Breaking









Apr 2, 2021

Soil- Class- 12-Dipendu mondal

 



some important questions from geography

class 12 

Dipendu mondal

chapter -soil 


1. মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রকের নাম লিখো। 

জলবায়ু 

2. মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়। 

বিজ্ঞানী ডকুচেভ। 

3. চুনাপাথর থেকে কোন ধরনের মৃত্তিকা গড়ে ওঠে। 

রেনজিনা 

4. সবথেকে বেশি পরিমাণে হিউমাস কোন মাটিতে দেখা যায়। 

পডজল

5. টর ভূমিরূপ কোন শিলায় দেখা যায়। 

গ্রানাইট শিলা। 

dipendu mondal 

6. একটি ক্ষারকীয় মৃত্তিকার নাম লিখ। 

সোলানচক 

7. মৃত্তিকার উলম্ব প্রস্থচ্ছেদ কে কি বলে? 

মৃত্তিকার পরিলেখ। 

8.মাটির একটি রাসায়নিক ধর্মের নাম লিখ। 

মৃত্তিকার পিএইচ 

9.শল্কমোচন কোন শিলায় দেখা যায়। 

গ্রানাইট 

10. চারনোজেম মাটি বর্ণ কেমন? 

কালো