্রহণ করে-- সাধারণ সভা। 

13. শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব কত খ্রিস্টাব্দে গৃহীত হয়-- ১৯৫০ খ্রিস্টাব্দের ৩ নভেম্বর। 

14. কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে-- ১৯৪৭ খ্রিস্টাব্দে। 

15. ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়-- ১৯৬৫ খ্রিস্টাব্দ। 

16. পঞ্চশীল চুক্তি ভারতের সঙ্গে কোন দেশের হয়-- চীন 

17. ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়-- ১৯৫৪ খ্রিস্টাব্দ। 

18. জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি-- কোন ক্ষেত্রে হস্তক্ষেপ না করা। 

19. The making of foreign policy গ্রন্থে লেখক কে--জোসেফ ফ্রাঙ্কেল 

20. ভারতে পররাষ্ট্রনীতির প্রধান চালিকাশক্তি কোনটি-- পঞ্চশীল নীতি। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

21. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি-- কংগ্রেস 

22. ভারতে পরমাণু নীতির প্রধান কথা কি-- No first Strike

23. বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি-- জাতীয় স্বার্থ রক্ষা করা। 

24. ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায় কত খ্রিস্টাব্দে-- ১৯৯৮ খ্রিস্টাব্দ। 

25. আঞ্চলিক সহযোগিতার জন্য দক্ষিণ এশিয়ার সংগঠন কোনটি-- SAARC 

26. আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগঠন কোনটি-- ASEAN

27. দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্য চুক্তির নাম কি-- SAFTA

28. সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন-- রাজীব গান্ধী। 

29. সার্ক গঠনের সময় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা কটি ছিল-- সাতটি 

30. সার্ক কত সালে গড়ে ওঠে--১৯৭৯ সালে। 

31. সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন কোন দেশে হয়-- ঢাকা, বাংলাদেশ। 

32. ১৯৮৫ খ্রিস্টাব্দে সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয় কোথায়-- ঢাকা , বাংলাদেশ। 

33. সার্ক এর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সব থেকে বড় রাষ্ট্র কোনটি-- ভারত 

34. সার্ক এর পুরো নাম কি-- South Asian Association for Regional Co-operation [SAARC]

35. বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কটি-- আটটি 

36. কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়-- ১৮৮৫ খ্রিস্টাব্দে। 

37. জাতীয় নীতি কত ধরনের হয়-- দুই ধরনের। 

38. ভারতের পররাষ্ট্রনীতি সমন্বয়ে গড়ে উঠেছে-- আদর্শবাদ এবং বাস্তববাদ। 

39. বিদেশ নীতির একটি কৌশল কি-- কূটনীতি 

40. ভারতের পররাষ্ট্রনীতির জনক কাকে বলা হয়-- জওহরলাল নেহেরু।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

 SLST-- Pol. Science

Online Coaching Class

Dipendu Mondal

Contact-- 8972917151






বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য আমার টেলিগ্রাম Group  জয়েন করুন

https://t.me/+B5sYhXqPBJMxYjJl

or Search Exam Guide