Breaking









Showing posts with label Homework-Geography. Show all posts
Showing posts with label Homework-Geography. Show all posts

Jul 1, 2024

July 01, 2024

Class - 9 - Geography Dipendu Mondal পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়



 Class - 9 - Geography 

Dipendu Mondal 


পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়

1. মান মন্দির কোন শহরে অবস্থিত- গ্রিনিচ

2. কৌণিক দূরত্ব কোন এককে প্রকাশ করা হয়- ডিগ্রিতে 

3. কোন অক্ষরেখার ব্যাস পৃথিবীর ব্যাশের সমান- নিরক্ষরেখা 

4. কোন দ্রাঘিমা রেখা থেকে বার বা তারিখের শুরু ও সমাপ্তি ঘটে- ১৮০° দ্রাঘিমা রেখা। 

5. গ্রিনিচের প্রমাণ সময়ের সাথে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত- ৫ ঘন্টা ৩০ মিনিট। 

6. নিরক্ষরেখার অপর নাম কি- বিষুব রেখা। 

7. কোন মহাসাগরের উপর দিয়ে ১৮০° দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে- প্রশান্ত মহাসাগর। 

8. কোন দুই গোলার্ধের সীমারেখা ১৮০°- পূর্ব ও পশ্চিম গোলার্ধ। 

9. পৃথিবীপৃষ্ঠে অবস্থিত কোন স্থানের বিপরীত অবস্থান কে কি বলে- প্রতিপাদ স্থান। 

10. ভারতের ৮২° ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় কোন শহর অবস্থিত- এলাহাবাদ 

11. কলকাতা পৃথিবীর কেন্দ্র ও নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করে- 22 ডিগ্রি ৩৪ মিনিট উত্তর। 

12. নিরক্ষরেখায় ধ্রুবতারা কে একেবারে কোন দিকে দেখা যায়- দিগন্ত রেখায়। 

13. সুমেরু বিন্দুতে ধ্রুবতারা একেবারে কত ডিগ্রি উন্নতি কোণে অবস্থান করে- ৯০ ডিগ্রী। 

14. একুশে জুন সূর্যের বিশুব লম্ব কত ডিগ্রী দক্ষিণী অবস্থান করে- সাড়ে 2৩ ডিগ্রী 

15. নিরক্ষরেখার পরিধি কত কিলোমিটার - 40077 km

Nov 21, 2021

November 21, 2021

Homework - Geography --Class-9,10,11,12 -- dipendu mondal--geographywithdip.blogspot.com



 Homework - Geography

Class-9,10,11,12 

dipendu mondal


geographywithdip.blogspot.com

Date--21.11.21

Class -9 -Geography

Chapter --পশ্চিমবঙ্গ 


1. তিস্তা নদীর উৎস স্থল কোথায় 

2. দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি 

3. পশ্চিমবঙ্গের জলবায়ুকে কোন বায়ু নিয়ন্ত্রণ করে 

4. দামোদর নদীর উৎস স্থল কোনটি 

5. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি 

6. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল কোনটি 

7. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি 

8. মামা- ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত 

9. পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় দেখা যায় 

10. পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখা যায় 


class -10 geography 

chapter --ভারতের নদনদী এবং হ্রদ 

dipendu mondal

geographywithdip.blogspot.com

1. কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় 

2. ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে প্রবেশ করেছে 

3. নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে 

4. ভারতের কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি 

5. ভারতের কোন রাজ্য খালের মাধ্যমে জলসেচ এ প্রথম 

dipendu mondal

6. এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি 

7. ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি 

8. ভারতের দীর্ঘতম উপনদী কোনটি 

9. নর্মদা নদীর একটি প্রধান জলপ্রপাত এর নাম কি 

10. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি 

dipendu mondal


class -11 -geography 

chapter --জীবমন্ডল 

dipendu mondal

geographywithdip.blogspot.com

1.একটি তৃতীয় শ্রেণীর খাদক এর নাম কি 

2. একটি পুষ্টি স্তর থেকে অন্য একটি পুষ্টি স্তর এর শক্তির কত শতাংশ স্থানান্তরিত হয় 

3. ব্যাকটেরিয়া কোন প্রকারের উপাদান 

4. দুটি বাস্তুতন্ত্রের মাঝের  পরিবর্তনশীল অঞ্চলকে কি বলা হয় 

5. বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কোন ধরনের 

6. পরিবেশের গঠনগত এবং কার্যগত একক কে কি বলা হয় 

7. 10 শতাংশ সূত্রের প্রবক্তা কে 

dipendu mondal

8. সমুদ্র গর্ভে জীবমন্ডলের বিস্তার কত কিলোমিটার 

9. কোন জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে কি বলা হয় 

10. একটি বাস্তুতন্ত্রে খাদ্য এবং খাদকের  সুনির্দিষ্ট সম্পর্ককে কি বলে 

dipendu mondal


class -12- geography 

chapter --জীব বৈচিত্র 

dipendu mondal

geographywithdip.blogspot.com


1.পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি 

2. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি 

3. WWF এর পুরো নাম কি 

4. ভারতের কোন অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে সরীসৃপ পাওয়া যায় 

5. MAB এর পুরো নাম কি 

dipendu mondal

6. স্টকহোম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় 

7. IFRC এর পুরো নাম কি 

8. UNDP এর পুরো নাম কি 

9. IBP এর পুরো নাম কি 

10. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় 

dipendu mondal

geographywithdip.blogspot.com

Nov 5, 2021

November 05, 2021

VVI -Geography -9,10,11,12- Dipendu Mondal - Date--5.11.21-geographywithdip.blogspot.com




 Homework -Geography

Dipendu Mondal

Date--5.11.21


Class-- 9 

ভারতের সম্পদ

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1.পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি 

2.ভারত এবং এশিয়ার বৃহত্তম সৌর পার্ক টির নাম কি 

3.ভারত এবং এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন অঞ্চল কোনটি 

4. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি 

5. ছত্রিশগড়ের একটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. বায়ু শক্তি ব্যবহারের  একটি প্রধান সুবিধা কি 

7. পারমাণবিক শক্তির ব্যবহারের একটি প্রধান অসুবিধা কি 

8. উত্তর ভারতের একটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি 

9. কাকে তরল সোনা বলা হয় 

10. আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয় 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


Class-- 10 Geography

ভারতের ভূপ্রকৃতি



1.কুমায়ুন হিমালয় এর একটি হিমবাহ সৃষ্ট হ্রদ এর নাম কি 

2. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি 

3. পাঞ্জাবের নতুন পলি গঠিত অঞ্চল কে কি বলে 

4. কয়াল কোন উপকূলে দেখা যায় 

5. গঙ্গা সমভূমির প্রাচীন পলি গঠিত অঞ্চল কে কি বলে 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি 

7. পশ্চিম হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণ এর নাম কি 

8. ময়দান কথাটির অর্থ কি 

9. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি 

10.  ডেকান ট্রাপ কোন শিলা দ্বারা গঠিত 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


Class-- 11 Geography

জীবমন্ডল 



1. জীবমন্ডলের গড় বেধ  কত 

2. জলবায়ু দ্বারা প্রভাবিত একেকটি জীবমণ্ডল কে কি বলে 

3. কাদের জীবভর এর পরিমাণ সর্বাধিক 

4. পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি 

5. ফটোসিন্থেসিস শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র কে কি বলা হয় 

7. কোন জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে কি বলে 

8. ইকোলজি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন 

9. ইকোসিস্টেম শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন 

10. জীবমন্ডলের একটি রাসায়নিক উপাদানের নাম কি 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


Class -12 Geography

বায়ুমণ্ডল 


1.প্রতীপ ঘূর্ণবাত কোন অঞ্চলের সৃষ্টি হয় 

2. ঘূর্ণবাত  কোথা থেকে তার শক্তি সংগ্রহ করে 

3. হ্যাডলি কোষ এর বিস্তার কত 

4. হ্যাডলি কোষ এর অন্য নাম কি 

5. ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে

 DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. জেট বায়ুর গতিপথ কেমন 

7. কত ধরনের জেট বায়ু প্রবাহ সবথেকে শক্তিশালী 

8. ইংরেজি সাইক্লোন শব্দটির অর্থ কি 

9. কোন ঘূর্ণবাতের অক্লুডেড  সীমান্ত গড়ে ওঠে 

10. কোন মহাসাগরে এল নিনোর উৎপত্তি হয় 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com









NOTES AVAILABLE FOR 

1.GEOGRAPHY – CLASS -9

2.GEOGRAPHY – CLASS -10

3.GEOGRAPHY – CLASS -11

4.GEOGRAPHY – CLASS -12

5.HISTORY –CLASS -9

6.HISTORY –CLASS -10

7.UGC  -net- GEOGRAPHY

8.GK For  competitive exam 

9.ENVIRONMENTAL SCIENCE

10.  IMPROVE YOUR ENGLISH 

11.  Ctet  exam 

12.  LEARN HINDI

13.  WEST BENGAL SSC-- GEOGRAPHY 


PLEASE  VIEW  AND  SHARE


ONLINE  CLASS  FOR

(SCHOOL SERVICE COMMISSION)

AND

UGC-NET


SUBJECT- GEOGRAPHY

UGC-NET

PAPER- 1

FEES- 500/ MONTH

BENEFITS

1.THROUGH  WHAT’S APP

2. MONTHLY  EXAM

3. NO TIME  BARRIER

4. ANY  TIME  WHAT’S APP  SUPPORT

5. PRINTED  STUDY  MATERIALS



May 5, 2021

May 05, 2021

Homework - Class- 9,10,12 - Geography - Date--5.5.21- DIPENDU MONDAL -geographywithdip.blogspot.com



 Homework

Class- 9,10,12

Geography

Date--5.5.21

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


Class -9 -Geography. 

Chapter -- পৃথিবীর গতি সমূহ 


1. বুধের নিজের পক্ষে একবার আবর্তন করতে কত সময় লাগে--

2. সৌর দিন থেকে নক্ষত্র দিনের দৈর্ঘ্য কত কম --

3.পৃথিবীর গতি কয়টি --

4. কোন অঞ্চলে একটানা ছয় মাস রাত থাকে--

5. ভারতের কোন বিজ্ঞানী প্রথম বলেন যে সূর্য স্থির --  

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. বিষুব ও কথাটির অর্থ কি. --

7. কোন বিজ্ঞানী আবিষ্কার করেন যে আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতি বিক্ষেপ ঘটে --

8. মহাকর্ষের সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন--

9. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে --  

10. পৃথিবীর কোন গতির ফলে জোয়ার ভাটা দেখা যায়--


Class -10-Geography. 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Chapter --বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ


1. হিমালয় পর্বতের নীলকণ্ঠ কোন ধরনের ভূমিরূপ -- 

2. ফিয়র্ড এর দেশ কাকে বলে --

3. কোন ভূমিরূপ কে ডিম ভর্তি ঝুড়ি বলা হয় --

4. হিমবাহের ক্ষয় এর ফলে যে জলমগ্ন উপত্যকা গড়ে ওঠে তাকে কি বলে --

5. হিমবাহের ফলে গঠিত এবং বাহিত শিলাখণ্ড গুলি কে কি বলে --

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. বরফ মুক্ত পর্বতের চূড়া গুলি কে কি বলে --

7.হিমবাহের চাপের ফলে পর্বতের ফাটল বরাবর প্রস্তরখন্ড বিচ্ছিন্ন হলে তাকে কি বলে -- 

8. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি --

9. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি -- 

10. ক্রা্গ এর পেছনে শিলাস্তুপ কে কি বলে--



Class- 12-Geography. 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Chapter --জনবসতি 


1. যোগাযোগ বিহীন ক্ষুদ্র গ্রামীণ বসতি কে কি বলে --

2. বারানসি কোন ধরনের শহর--

3. মৃতের নগরী কে কি বলে--

4. ভারতের একটি সামরিক শহরের নাম লেখ--

5. ভারতের একটি প্রশাসনিক শহরের নাম লেখ --

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. ভারতের একটি শিল্পভিত্তিক শহরের নাম লেখ-- 

7. মেগালোপলিস শব্দটি কে ব্যবহার করেন--

8. রাজস্ব গ্রাম কাকে বলে--

9. ভারতের সর্বপ্রথম মহানগর কোনটি-- 

10. ভারতের কোন মহানগরে বস্তির সংখ্যা সব থেকে বেশি--

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


উপরিউক্ত সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য 8972917151 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন-  নিজের নাম , ক্লাস এবং স্থান



ONLINE  CLASS  FOR

(SCHOOL SERVICE COMMISSION)

AND

UGC-NET

 

SUBJECT- GEOGRAPHY

FEES- 500/ MONTH

BENEFITS

1.THROUGH  WHAT’S APP

2. MONTHLY  EXAM

3. NO TIME  BARRIER

4. ANY  TIME  WHAT’S APP  SUPPORT

5. PRINTED  STUDY  MATERIALS

WHAT’S APP  NUMBER -8972917151

Mar 27, 2021

March 27, 2021

Homework -Geography -Class-- 9, 10, 11, 12 -Dipendu Mondal -- Date-- 27.03.21-geographywithdip.blogspot.com

  


Class -9 ,10  History , Geography

CLASS- 11,12  GEOGRAPHY , evs পড়ানো হয়

WITH  PRACTICAL , MONTHLY  EXAM  TEST


online  and  offline  available

fees - 200/month

Homework 

Geography 

Class-- 9, 10, 11, 12 

Dipendu Mondal

Date-- 27.03.21



Chapter -1

গ্রহ রূপে পৃথিবী

1. পৃথিবীর স্থান সৌরজগতের গ্রহ গুলির মধ্যে আয়তনের দিক থেকে কততম 

2. সূর্য এবং তার চারিদিকে ঘূর্ণনরত জ্যোতিষ্কদের একসাথে কি বলে

3. সৌরজগতে আলোর প্রধান উৎস কোনটি 

4.পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত 

5. পৃথিবী সূর্যের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে 

6. পৃথিবীর আনুমানিক ভর কত

7. পৃথিবীর চারিদিকে যেসকল জিপিএস গুলি রয়েছে সেগুলি কে কোথা থেকে নিয়ন্ত্রণ করা হয়

8. কোন সময় থেকে জিপিএস ব্যবস্থা চালু হয়

9. পৃথিবীর গড় উষ্ণতা কত 

10. NASA এর পুরো নাম কি


dipendu mondal

class --10.

geography 

chapter -1

বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ

1. সুন্দরবনের সবথেকে বড় দ্বীপটির নাম কি

2. ভারতীয় সুন্দরবন অঞ্চলের আয়তন কত

3. আকর্ষণ পদ্ধতিতে নদীর প্রধান কাজ কি

4.শুষ্ক অঞ্চলের গিরিখাত কে কি বলে

5.  ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়  

6. মন্থকূপ কোন প্রক্রিয়ার ফলে গড়ে ওঠে 

7. দুটি নদীর যে স্থানে মিলিত হয় তাকে কি বলে 

8. নদীর গতি বেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়

9. জলপ্রপাতের নিচে ক্ষয়ের ফলে কি গড়ে ওঠে 

10. কোন নদী বাঁক এর উত্তল অংশে যে সঞ্চয় হয় তাকে কি বলে


dipendu mondal

class -11

geography 

1. বাস্তু তন্ত্রের শক্তির প্রধান উৎস কোনটি--সূর্য 

2. গ্রিক শব্দ oikos এর অর্থ কি--বাসস্থান 

3. কোন বাস্তুতন্ত্র পুষ্টি স্তর যতই অপরদিকে বৃদ্ধি পায় স্ট্যান্ডিং ক্রপ এর পরিমান কেমন থাকে

4. প্রোটোপ্লাজম এর জলের পরিমাণ কত শতাংশ 

5.পৃথিবীতে নিয়মিতভাবে জলের যোগান এর প্রধান কারণ কি

6. ইকোটন কাকে বলে

7. স্ট্যান্ডিং ক্রপ হল 

8. বাস্তু তন্ত্রের প্রধান চালিকাশক্তি কোনটি

9. কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া কোন ধরনের উপাদান

10. অটোট্রফ কাদের বলে 


dipendu mondal

Class-12

 

ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ


1. আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় যে জল বের হয় তাকে কি বলে

2. যে সকল প্রস্রবণ থেকে কিছুদিন পর পর জল নির্গত হয় তাদের কি বলে

3. কার্স্ট অঞ্চলে সুড়ঙ্গের মত ছিদ্র গুলি কে কি বলে

4. যে সকল প্রস্রবণ থেকে সারা বছর ধরে জল বের হয় তাদের কি বলে

5. কার্স্ট অঞ্চল কোথায় বেশি দেখতে পাওয়া যায়

6. কার অঞ্চলে ধ্বস এর ফলে কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে

7. ডোলাইনের অর্থ কি

8. কার্স্ট কোন দেশীয় শব্দ

9. ভৌম জলের ভাণ্ডার কার মাধ্যমে সঠিক থাকে

10. প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জল কে কি বলে

RELATED TOPICS

1.GEOGRAPHY – CLASS -9

2.GEOGRAPHY – CLASS -10

3.GEOGRAPHY – CLASS -11

4.GEOGRAPHY – CLASS -12

5.HISTORY –CLASS -9

6.HISTORY –CLASS -10

7.UGC  -net- GEOGRAPHY

8.GK For  competitive exam 

9.IMPROVE YOUR ENGLISH 

10.  Ctet  exam 

11.  LEARN HINDI

12.  WEST BENGAL SSC-- GEOGRAPHY 

PLEASE  VIEW  AND  SHARE


GK For  competitive  exam 

Dipendu  mondal

FEES- 100/ MONTH

FOR MORE INFORMATION

WHAT’S APP- 8972917151

Feb 18, 2021

February 18, 2021

HOME WORK - CLASS – 9, 10, 11,12- GEOGRAPHY - DIPENDU MONDAL-- 18.02.2021 -- CHAPTER – 1

 








                                                             HOME WORK

CLASS – 9- GEOGRAPHY

DIPENDU MONDAL

18.02.2021

CHAPTER – 1

  গ্রহরূপে পৃথিবী

1. পৃথিবীর মেরু ব্যাস এর দৈর্ঘ্য কত - - 

2. পৃথিবীর সবথেকে উঁচু স্থান টির নাম কি -

3. বেলফর্ট খাল পরীক্ষাটি কোন বিজ্ঞানী করেন - - 

4. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে দিগন্তরেখার বিস্তৃতি কেমন হয় - - 

5. নিরক্ষরেখা থেকে মেরুর দিকে 111.3 km এগিয়ে এলে নক্ষত্রের উন্নতি কোণ কত ডিগ্রী বাড়ে - - 

6. বেলফোর লেভেল পরীক্ষা কত সালে করা হয় - -

7. পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সবথেকে বেশি কোন স্থানে - -

DIPENDU MONDAL

8. নিরক্ষরেখায় মেরুর নক্ষত্রের উন্নতি কোণ কত ডিগ্রী - - 

9. বিজ্ঞানী ম্যাগেলান কোন শহর থেকে যাত্রা শুরু করেন - -

10. পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সবথেকে বেশি - - 



                                               CLASS – 10- GEOGRAPHY

DIPENDU MONDAL

CHAPTER – 1

                          বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

 

1.কোন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে রুপোর ক্রিয়া করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় - - 

2. প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা কোনটি - - 

3. বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে নগ্নীভবন ঘটে তখন তাকে কি বলে - - 

4. কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি ভাগের উচ্চতা হ্রাস পায় - -

                       

5. ভূ-অভ্যন্তরের শক্তির প্রধান উৎস কি - -

6. অবরোহন প্রক্রিয়ার একটি উদাহরণ লেখ - -

7. ক্ষয়ীভবন আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয় একসাথে কি নামে পরিচিত - -

8. কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় - -

9. বহির্জাত প্রক্রিয়া কিভাবে কাজ করে - - 

10. যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন এবং সঞ্চয় এর মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে কি বলে - -

                                                   CLASS – 11- GEOGRAPHY

DIPENDU MONDAL

CHAPTER – 1

শাস্ত্র রূপে ভূগোল

 

1. ভূগোল শব্দটি প্রচলন সর্বপ্রথম কে করেন - -

2. ভূগোলের কোন শাখায় ভূমির ক্ষয় ও সঞ্চয় ইত্যাদি প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় - - 

3.কসমস গ্রন্থের রচয়িতা কে - -

4. রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলা হয় - - 

5. ডকুচেভ কোন শাখার বিজ্ঞানী ছিলেন - -

                                      DIPENDU MONDAL    

6. dictionary of geography গ্রন্থের রচয়িতা কে - -

7. মানবীয় ভূগোলের জনক কাকে বলে - -

8. ভূগোলের মানচিত্র অঙ্কন পদ্ধতিকে কি বলা হয় - -

9. রিমোট সেন্সিং কোন কাজে ব্যবহার করা হয় - -

10.জলবায়ু বিদ্যার সাথে কোন বিজ্ঞানের সম্পর্ক রয়েছে - -

                                                  CLASS – 12- GEOGRAPHY

DIPENDU MONDAL

CHAPTER – 1

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ বহির্জাত প্রক্রিয়া সমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ

1. যে আলোড়ন এর ফলে ভূত্বক ভারসাম্য অবস্থা অর্জন করে তাকে কি বলে - -

2. পৃথিবীর অভ্যন্তর ভাগের শক্তির প্রধান উৎস কি - 

3. ইউ স্ট্যাটিক সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া - 

4. জৈব পদার্থের বিয়োজনের ফলে কোন এসিড তৈরি হয় - -

5. আবহবিকার প্রাপ্ত শিলা অপসারণ কে কি বলা হয় - - 

                                             DIPENDU MONDAL

6. শিলাতে  মরচে পড়া কোন ধরনের প্রক্রিয়া - -

7. ক্ষুদ্র কণা বিস্মরণ কোন স্থানে বেশি দেখা যায় - - 

8.সমসত্ব শিলা থেকে কোন ধরনের প্রক্রিয়া ঘটে - - 

9. শল্কমোচন প্রক্রিয়া কোন শিলায় ঘটে - - 

10. talus অধ্যুষিত অঞ্চল কে কি বলে--