Breaking









Dec 23, 2020

WB CLASS XII-SOIL- Important questions

 class 12 

geography 

মৃত্তিকা 

dipendu Mondal 

mcq

1.ব্যাসাল্ট থেকে কোন মৃত্তিকা গড়ে ওঠে -কৃষ্ণ মৃত্তিকা 

2.মাটির রং লাল হয় কিসের উপস্থিতিতে -লোহা 

3.উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসেবে NPK কি বলা হয় -প্রাথমিক অতিমাত্রিক পুষ্টি মৌল 

4.মৃত্তিকা পরিলেখ এর স্তর থেকে বিস্তারে খনিজ পদার্থের অপসারণ এর পদ্ধতিকে কি বলে -এলুভিয়েশন 

5.পিট বা বগমাটি কোথায় সৃষ্টি হয় -জলাভূমিতে 

6.উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার কেমন হয় -দ্রুত 

7.রেনজিনা মাটি কোন ধরনের মাটি -চুন ময় মাটি 

8.মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলে - ডকুচেভ 

9. চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রংয়ের মৃত্তিকাকে কি বলে -রেনজিনা 

10. USDA অনুসারে মাটির শ্রেণীবিভাগ এর বর্গ কত -12 

saq 

Dipendu Mondal 

1.সোলাম কাকে বলে ? 2.মৃত্তিকার গ্রথন বলতে কী বোঝো ?3.কোন ধরনের শিলা থেকে রেগুর মাটি গড়ে ওঠে ? 4. আবহবিকার কাকে বলে ? 5. মৃত্তিকার ph বলতে কী বোঝো ? 6. মালচিং কাকে বলে ? 7. মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি কি কি ? 8. মৃত্তিকা দূষণ বলতে কী বোঝো ? 9. এলুভিয়েশন কাকে বলে ? 10. রেগোলিথ কাকে বলে ? 11. হিউমিফিকেশন কাকে বলে ? 12. ইলুভিয়েশন কাকে বলে ? 13. এলুভিয়েশন কাকে বলে ? 14.মৃত্তিকার A এবং  B স্তরকে  একত্রে কি বলে ? 15.পেডোক্যাল মাটি বলতে কী বোঝো ? 

long 

dipendu Mondal 

1. মৃত্তিকা সৃষ্টি আবহবিকারের ভূমিকা বর্ণনা করো (3) 2. মাটি সৃষ্টির মৌলিক প্রক্রিয়া গুলি কি কি (3) 3. ইলুভিয়েশন এবং এলুভিয়েশন এর মধ্যে পার্থক্য লিখ (4) 4. মাটি সৃষ্টিতে আদি শিলা এবং জলবায়ুর ভূমিকা বর্ণনা করো (4) 5. পেডোক্যাল এবং পেডালফার মাটির মধ্যে পার্থক্য লিখ (4) 6. মৃত্তিকার পরিলেখ কাকে বলে (3) 7. আদর্শ মৃত্তিকা পরিলেখ এর স্তর গুলি চিত্রসহ বর্ণনা করো (5) 8. আঞ্চলিক এবং আঞ্চলিক মাটির মধ্যে পার্থক্য লিখ (4) 9. মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলি ব্যাখ্যা করো (4) 10. মৃত্তিকা সৃষ্টিতে বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো (3)