Breaking









Jun 6, 2021

আমাদের পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য -- DIPENDU MONDAL-- geographywithdip.blogspot.com -- CLASS-9 - VVI





 আমাদের পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

CLASS-9 - VVI

1. পৃথিবীর মেরু অঞ্চলের ব্যাস কত--12714 km

2. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের ব্যাস কত-;12757 km

3. পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে কম--নিরক্ষীয় অঞ্চলে। 

4. পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি--সুমেরু এবং কুমেরু অঞ্চলে। 

5. পৃথিবীর ওজন সর্বপ্রথম কোন বিজ্ঞানী পরিমাপ করেন--বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিস। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. পৃথিবীর আকৃতি সংক্রান্ত বিজ্ঞান কে কি বলা হয়--Geodesy

7. পৃথিবীর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল কত--প্রায় 51 কোটি 27 হাজার বর্গ কিলোমিটার। 

8. পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস-;15 ডিগ্রী সেলসিয়াস। 

9. পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন--অভিগত আকৃতির 

10. পৃথিবীর নিরক্ষীয় ভাগ এবং মেরু ভাগের ব্যাসের মধ্যে পার্থক্য কত--43 কিলোমিটার। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11. কোন বিজ্ঞানী প্রথম পৃথিবীর পরিধি জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করেন--এরাটোস্থেনিস 

12. প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি--ভ্যালেন্তিনা তেরেসকোভা। 

13. এরাটোস্থেনিস কোন দেশের দার্শনিক ছিলেন--গ্রীস 

14. বেডফোর্ড লেভেল পরীক্ষা কত সালে করা হয়--1870 সালে। 

15. বেডফোর্ড খাল কোন দেশে অবস্থিত--ইংল্যান্ড 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

16. প্রাচীনকালের কোন বিজ্ঞানী বলেন যে পৃথিবী জলে ভাসমান একটি চাকতি--থ‍্যালেস 

17. পৃথিবীর প্রধান প্রধান গতি কয়টি ও কি কি--আবর্তন গতি এবং পরিক্রমণ গতি। 

18. পৃথিবীর আবর্তন গতির সময়কাল কত--23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 

19. পৃথিবীর পরিক্রমণ গতির সময়কাল কত--365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 

20. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন--উপবৃত্তাকার 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

21. পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত--প্রায় 96 কোটি কিলোমিটার। 

22. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি--চাঁদ

23. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত--প্রায় 3 লক্ষ 84 হাজার 400 কিলোমিটার। 

24. পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে --প্রায় 27 দিন। 

25. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে--8.2মিনিট 

26. পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষরেখায় কত কিলোমিটার--1675 km/ঘন্টা 

27. পৃথিবী কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে--সাড়ে 66 ডিগ্রী কোণে। 

28. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে--পশ্চিম থেকে পূর্ব দিকে।