Breaking









Dec 20, 2020

West Bengal Board class XII important questions -mcq

 geography exam

dipendu Mondal

মৃত্তিকা - MCQ

1.প্রশমিত মাটির ph এর মান কত - - 7.0

2. একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও - - পডজল

3. উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসেবে NPK কে কি বলা হয় - - প্রাথমিক অতিমাত্রিক পুষ্টি মৌল

4. ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমিক্ষয়ের প্রধান অংশগ্রহণকারী প্রক্রিয়া কোনটি - - খাত ক্ষয়

5. মাটির কোন স্তরে হার্ডপ্যান দেখা যায় - - B

6. মৃত্তিকা পরিলেখ A স্তর থেকে B স্তরে খনিজ পদার্থের অপসারণ এর পদ্ধতিকে কি বলে - - এলুভিয়েশন

7. পিট বা বগামাটি কোথায় সৃষ্টি হয় -- জলাভূমিতে

8. অগ্নুৎপাত যত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা কোনটি -- এন্ডিসল

9.উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার কেমন -- দ্রুত

10. রেনজিনা কোন ধরনের মাটি -- চুন ময় মাটি. dipendu Mondal 

11. ক্ষারকীয় মাটির ph এর মান কত--7-এর বেশি

12. মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলে -- ডকুচেভ কে

13. চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে কি বলে - - রেনজিনা

14. সবথেকে বেশি হিমবাহ দেখা যায় কোন মাটিতে -- পডজল

15. ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায় -- আদ্র ক্রান্তীয় জলবায়ু তে

16.হিউমাস সমৃদ্ধ মাটির রং কি - - কাল

17. মাটির গঠনে পরোক্ষ প্রভাব ফেলে কোনটি -- ভূপ্রকৃতি

18.রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায় কোন অঞ্চলে - - নিরক্ষীয় অঞ্চলে

19. চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটি কে কি বলে - - টেরারোসা

20. মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হলো -- জলবায়ু. Dipendu Mondal 

21. মাটিতে অবস্থিত উদ্ভিদের অপরিহার্য মৌলের সংখ্যা কটি -- 20

22. এলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার কোন স্তরে ঘটে - - A স্তরে

23. USDA অনুসারে মাটির বর্গের শ্রেণীবিভাগ কয়টি - - 12

24. মরু অঞ্চলে ধূসর রংয়ের লবণাক্ত মৃত্তিকা কে কি বলে -- সোলানচাক

25. চারনোজেম মৃত্তিকা কোথায় দেখা যায় - - নাতিশীতোষ্ণ অঞ্চলে

26. পরিণত মাটি সৃষ্টিতে একমাত্র অতি আবশ্যক নিষ্ক্রিয় উপাদান কোনটি - - সময়

27. পেডালফার মাটি তে কিসের পরিমাণ বেশি থাকে - - অ্যালুমিনিয়াম