Breaking









Mar 3, 2022

মাধ্যমিক ভূগোল -2022 - Vvi MCQ -DIPENDU MONDAL - geographywithdip.blogspot.com


মাধ্যমিক ভূগোল -2022

Vvi MCQ

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

1.  পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি -- আমাজন 

2. মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে --উলম্বভাবে 

3. যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত --কর্নাটকের সরাবতী নদীর উপর। 

4. হিমবাহের ক্ষয় এর ফলে গঠিত ঢিবিগুলিকে কি বলা হয়--রসে মতানে। 

5. হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে--সুবর্ণরেখা 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

6. নদীর প্রবাহ পরিমাপের একক কি --কিউসেক , কিউমেক। 

7. পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি কোনটি--ওব নদীর মোহনা। 

8. শুষ্ক অঞ্চলের গিরিখাত কে কি বলা হয়--ক্যানিয়ন 

9. সার্ক বা করি কে জার্মানিতে কি বলা হয়--কার

10. গম কোন ধরনের শস্য-- রবি শস্য। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

11. ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম-- পাঞ্জাব। 

12. অবরোহন ও আরোহন প্রক্রিয়ার মিলিত রূপ কোনটি-- পর্যায়ন। 

13. ভারতের রাজ্য পুনর্গঠন এর প্রধান ভিত্তি কি --ভাষা

14. উত্তর পশ্চিম ভারতে লু কোন সময় প্রবাহিত হয়-- গ্রীষ্মকালে। 

15. ভারতের একটি একক বৃহত্তম শিল্পের নাম কি --কার্পাস বয়ন শিল্প। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

16. ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোনটি -- ট্রমবে 

17. ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে কখন-- শরৎকালে

18. ভারতে বর্তমানে মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি --28 টি। 

19. চলমান বালিয়াড়ি কে কি বলা হয় --ধ্রিয়ান 

20. ভারতের পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় দেখা যায়-- শীতকালে।

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

21. ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতির নাম কি-- ফালি  চাষ 

22. মাজুলী দ্বীপ কোন নদীতে গড়ে উঠেছে --ব্রহ্মপুত্র নদ। 

23. ভারতের বৃহত্তম খাল কোনটি -- ইন্দিরা গান্ধী খাল। 

24. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়-- কোয়েম্বাটুর।

25. Basket of Egg Topography কোন ভূমিরূপ কে বলা হয়-- ড্রামলিন 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

26. TISCO কোথায় অবস্থিত -- জামশেদপুর

27. ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি-- ইন্দিরা পয়েন্ট। 

28. পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় --কলকাতা। 

29. পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ কোনটি--হুবার্ড 

30. ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত --দেরাদুন 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

31. ভারতের নবীনতম রাজ্য কোনটি --তেলেঙ্গানা। 

32. ভারতের সর্বাধিক কোন পদ্ধতিতে জলসেচ করা হয় --কূপ এবং নলকূপ। 

33. চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে --ইন্দ্রাবতী।

34. ভারতের টেক সিটি কাকে বলে --হায়দ্রাবাদ 

35. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে --আরোহন। 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

36. ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়-- চেন্নাই। 

37. ভারতের রূঢ় কাকে বলা হয়-- দুর্গাপুর। 

38. পাইন কোন ধরনের উদ্ভিদ --সরলবর্গীয় উদ্ভিদ। 

39. পেট্রোলিয়ামের একটি উপজাত দ্রব্যের নাম কি --ন্যাপথা

40. ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত--কটক

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com