Breaking









Dec 21, 2020

WB CLASS X HISTORY MCQ, CHAPTER 1

 class 10 history 

chapter 1 

ইতিহাসের ধারণা 

dipendu mondal 

MCQ 

1.ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন- রনজিত গুহ। 

2. এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে লিখেছেন--  আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 

3. ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু করা হয়-- 1878 সাল থেকে। 

4. ভারতে প্রথম কে শব ব্যবচ্ছেদ কারী চিকিৎসক ছিলেন-- মধুসূদন গুপ্ত। 

5. সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে রচনা করেছেন-- রাসেল কার্সন। 

6. মেধা পাটেকর কি জন্য বিখ্যাত--  তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিশিষ্ট  নেত্রী। 

7. ব্রিটেনের এন্ড হার আর্মি গ্রন্থটি কে রচনা করেন। -- বার্নেট 

8. কলিকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন। -- রাধারমন মিত্র। 

9. হুগলি জেলার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন। -- সুধীর কুমার মিত্র। 

10. প্রথম সবাক বাংলা চলচ্চিত্র কোনটি। -- দেনা পাওনা। 1931

11. বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কে লেখেন? -- আশুতোষ ভট্টাচার্য। 

12. ডান্স অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন। -- শোবনা গুপ্ত। 

13. শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? -- প্লেইং ইট মাই ওয়ে। 

14. ক্যামেরা কে আবিষ্কার করেন? -- আলেকজান্ডার ওয়ালকট। 

15.কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত করা হয়। -- 1872

16. ভারতের রেলপথ কার সময়ে সম্প্রসারিত হয়। --লর্ড ডালহৌসির আমলে। 

17. ভারতে প্রথম রেলপথ কোথায় এবং কবে চালু হয়। -- 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত। 

18. ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি। -- রাজ তরঙ্গিনী। 

19. রাজা হরিশচন্দ্র সিনেমার পরিচালক কে ছিলেন? -- দাদাসাহেব ফালকে। 

dipendu mondal 

20. হিস্ট্রি অফ সাইন্স গ্রন্থটি কে রচনা করেন। -- j.d. বর্নাল। 

21. প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান গ্রন্থটি কে রচনা করেন। -- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। 

22. history from below. গ্রন্থটি কে রচনা করেন? -- ইপি Thompson