Breaking









Jan 4, 2021

primary TET -EVS

 

Primary TET

Environmental science

dipendu Mondal

geographywithdip.blogspot.com

 

1. কোন বায়ুপ্রবাহকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় - মৌসুমী বায়ু

2. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন ধরনের অরণ্য দেখা যায় - চিরহরিৎ প্রকৃতির

3. বসুন্ধরা সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল - 130টি

4. চিপকো আন্দোলনের সাথে যুক্ত কয়েকজন নেতার নাম লেখ - সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী, চন্ডী প্রসাদ ভট্ট

5. সিলিকোসিস কি - এটি একটি ফুসফুস সংক্রান্ত রোগ

6. ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে বেশি - মধ্যপ্রদেশ

7.টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি - সালমনেলা টাইফি

8. ম্যালেরিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম কি - প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স

9. চিকেন পক্সের জীবাণুর নাম কি - ভেরি ওলা ভাইরাস

10. ভারতের জনসংখ্যা নীতি কবে অনুমোদন করা হয় - 2000সালে

11. পৃথিবীর জীব বৈচিত্রের শতকরা কত শতাংশ প্রজাতি ভারতে রয়েছে - 8%

12. দুটি ভেষজ উদ্ভিদের নাম কি - নয়ন তারা, কালমেঘ

13. কত সালের সম্মেলনে এজেন্ডা 21 গ্রহণ  করা হয় - 1992সালে

14. ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি পাখির নাম কি - গোলাপি মাথাযুক্ত হাঁস

15. ওজোন স্তর ক্ষয় করার জন্য কোন গ্যাস সবথেকে বেশি দায়ী - CFC