Breaking









Feb 23, 2022

মাধ্যমিক ভূগোল -গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর -dipendu mondal





 মাধ্যমিক ভূগোল

গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর

dipendu mondal

প্রশ্নের মান - 1 

1. বায়ুপ্রবাহের বেগ কোন একক দ্বারা প্রকাশ করা হয় -- নট 

2. কোন মেঘ থেকে ঝড়ের সংকেত পাওয়া যায় -- কিউমুলোনিম্বাস মেঘ 

3. ITCZ কোন অঞ্চলে অবস্থিত -- নিরক্ষীয় শান্ত বলয় 

4. 4 o'clock rain কাকে বলে --পরিচলন বৃষ্টিপাত কে

5. প্রাকৃতিক সৌর পর্দা কোন স্তরকে বলা হয় -- ওজোন স্তরকে 

6. ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বেঁকে প্রবাহিত হয় -- ডানদিকে 

7. কোন মেঘ দেখতে ফুলকপির মত হয় -- কিউমুলাস 

8. ডোলড্রাম কথার অর্থ কি -- শান্ত অবস্থা 

9. ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে -- 1984 সালের 3 ডিসেম্বর 

10. কিয়োটো চুক্তি কবে থেকে কার্যকর হয়েছে--2005 সালের 16 ফেব্রুয়ারি থেকে