Breaking









Mar 7, 2021

homework- - 07.03.2021--Class- 9, 10 ,11,12--GEOGRAPHY-DIPENDU MONDAL-- geographywithdip.blogspot.com



DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


homework

Class- 9, 10 ,11,12

 GEOGRAPHY

Short  Questions

Date - 07.03.2021

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com



Class- 9

Chapter- 1

গ্রহ রূপে পৃথিবী 


1. একটি বামন গ্রহের নাম লেখ

2. সৌরজগতের একটি বলয় যুক্ত গ্রহের নাম লেখ

3. সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি

4. পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব কত

5. মহাকাশ থেকে পৃথিবীকে কোন রঙের দেখায়

6. সৌরজগতের কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে

7. GPS এর পুরো নাম কি

8. কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়

9. IAU এর পুরো নাম কি

10. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


Class- 10

Chapter- 1

বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 


1. কোন নদীর গতিবেগ এর সাথে তার বহন ক্ষমতার অনুপাত কে কি বলা হয়

2. নিম্নগতিতে নদীর বদ্বীপ অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়

3. দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলে

4. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি 

5. নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কে প্রবর্তন করেন

6. একসাথে একাধিক পলল শঙ্কু মিলিত হলে তখন তাকে কি বলে 

7. জলপ্রপাত নদীর কোন গতিতে দেখা যায় 

8. গভীর V আকৃতির উপত্যকাকে কি বলে

9. বুদবুদের  আঘাতে শিলাস্তরের যে ক্ষয় হয় তাকে কি বলে

10. করাতের দাঁতের মতো আকৃতির একটি ব-দ্বীপের নাম লেখ 

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com


Class -11

Geography 

Chapter- 1. 

প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। 


1. কোন পুস্তকে সমুদ্র বক্ষের বিস্তৃতি সম্পর্কিত তত্ত্বটি প্রকাশ করা হয়

2. উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে চলন এর প্রধান কারণ কি ছিল 

3. Isostasy শব্দটি প্রথম কে ব্যবহার করেন

4. বিজ্ঞানী ওয়েগনারের মতে উত্তর আমেরিকা, ইউরোপ এবং মধ্য এশিয়া একসাথে কোন ভূখণ্ড গঠন করে

5. গুরুমন্ডল এর গভীরতা কত 

6. কেন্দ্রমন্ডলের উষ্ণতা কত ডিগ্রী সেন্টিগ্রেড

7. গুরুমন্ডল এ পরিচলন স্রোত এর বিষয়ে প্রথম কে বলেন

8. The origin of continents and ocean গ্রন্থটি কে লেখেন

9. 1965সালে কোন বিজ্ঞানী পাত শব্দটি প্রথম ব্যবহার করেন

10. নিম্ন গুরুমন্ডল কে কি বলা হয়


DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com

Geography 

Class -12. 

Chapter- 2

ভৌম জলের কাজ এবং গঠিত ভূমিরূপ। 


1. ভারতের একটি শীতল প্রস্রবণ এর নাম লিখ

2. কোন প্রকার শিলাতে ভৌম জলের সঞ্চয় সবথেকে বেশি দেখা যায়

3. স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট পরস্পর যুক্ত হয়ে কি গড়ে তোলে

4. Karst অঞ্চলের লাল রঙের মাটিকে কি বলে

5. ভৌম জল অন্য কি নামে পরিচিত

6. আদ্র ক্রান্তীয় অঞ্চলে লাল রঙের আম্লীক  কাদাকে কি বলে

7. ভূপৃষ্ঠের যেসকল অঞ্চলে একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ নির্গত হয় তাকে কি বলে

8. চুনাপাথরের গুহাতে চুন জমা হয়ে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠে থাকলেন তখন তাকে কি বলে

9. অন্ধ উপত্যকা কোন অঞ্চলে দেখা যায়

DIPENDU  MONDAL

geographywithdip.blogspot.com