Breaking









Jan 13, 2021

Xii- Geography-Chapter -1-Short

 



16. ভৌম জল বলতে কী বোঝো ?

        সাধারণত ভৌম জল বলতে সেই উপপৃষ্ঠীয় জলরাশিকে বোঝায় যা শিলার অংশগুলিকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করে দেয় এবং অভিকর্ষীয় প্রভাবে বশবর্তী হয়ে প্রতিক্রিয়া করে 

17. ভৌম জলস্তর বলতে কী বোঝো ?

         স্থায়ী সম্পৃক্ত জল স্তরের উর্ধ্বসীমা বরাবর যে রেখা পাওয়া যায় তাকে ভৌম জলস্তর বলা হয় .

18. ভাদস স্তর কাকে বলে ?    dipendu mondal

       সম্পৃক্ত স্তর এর উপরে যে অসম্পৃক্ত স্তর অবস্থান করে সেই স্তরকে ভাদোস স্তর বলা হয় .

19. ভাদোস জল কাকে বলে ?

      বৃষ্টির জল বা তুষার গলা জল ভূ-অভ্যন্তরে প্রবেশ করে যখন ভাদোস অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন সেই জলকে ভাদোস জল বলা হয় .

20. প্রস্রবণ কাকে বলে ?

      ভূপৃষ্ঠের কোন স্থান থেকে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে এলে তখন তাকে প্রস্রবণ বলা হয়