Breaking









Jan 24, 2021

Class -X -short questions

 



                                       Class- 10 Geography suggestion 
                                                             MC

1 .আরোহন এবং অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কে কি বলা হয় ------পর্যায়ন 
2. পর্যায়ন প্রক্রিয়া শক্তির প্রধান উৎস কোনটি-------- -সূর্য 
3. মরুভূমি এবং মরু অঞ্চলে কোন প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায় -------বায়ুপ্রবাহ 
4. যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায় তাকে কি বলে ---------আরোহন 
5. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রকারের প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে রুপোর কাজ করে সেই স্থানের ভূমিরূপের                পরিবর্তন করে সেই প্রক্রিয়াকে কি বলে - ----------বহির্জাত প্রক্রিয়া 
6. বহির্জাত প্রক্রিয়া কোন ধরনের প্রক্রিয়া ----------ধীর প্রক্রিয়া 
7. বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ এর নাম লেখ ---------জলপ্রপাত 
8. একটি অন্তর্জাত ও প্রক্রিয়ার নাম লিখ ------------আগনিয় উদগীরণ 
9. কোন ভূমি ভাগের শেষ সীমা বলতে কী বোঝায় -----------সমুদ্রপৃষ্ঠ 
10. যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমি ভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলে ----------অবরোহন 
11. ভূমিরূপ গঠন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শক্তি কোনটি ---------নদী 
12. আবহবিকার ও ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয় কে একসাথে কি বলা হয় ---------নগ্নীভবন 
13. গ্রেড শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ----------বিজ্ঞানী গিলবার্ট 
14. gradation শব্দটি প্রথম কে ব্যবহার করেন ----------চেম্বারলিন এবং স‍্যলসবেরি 
15. জলপ্রপাতের নিচে পাথরে ঘর্ষণের ফলে যে সকল ভূমিরূপ সৃষ্টি হয় তাদের কি বলে ---প্রপাত কূপ 
16. দুটি নদী অববাহিকার মাছের উঁচু ভূমি ভাগ কে কি বলে -------জলবিভাজিকা 
17. পাখির পায়ের মতো দেখতে একটি নদী ব-দ্বীপের নাম লেখ --------মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ 
18. শুষ্ক অঞ্চলে যে  গিরিখাত গড়ে ওঠে তাকে কি বলে ----------ক্যানিয়ন 
19. মন্থকূপ কোন প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্টি হয় ---------নদী 
20. নদীর নিক পয়েন্টে কোন ভূমিরূপ গড়ে ওঠে ---------জলপ্রপাত 
21. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি --------------গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ 
22. ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয় --------------চিত্রকূট জলপ্রপাত