Breaking









Feb 25, 2021

homework- Class- 9, 10 ,11,12 - 25.02.21-- GEOGRAPHY -DIPENDU MONDAL-- geographywithdip.blogspot.com

 


Class -9 ,10  History , Geography

CLASS- 11,12 GEOGRAPHY পড়ানো হয়

WITH  PRACTICAL , MONTHLY  EXAM  TEST

geographywithdip.blogspot.com


                                       homework

                                         25.02.21

Class- 9, 10 ,11,12

 GEOGRAPHY



Class- 9 
Chapter- 1
গ্রহ রূপে পৃথিবী

1. প্যারিস এর অক্ষাংশ কত?
2. প্রাচীনকালে মানুষের মতে পৃথিবীর আকৃতি কেমন ছিল? 
3. কলম্বাস কোন দেশের পর্যটক ছিলেন।  
4. মারিয়ানা খাতের গভীরতা কত? 
5. কার মতে পৃথিবী জলে ভাসমান একটি চাকতি?
DIPENDU  MONDAL  

geographywithdip.blogspot.com

6. পৃথিবীর কোন অক্ষাংশে কোন বস্তুর ওজন সবথেকে বেশি হয়। 
7. এরাটোস্থেনিস এর মতে পৃথিবীর পরিধি কত? 
8. পৃথিবীর গড় তাপমাত্রা কত?
9.পৃথিবীর কোন স্থানে মাধ্যাকর্ষণ বল সবথেকে কম।
10. পৃথিবীর ওজন সর্বপ্রথম কোন বিজ্ঞানী পরিমাপ করেন। 

Class-10 
Geography 
Chapter- 1
বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ
 
1. সুন্দরবনের সবথেকে বড় দ্বীপটির নাম কি?
2. পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি।
3. ভারতের একটি আদর্শ নদীর নাম লেখ। 
4. নদী কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় করে।
5. পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে? 
7. ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে। 
8. ক্যানিয়ন কোন অঞ্চলে গড়ে ওঠে। 
9. নদী উপত্যকার পুরনো ঢাল এবং নতুন ঢালের মিলিত স্থানকে কি বলে? 
10. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? 
Class- 11
Geography 
Chapter -2
প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ

1. Big Bangতত্ত্বটি কে সর্বপ্রথম দেন। 
2. পাত কথাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন। 
3. পৃথিবীর কেন্দ্রমন্ডলের উষ্ণতা কত? 
4. পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত?
5. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নীহারিকা মতবাদ কে প্রদান করেন। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. কেন্দ্রমন্ডলের ব্যাস কত? 
7. কোন পাত সীমানা বরাবর মধ্য মহাসাগরীয় শৈলশিরা গঠিত হতে দেখা যায়। 
8. সমুদ্র বক্ষের বিস্তার তত্ত্বের প্রবর্তক কে? 
9. চেম্বারলিন এবং মূলটন কোন তত্ত্বটি দেন।  
10. মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা কে? 

Class -12
Geography 
Set- 1

1. টর ভূমিরূপ কোন শিলায় দেখা যায়। 
2. সোনালী তন্তু কাকে বলে। 
3. রাসায়নিক আবহবিকার সবথেকে বেশি কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়।  
4. ভারতে নিউজপ্রিন্ট তৈরীর কারখানা সর্বপ্রথম কোথায় গড়ে ওঠে। 
5. সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. চুনাপাথর থেকে তৈরি লাল রঙের মাটি কে কি বলে? 
7. আবহিক জলের প্রধান উৎস কি? 
8. ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলের নাম লেখ।  
9. চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপ কে কি বলে? 
10. আরোহন এবং অবরোহণ এর সম্মিলিত ফল কে কি বলে?