Breaking









Showing posts with label TET. Show all posts
Showing posts with label TET. Show all posts

Nov 18, 2025

November 18, 2025

WBCS,SSC-C,D Exam preparation

 



ভারতের ভূগোল — ২০টি MCQ (উত্তরসহ)

Dipendu Mondal 


1. ভারতের আয়তন কত?


A) 28.5 লক্ষ বর্গ কিমি

B) 29.5 লক্ষ বর্গ কিমি

C) 32.87 লক্ষ বর্গ কিমি

D) 31.87 লক্ষ বর্গ কিমি

উত্তর: C



---


2. ভারতের মোট ভূমির কত শতাংশ কৃষিযোগ্য?


A) 40%

B) 43%

C) 30%

D) 25%

উত্তর: B



---


3. ভারতের উত্তরে কোন পর্বতমালা অবস্থিত?


A) ভিন্ধ্য

B) সাতপুরা

C) আরাবল্লী

D) হিমালয়

উত্তর: D



---


4. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?


A) কান্চনজঙ্ঘা

B) নন্দা দেবী

C) কান্চনজঙ্ঘা (ভারতের সর্বোচ্চ)

D) ধৌলাধর

উত্তর: C



---


5. ভারতের দীর্ঘতম নদী কোনটি?


A) গঙ্গা

B) ব্রহ্মপুত্র

C) গোদাবরী

D) সিন্ধু

উত্তর: A (ভারতের অভ্যন্তরে)



---


6. ভারতের পূর্ব উপকূলকে কী বলা হয়?


A) মালাবার উপকূল

B) করোমন্ডল উপকূল

C) কোনকন উপকূল

D) সারস্বত উপকূল

উত্তর: B



---


7. ডেকান মালভূমির প্রধান শিলা কোনটি?


A) সেডিমেন্টারি

B) মেটামরফিক

C) ইগনিয়াস (ব্যাসল্ট)

D) চক

উত্তর: C



---


8. ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান কোনটি?


A) চেরাপুঞ্জি

B) মাওসিনরাম

C) শিলং

D) ইম্ফল

উত্তর: B



---


9. ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতের এলাকা?


A) লাদাখ

B) মারওয়ার

C) জৈসলমের (থার মরুভূমি)

D) কচ্ছ

উত্তর: C



---


10. ভারতের বৃহত্তম রাজ্য (আয়তনে)?


A) মহারাষ্ট্র

B) উত্তর প্রদেশ

C) রাজস্থান

D) মধ্যপ্রদেশ

উত্তর: C



---


11. জনসংখ্যায় ভারতের সবচেয়ে বড় রাজ্য?


A) বিহার

B) পশ্চিমবঙ্গ

C) মহারাষ্ট্র

D) উত্তর প্রদেশ

উত্তর: D



---


12. ভারতের প্রধান সেচ প্রকল্পগুলি কোথায় বেশি?


A) পশ্চিমঘাট

B) হিমালয়

C) ইন্দো-গাঙ্গেয় সমভূমি

D) দাক্ষিণাত্য মালভূমি

উত্তর: C



---


13. ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটি?


A) লোকtak

B) দাল

C) চিলিকা হ্রদ

D) উলার

উত্তর: C



---


14. ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা কোন রাজ্যের?


A) কর্ণাটক

B) গুজরাট

C) তামিলনাড়ু

D) ওড়িশা

উত্তর: B



---


15. ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য কোনটি?


A) পশ্চিমবঙ্গ

B) অসম

C) কেরালা

D) তামিলনাড়ু

উত্তর: B



---


16. ভারতের প্রধান তুলো উৎপাদনকারী রাজ্য?


A) পাঞ্জাব

B) রাজস্থান

C) গুজরাট

D) তামিলনাড়ু

উত্তর: C



---


17. সর্বাধিক লৌহ আকরিক উৎপন্ন হয় কোথায়?


A) ঝাড়খণ্ড

B) ওড়িশা

C) কর্ণাটক

D) ছত্তीसগড়

উত্তর: B



---


18. ভারতের কেন্দ্রে কোন শহরটি অবস্থিত?


A) নাগপুর

B) ভোপাল

C) নাগপুরকে ভারতের ভূ-‘জিরো’ পয়েন্ট ধরা হয়

D) পুনে

উত্তর: C



---


19. ভারতের বৃহত্তম নদীখাত কোনটি?


A) নর্মদা

B) কোয়েল

C) গঙ্গা-ব্রহ্মপুত্র খাত

D) গোদাবরী

উত্তর: C



---


20. ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?


A) কন্যাকুমারী

B) ইন্দিরা পয়েন্ট

C) রামেশ্বরম

D) মিনিকয়

উত্তর: B