Breaking









Nov 18, 2022

VVI for Class - 12- Geography--DIPENDU MONDAL -- geographywithdip.blogspot.com

 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

VVI for Class - 12- Geography

বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য আমার টেলিগ্রাম Group টিতে জয়েন করুন (Exam Guide)

পৃথিবীর অসম জনবণ্টনের কারণ কী ? 

Ans: প্রাকৃতিক কারণ 

জনসংখ্যা বণ্টনে প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । অবস্থান , জলবায়ু , ভূপ্রকৃতি , মৃত্তিকা , জল প্রভৃতি প্রাকৃতিক কারণ জনসংখ্যা বণ্টনে প্রভাব বিস্তার করে থাকে । যথা- 

 1) অবস্থান : উচ্চ অক্ষাংশে অবস্থিত এলাকাগুলি প্রবল । শৈত্যের জন্য উদ্ভিদবিরল এবং কৃষির অযোগ্য হয় । ফলে এইসব অঞ্চল জনবিরল । আবার মধ্যঅক্ষাংশ ও ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কৃষি , পশুপালন ও ব্যাবসাবাণিজ্যের ব্যাপক উন্নতির জন্য জনঘনত্ব বেশি ।


2) ভূপ্রকৃতি : বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে জীবনধারণ অস্বস্তিকর বলে সাধারণত পার্বত্য ও মালভূমি অঞ্চলগুলিতে জনঘনত্ব কম । অন্যদিকে , সমভূমি অঞ্চলে উর্বর মৃত্তিকা , কৃষিকাজ ও উন্নত যাতায়াত ব্যবস্থা ঘন জনবসতি গড়ে তোলার জন্য অনুকূল । 


  3) জলবায়ু : অস্বাস্থ্যকর অতি উষ্ম ও আর্দ্র জলবায়ু , শীতল মরু জলবায়ু বা অতিশুষ্ক মরু প্রকৃতির জলবায়ু অঞ্চলে জীবনধারণ কষ্টকর বলে এইসব অঞ্চলে জনবসতি বিশেষ বিশেষ দেখা যায় না । 


  4) মৃত্তিকা : ঊর্বর মৃত্তিকায় কৃজিকাজের প্রাধান্য পরিলক্ষিত । তাই গাঙ্গেয় সমভূমি বা মধ্যইউরোপের উর্বর দোআঁশ , পলিসমৃদ্ধ মৃত্তিকায় অধিক জনঘনত্ব দেখা যায় । 


  5) জলের প্রাপ্যতা : বেশিরভাগ বসতি পানীয় জলের সহজলভ্যতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে । 


  6) উদ্ভিদের বণ্টন : বনভূমি থেকে কাঠ সংগ্রহের জন্য বনভূমির কাছাকাছি ঘনবসতি গড়ে ওঠে । 


7) খনিজ সম্পদের প্রাপ্তি : খনিজ সম্পদ উত্তোলনের জন্য খনিগুলির কাছাকাছি ঘন জনবসতি গড়ে ওঠে । 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

অপ্রাকৃতিক কারণ : 


  1) অর্থনৈতিক উন্নতি : পৃথিবীর যে সমস্ত দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নত , শিল্পে উন্নত যোগাযোগ ব্যবস্থায় উন্নত এবং জীবিকা নির্বাহের সুবিধা প্রভৃতি বেশি ভোগ করে সেখানে জনবসতির প্রাধান্য দেখা যায় । 


  2) রাজনৈতিক ও সামাজিক অবস্থা : রাজনৈতিক কারণে দেশ বিভক্ত হলে জনবসতির তারতম্য দেখা যায় । এছাড়াও সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ক্রিয়াকলাপের কারণে স্থানবিশেষে । জনবসতির তারতম্য গড়ে ওঠে ।






Dipendu Mondal

অনলাইন / অফলাইন ক্লাস করার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 8972917151

Geography pass and Hons,

Education pass and Hons,

Political science pass and Hons,

Environmental Science