Breaking









Sep 28, 2021

মাধ্যমিক ইতিহাস সাজেশন --2022 --MCQ Question with answer --Dipendu Mondal -- Chapter- 1 --ইতিহাসের ধারণা




 মাধ্যমিক ইতিহাস সাজেশন --2022

MCQ Question with answer

Dipendu Mondal 

Chapter- 1 

ইতিহাসের ধারণা 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1.দাদাসাহেব ফালকে কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন --চলচ্চিত্র নির্মাণ 

2. ভারতে কবে থেকে ক্রিকেট খেলার সূচনা হয় --1721 সালে 

3.নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন-- বিজন ভট্টাচার্য 

4. নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি ছিল --সাধারণ সম্প্রদায় 

5.বিপিনচন্দ্র পালের লেখা বিখ্যাত গ্রন্থ কোনটি --70 বছর 

6.ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা কে করেন --1988 খ্রিস্টাব্দে ছাত্র সৌমেন মিত্র 

7.ভারতে ফুটবল খেলার প্রবর্তন কারা করেন --ইংরেজরা 

8.ক্যালকাটা ক্রিকেট ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় --1792 সালে 

9. A History of Hindu Chemistry গ্রন্থটি কে রচনা করেন --প্রফুল্ল চন্দ্র রায় 

10. মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কত সালে জয় করে--1911 সালে 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11. Women in Modern India গ্রন্থটি কার লেখা --Geraldine Forbes 

12.সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হতো --বিভিন্ন মহাফেজ খানা এবং গ্রন্থাগারে 

13.জীবনের ঝরাপাতা গ্রন্থটি কে রচনা করেছিলেন --সরলা দেবী চৌধুরানী 

14.চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন --সুন্দরলাল বহুগুণা 

15.জীবনের ঝরাপাতা গ্রন্থটি কোন ধরনের গ্রন্থ --আত্মজীবনীমূলক গ্রন্থ 

16.বাষ্প চালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন --জর্জ স্টিফেনসন 1 814 খ্রিস্টাব্দে 

17. Spirit of the Game গ্রন্থটি কে লেখেন --মিহির বোস 

18.ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে ছিল --রনজিত গুহ 

19.সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন --ঈশ্বরচন্দ্র গুপ্ত 

20.ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করেন--ইংরেজরা 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

21.সোমপ্রকাশ কোন ধরনের পত্রিকা ছিল --সাপ্তাহিক পত্রিকা 

22. 22 Yards to Freedom গ্রন্থটি কে রচনা করেন --বোরিয়া মজুমদার 

23.বিপিনচন্দ্র পালের আত্মজীবনী মূলক গ্রন্থ টির নাম কি --70 বছর 

24.ভারতের প্রথম সামরিক ইতিহাস কে লেখেন --যদুনাথ সরকার 

25.বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করতেন --বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

26.ভারতের রেলপথের সূচনা কত খ্রিস্টাব্দে হয় --1853 খ্রিস্টাব্দে 

27.রয়াল ফটোগ্রাফিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় --1853 খ্রিস্টাব্দে 

28. ভারতীয়রা আলুর ব্যবহার কাদের কাছ থেকে শিখে ছিল --পর্তুগিজ 

29.একাত্তরের ডায়েরী গ্রন্থটি কে লিখেছিলেন --সুফিয়া কামাল 

30.ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি--রাজা হরিশচন্দ্র। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

31.ভারতের আধুনিক নৃত্য শৈলীর জনক কাকে বলা হয় --উদয় শংকর কে 

32.আদর্শ হিন্দু হোটেল কে রচনা করেন --বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

33.হিন্দু মেলার সভাপতি কে ছিলেন --রাজনারায়ণ বসু 

34.ইতিহাসের জনক কাকে বলা হয় --হেরোডোটাস 

35. বঙ্গদর্শন কত সালে প্রথম প্রকাশিত হয় --1872 খ্রিস্টাব্দে 

36.বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় --5 ই জুন 

37. জীবনস্মৃতি কার স্মৃতিকথা --রবীন্দ্রনাথ ঠাকুর 

38. Playing its my way আত্মজীবনীটি কার লেখা --শচীন তেন্ডুলকর 

39. জহরলাল নেহেরুর ইন্দিরা গান্ধীকে যে সকল চিঠি গুলি লিখেছিল তার হিন্দি অনুবাদ কে করেন --মুন্সী প্রেমচন্দ 

40.ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচনাকার কে--রজনীপাম দত্ত।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com



RELATED TOPICS

1.GEOGRAPHY – CLASS -9

2.GEOGRAPHY – CLASS -10

3.GEOGRAPHY – CLASS -11

4.GEOGRAPHY – CLASS -12

5.HISTORY –CLASS -9

6.HISTORY –CLASS -10

7.UGC  -net- GEOGRAPHY

8.GK For  competitive exam 

9.ENVIRONMENTAL SCIENCE

10.  IMPROVE YOUR ENGLISH 

11.  Ctet  exam 

12.  LEARN HINDI

13.  WEST BENGAL SSC-- GEOGRAPHY 

PLEASE  VIEW  AND  SHARE

ONLINE  CLASS  FOR

(SCHOOL SERVICE COMMISSION)

AND

UGC-NET


SUBJECT- GEOGRAPHY

UGC-NET

PAPER- 1

FEES- 500/ MONTH

BENEFITS

1.THROUGH  WHAT’S APP

2. MONTHLY  EXAM

3. NO TIME  BARRIER

4. ANY  TIME  WHAT’S APP  SUPPORT

5. PRINTED  STUDY  MATERIALS

WHAT’S APP  NUMBER -8972917151