Breaking









Jun 8, 2024

এক নজরে ভূগোল -Dipendu mondal

 


এক নজরে  ভূগোল 

1. ভূগোল (Geography) শব্দটি প্রথম এরাটোসথেনিস ব্যবহার করেন।

গাণিতিক ও জ্যামিতিক পদ্ধতি মেনে প্রথম এরাটোসথেনিস পৃথিবীর

পরিধি, ব্যাস, ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন।

2.  কার্টোগ্রাফির নিয়ম মেনে না হলেও প্রথম অ্যানেক্সিমেন্ডার পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন।

3.  কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন

ক্লডিয়াস টলেমি।

4.  প্রথম দ্রাঘিমারেখা অঙ্কন করেন হেরোডোটাস।

5.  আর্নেস্ট হেকেল প্রথম 'Oekologie' শব্দটি ব্যবহার করেন।

বিজ্ঞানী অ্যারিস্টটল প্রথম 'Meteorology' শব্দটি ব্যবহার করেন।

 6. এমরিক জোন্স প্রথম ভূগোলে ‘স্থান' (Space) শব্দটি ব্যবহার করেন।

7.  এডমন্ড ডেমোল্যা প্রথম ‘সামাজিক ভূগোল' (1844)

শব্দটি ব্যবহার করেন।

8.  গ্রিক ভূগোলবিদ স্ট্যাবো প্রথম 'কোরোলজি' শব্দটি

ব্যবহার করেন।

9. রোমান ভৌগোলিক টলেমি প্রথম 'কোরোগ্রাফি' শব্দটি

ব্যবহার করেন।

10.  বিজ্ঞানী ভি. অনুচিন প্রথম 'নব নিয়ন্ত্রণবাদ' (Neo-De-

terminism) শব্দটি ব্যবহার করেন।

11.  আল-বলখি প্রথম (921 খ্রি:) জলবায়ু সম্পর্কিত মানচিত্র

প্রকাশ করেন।


Dipendu mondal

তথ্যসূত্র-- বুক ইন্ডিয়া , আধুনিক ভূগোল ,অনিরুদ্ধ হাজরা , হরেকৃষ্ণ গিরি