Breaking









Jan 15, 2021

GK in geography

 



GK in geography 

dipendu mondal

1. আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে ----------আলোকবর্ষ 

2.গ্রহদের মধ্যে কোন গ্রহটি বৃহত্তম ---------------------------------------বৃহস্পতি 

3. যেসকল জ্যোতিষ্কদের নিজস্ব কোন আলো নেই সেই সকল জ্যোতিষ্ক কে কি বলে - ---গ্রহ 

4. সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি -------------------------------------বুধ 

5. দূরবীক্ষণ যন্ত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ---------------------------গ্যালিলিও 

6. সূর্য পৃথিবী থেকে কত গুন বড় --------------------------------------------13 লক্ষ গুণ বড় 

7. সূর্যের সবথেকে উজ্জ্বল অংশকে কি বলে -------------------------------আলোকমন্ডল 

8. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ---------------8 মিনিট 20 সেকেন্ড 

9. ভারত কত সালে মহাকাশ গবেষণা শুরু করে ---------------------------1962

10. ভারতের একমাত্র কে মহাকাশে অভিযান করেন ----------------------রাকেশ শর্মা