Breaking









Dec 20, 2020

WB CLASS X - HISTORY , CHAPTER 1

 Dipendu mondal 

class 10 history. 

chapter 1. 

MCQ 

1.নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? মেধা পাটেকর। 

2.প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি? বিল্বমঙ্গল 

3.ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু করা হয়? 1878 খ্রিস্টাব্দে থেকে। 

4. পথের পাঁচালী ছবির পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। 

5.বন্দেমাতরম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ করা হয়। বঙ্গদর্শন পত্রিকায়। 

6.প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। 

7.একাত্তরের ডায়েরী রচয়িতা কে? সুফিয়া কামাল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? বাঙ্গাল গেজেট। 

8.কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত করা হয়। 1835 খ্রিস্টাব্দে 

9. একেই বলে শুটিং কার লেখা? সত্যজিৎ রায়। 

10.ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম লিখ। কলকাতা এফসি। 

11.ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়। নগেন্দ্রনাথ সর্বাধিকারী। 

12. বঙ্গদর্শন প্রথম প্রকাশিত কত সালে হয়। 1872

13.বিপিনচন্দ্র পালের আত্মজীবনী নাম কি? সত্তর বৎসর। 

14.ভারতে ফুটবল খেলা কারা প্রথম প্রবর্তন করেন। ইংরেজরা 

15.বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

16.সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। 

17. ভারতের অগ্নিযুগের অগ্নিকন্যা কাকে বলা হয়। কল্পনা দত্তকে। 

18.নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কি? সাধারণ মানুষ। 

dipendu mondal 

19. নতুন সামাজিক ইতিহাস চর্চা কত দশকে থেকে শুরু হয়। 1960

20. হিস্টোরিওগ্রাফি কথার অর্থ কি? ইতিহাস রচনা তথ্য। 

21. বাইশ গজের খেলা কোন খেলাকে বলা হয়। ক্রিকেটকে 

22. সত্যজিৎ রায়ের কোন চলচ্চিত্র অস্কার পুরস্কার পায়। পথের পাঁচালী। 

23.পৃথিবীর প্রাচীনতম খেলা কোনটি। মানাকালা 

24.মোহনবাগান IFA শিল্ড কত সালে যেতে? 1911

25. কেকের দেশ কাকে বলে। স্কটল্যান্ডকে 

26. ইতিহাস একটি বিজ্ঞান কমও নয় বেশিও নয় উক্তিটি কার? বিউরি 

27. ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? ডক্টর