Breaking









Dec 30, 2020

XI- Geography-short questions

 class 11

geography

short questions

জীবমন্ডল

dipendu Mondal


1. Ecology কাকে বলে?

উত্তর - জীব বিজ্ঞানের যে শাখায় জীব এবং তার পারিপার্শ্বিক পরিবেশের বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে ecology বলে.


2. বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে?

উত্তর - কোন একটি বাস্তু তন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তর এর মধ্যে উপস্থিত উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত ক্রম অনুসারে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে বাস্তুতন্ত্রের পিরামিড বলে.


3. খাদক কাকে বলে?

উত্তর - যে সকল জীব গোষ্ঠী নিজেরা খাদ্য তৈরি করতে পারে না বরং তারা খাদ্যের জন্য উৎপাদকের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করে তাদের খাদক বলে.


4. Edge effect কাকে বলে?

উত্তর - দুটি বাস্তুতন্ত্র যে স্থানে মিলিত হয় সেই স্থানে জৈব বৈচিত্র অনেক বেশি থাকে. একেই edge effect বলে.


5. ইকোলজিক্যাল নিচ কাকে বলে?

উত্তর - কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন জীবের আবাস এবং তার সক্রিয়তাকে ইকোলজিক্যাল নিচ বলে.