Breaking









Nov 27, 2021

School Service Commission -- Subject --Geography -- SAQ questions -- Dipendu Mondal-- geographywithdip.blogspot.com


 School Service Commission 

Subject --Geography


SAQ questions

Dipendu Mondal


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1. ভারতের দ্রুত নগরায়নের কারণগুলি কি কি ? 

a. দ্রুতগতিতে ব্যবসা-বাণিজ্যের প্রসার লাভ। 

b. রেলপথ, সড়কপথ, জলপথ এবং বিমান পথের উন্নতি। 

c. তথ্যপ্রযুক্তি এবং শিল্পের বিপ্লব। 

d. শিক্ষা ,স্বাস্থ্য, বিদ্যুৎ এবং বিজ্ঞান চর্চার উন্নতি। 

e. সরকারি বিভিন্ন পরিষেবার বিস্তার ইত্যাদি। 


2. জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে। 

  কোন নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাসকারী জনসংখ্যার পরিবর্তনকে জনসংখ্যা বৃদ্ধি বলে। 

বৈশিষ্ট্য --পৃথিবীর কোন দেশে জন্ম ,মৃত্যু এবং পরিব্রাজন এর মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পায়। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

3. মানুষ জমি অনুপাত কাকে বলে। 

   মানুষ জমি অনুপাত বলতে মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমির অনুপাত কে বোঝানো হয়। 

বৈশিষ্ট্য --

a. এর মাধ্যমে মানুষ এবং জমির মধ্যে কার্যকরী সম্পর্ক জানা যায়। 

b. মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানা যায়। 

c. গুণগত এবং পরিমাণগত দিক জানা যায়। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

4. দূর সংবেদন বলতে কী বোঝো। 

  দূর সংবেদন বলতে দূর থেকে কোন বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করাকে বোঝানো হয়। 


5. বিবৃতিমূলক স্কেল কাকে বলে। 

   যখন কোন মানচিত্রের দূরত্ব এবং ভূমি ভাগের দূরত্বের অনুপাতকে লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলা হয়। 

যেমন --1সেমিতে 1 কিলোমিটার দূরত্ব।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com