Breaking









Apr 27, 2021

School Service Commission ( SSC ) - subject --geography. -Set--1 - DIPENDU MONDAL - geographywithdip.blogspot.com - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 




School Service Commission ( SSC )

subject --geography.

Set--1

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1. বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝায়। 

      পৃথিবীর বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন -সূর্যরশ্মি, বৃষ্টিপাত, নদী, বায়ু প্রবাহ ,সমুদ্র তরঙ্গ ইত্যাদির কারণে ভূমিরূপের যে বিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। 


     বৈশিষ্ট্য --এই ধরনের প্রক্রিয়া ভূপৃষ্ঠ এবং উপরিভাগে ক্রিয়া করে। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

2. আরোহন প্রক্রিয়া কাকে বলে। 

       ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির কারণে ভূমিরূপ এর কোন অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে ,সেই ক্ষয় প্রাপ্ত পদার্থ কোন স্থানে জমা হয়ে সেই স্থানের উচ্চতা বৃদ্ধি করলে,তখন সেই প্রক্রিয়াকে আরোহন প্রক্রিয়া বলে। 


উদাহরণ --প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ। 


3. অবরোহন প্রক্রিয়া কাকে বলে। 

     যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোন স্থানে শিলা ক্ষয়প্রাপ্ত হয় সেই স্থান থেকে অন্য স্থানে শিলা অপসারিত হয়ে সেই স্থানকে নিম্ন স্থানে পরিণত করে তাকে অবরোহন প্রক্রিয়া বলে। 


উদাহরণ --আবহবিকার ,পুঞ্জিত ক্ষয়। 


4. নগ্নীভবন কাকে বলে। 

       ভূপৃষ্ঠের কোন স্থানে যখন আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং নগ্নীভবন এই তিনটি প্রক্রিয়া একসাথে কাজ করে শিলাস্তরের ক্ষয় করে তখন সেই প্রক্রিয়াকে নগ্নীভবন বলে। 


মাধ্যম --নগ্নীভবন এর প্রধান প্রধান মাধ্যম গুলি হল আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

5. সলীফ্লাকশন কাকে বলে। 

        পুঞ্জিত ক্ষয়ের কারণে শিথিল শিলা পদার্থ যখন বরফ গলা জলের সাথে মিলিত হয়ে পর্বতের উপর থেকে নিচের দিকে নেমে আসে তখন সেই প্রক্রিয়াকে  সলীফ্লাকশন  বলে। 


প্রকৃতি --সাধারণত বরফ গলা জলের কারণে পর্বতের উপরিভাগে দেখা যায়।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com






RELATED TOPICS

1.GEOGRAPHY – CLASS -9

2.GEOGRAPHY – CLASS -10

3.GEOGRAPHY – CLASS -11

4.GEOGRAPHY – CLASS -12

5.HISTORY –CLASS -9

6.HISTORY –CLASS -10

7.UGC  -net- GEOGRAPHY

8.GK For  competitive exam 

9.ENVIRONMENTAL SCIENCE

10.  IMPROVE YOUR ENGLISH 

11.  Ctet  exam 

12.  LEARN HINDI

13.  WEST BENGAL SSC-- GEOGRAPHY 

PLEASE  VIEW  AND  SHARE